Explore with Forhad

Explore with Forhad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Explore with Forhad, Digital creator, Dhaka.

স্বাগতম 🌹🌻¦¦ আমি দেশ-বিদেশে সীমানা ছাড়িয়ে ভ্রমণ করতে এবং বিশ্ব সৌন্দর্য অন্বেষণ করতে ভালোবাসি ¦¦ বর্তমান বিশ্বের সঠিক তথ্য এবং TRAVEL VLOGS দেখতে, অনুগ্রহ করে আমার পেজটি FOLLOW করে আমার সাথে সংযুক্ত থাকুন ¦¦ LIKE & SHARE করে আমাকে সাপোর্ট করুন 💚❤️💚

22/09/2025
■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪রি...
31/08/2025

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীত্ব্য আমি আল্লাহর উপর নেই।

............⚠️ সতর্কতা-মূলক পোস্ট ⛔...........✍️ রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি স...
30/07/2025

............⚠️ সতর্কতা-মূলক পোস্ট ⛔...........
✍️ রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ। 😰😭
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…😢

⚠️ ⚠️ এই দুর্ঘটনার কারণ ??
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

⛔ ⛔ গ্যাসের গন্ধ পেলে ??
✅ কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
✅ সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
✅ পারলে মেইন সুইচ অফ করে দিন।
✅ সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

✅☑️ আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন...। তাই জনস্বার্থে এই পোস্টটি বেশি বেশি শেয়ার করবেন 🙏🙏🙏

((সংগৃহীত পোস্ট))

⚠️ যারা রাজনীতি করেন, রাজনীতি ভালবাসেন বা রাজনীতি কে পেশা হিসেবে গ্রহণ করতে চান, তারা আগে এই লিখা একবার পড়ে আসতে পারেন....
24/07/2025

⚠️ যারা রাজনীতি করেন, রাজনীতি ভালবাসেন বা রাজনীতি কে পেশা হিসেবে গ্রহণ করতে চান, তারা আগে এই লিখা একবার পড়ে আসতে পারেন.... ।
✅ জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে এমপি, এরপর মন্ত্রী।
এখন জেলখানায়! চোখে পানি 😭!

✅ গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

✅ একটাই তো জীবন! কি নিদারুন অপচয়!

✅ ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

✅ এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

✅ এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

✅ এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কুটিল খেলা!
Collected

13/07/2025
স্বাগতম 💐 'EXPLORE WITH FORHAD' পেইজে Join করে আমাকে সাপোর্ট করার জন্য নতুন Follower-দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞত...
12/07/2025

স্বাগতম 💐 'EXPLORE WITH FORHAD' পেইজে Join করে আমাকে সাপোর্ট করার জন্য নতুন Follower-দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার জন্যে শুভকামনা ও ভালবাসা অবিরাম 💚❤️💚
Arif Billah, Ayat Ullah Coxs, Forhad Forhadhossen, Dilara Khatun, Zindagi N, Nipa Akter Nipo, Jahirul Islam, Ali Nur, MD Touhidul Islam, Alamgir Talukdar, Roy Maya, Mehedihasan Mehedihasan, Md Nuruzzaman, Md. Asibul Arif, Md Omar Faruk Khoka, Harunor Rashid, Sayed Zia, Yousra's Story, Abdul Karim, Rony Roy, Ku Tu, MD Juwel, রুপালী অঙ্গন, S M Foiaz, Md-fahed Ullah Mamun, MD Hemayat Ullah, Md Jewel Mia, Mohammad S Chowdhury, Rozina Akther, Arham Rahman, Solaiman Vhuyin, Kutub Uddin, Shifat Rahman, বাজুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, Towhidul Islam, Morol Jahamgir, Arkd Alam, MD Liton Mia, Arif Billah, Sangida Akter Mizan, Rakibul Islam Llb, Shahjahan Chowdhury, Md Jinnat Ali, Amar Sunar Kathighora, Kiran Sekh, Al Rifat, Jahirul Islam, Syed Zahedul Islam

কখনো নিরাশ হবেন না ¦¦ ভরসা রাখুন একমাত্র আল্লাহ'র প্রতি, কারণ তিনিই সর্বশক্তিমান, পরম দয়ালু এবং সকল সৃষ্টি-কূলের প্রতিপা...
07/07/2025

কখনো নিরাশ হবেন না ¦¦ ভরসা রাখুন একমাত্র আল্লাহ'র প্রতি, কারণ তিনিই সর্বশক্তিমান, পরম দয়ালু এবং সকল সৃষ্টি-কূলের প্রতিপালক।

10/01/2025

বেইজিং সিটি ট্রাভেল ব্লগ 👉Full Video ||
🇨🇳 চীনের রাজধানী বেইজিং শহরের অপরূপ সৌন্দর্য || চায়না ভ্রমণ পর্ব -১ ✈️🌎

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉❤️
27/09/2024

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Forhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore with Forhad:

Share