Fahad Hasan Ziad

Fahad Hasan Ziad Hi, I'm ziad. I'm a Digital marketer

31/05/2023

#শিক্ষনীয়পোষ্ট
পড়ে দেখতে পারেন !!

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?

সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না!

তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো।

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।
- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।
- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

(সংগৃহীত)

23/05/2023

#লিংকডিন_মার্কেটিং_কি?
ইন্টারনেটে বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্ক হচ্ছে লিংকডিন । এটি ক্যারিয়ার বিকাশ, পেশাদার সংযোগ, শিল্প আলোচনা এবং ব্যবসায় সম্পর্কিত অন্যান্য ক্রিয়াকলাপ সম্পাদন করে থাকে। আপনি চাকরি বা ইন্টার্নশিপ সন্ধান করতে, প্রফেশনাল সম্পর্ক তৈরি এবং কোনও বড় বা ছোট প্রতিষ্ঠানের মার্কেটিং করতে বা কেউ স্নাতক হওয়ার পরে কাজ খুঁজছেন তারা লিংকডিনের মাধ্যমে তাদের কাজ খুঁজে পেতে পারেন। যে কোনও ব্যক্তির পেশাদার জীবন যাপনে আগ্রহী আরও বেশি গুরুত্ব সহকারে তাদের ক্যারিয়ার বৃদ্ধির জন্য এবং অন্যান্য পেশাদারদের সাথে সংযোগ স্থাপনের জন্য নতুন সুযোগ গুলোর সন্ধান করতে পারেন।
লিংকডিন শুধু পেশাদার এবং চাকরি প্রার্থীদের জন্যই নয়। অবশ্যই, লক্ষ লক্ষ পেশাদার প্রতিদিন তাদের নেটওয়ার্ক এবং তাদের ক্যারিয়ার বাড়ানোর জন্য লিংকডইন ব্যবহার করে তবে আপনি আপনার ব্যবসা বাড়ানোর জন্য ও লিংকডিন ব্যবহার করতে পারেন। লিংকডিন আপনাকে এবং আপনার ব্যবসায়কে লক্ষ লক্ষ সংযোগ স্থাপনের জন্য প্রকাশ করে থাকে। এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড বুস্ট করতে পারেন, ব্যক্তি এবং অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। আসুন তাহলে প্রথমে জেনে নেই-
LinkedIn কি?
LinkedIn হচ্ছে ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম। ২০০ দেশের প্রায় ৪২+ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে। লিঙ্কডইনে বিভিন্ন মার্কেটিং সহ চাকরি পাওয়া যায়। যার জন্যেই লিংকডিন আরো বেশি জনপ্রিয়। আপনার LinkedIn প্রোফাইল মূলত আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে।
লিংকডিন মার্কেটিং কি?
লিংকডিনের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিংক সহ অন্যান্য ব্যবসার প্রোডাক্টগুলো শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়াকে LinkedIn marketing বলা হয়ে থাকে। লিংকডিন মার্কেটিং বলতে বুঝায় এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেটার মাধ্যমে আপনার ব্যবসায়কে লক্ষ লক্ষ সংযোগ স্থাপনের জন্য প্রকাশ করে এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড boost করতে পারেন, ব্যক্তি এবং অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। চাকরি খুঁজতে পারেন এবং আপনার কোম্পানির জন্য চাকরির নিয়োগ দিতে পারেন।
LinkedIn কেন ব্যবহার করবেন?
আপনি যদি প্রফেশনাল বি

23/05/2023

Address

Savar
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Hasan Ziad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Hasan Ziad:

Share