You & Me

You & Me Scroll down for more, get more

কেউ ছবি দেখে ভাববেন না এটা চিতই পিঠা। 😬😆এটা একটা মিষ্টি -মালাই চপ/ মালাই স্যান্ডউইচ।
12/12/2025

কেউ ছবি দেখে ভাববেন না এটা চিতই পিঠা। 😬😆এটা একটা মিষ্টি -মালাই চপ/ মালাই স্যান্ডউইচ।

আমার অসুস্থ ছেলেটা এখন ৪০ ফুট মাটির নিচে… এই তীব্র শীতে…।😭 ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুনা বেগম বলেন, ‘আমার ছেলের প্রচ...
11/12/2025

আমার অসুস্থ ছেলেটা এখন ৪০ ফুট মাটির নিচে… এই তীব্র শীতে…।😭 ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুনা বেগম বলেন, ‘আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল। কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। সকালে আমি ওষুধ এনে তাকে খাইয়ে দিয়েছি। কে জানত এমন সর্বনাশ অপেক্ষা করছে! আমার অসুস্থ ছেলেটা এখন ৪০ ফুট মাটির নিচে… এই তীব্র শীতে…।’

এতটুকু বলেই কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। প্রতিবার জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে—চোখে একমাত্র প্রশ্ন, ‘আমার ছেলেটাকে কি আমি আবার জড়িয়ে ধরতে পারব?’

মায়ের অপেক্ষা, সন্তানের বাঁচার সংগ্রাম, আর মানুষের দোয়া—সব মিলেই রাতটি হয়ে ওঠে এক দীর্ঘ, নিঃশ্বাস বন্ধ করা প্রতীক্ষার রাত।
©

পু'লি'শের জিজ্ঞাসাবাদে আয়েশা জানান, হ'ত্যা'র আগের দিন বাসার কিছু টাকা ও মালামাল খোয়া যাওয়া নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ ব...
11/12/2025

পু'লি'শের জিজ্ঞাসাবাদে আয়েশা জানান, হ'ত্যা'র আগের দিন বাসার কিছু টাকা ও মালামাল খোয়া যাওয়া নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ বির'ক্ত ছিলেন। সেই বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা কা'টাকা'টি হয়। পরদিন কাজে গেলে আবারও তাঁকে চো'র অ''পবাদ দেওয়া হয়। গৃহকর্ত্রী তাঁকে পু''লিশে দেয়ার কথা বললে আয়েশা ক্ষি'প্ত হয়ে ওঠে এবং হা'তা'হা'তির একপর্যায়ে রান্নাঘরের ছু''রি দিয়ে তাকে আ'ঘা'ত করেন।

চিৎকার শুনে এগিয়ে এলে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসাকেও ছু''রি'কাঘা'ত করেন। পরে বাসা থেকে দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন নিয়ে পালায় আয়েশা। এরপর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান, যাতে শনাক্ত না হতে হয়।

ওদিকে, গ্রেপ্তারের পর আয়েশার স্বামী জামাল সিকদার রাব্বি বলেন, ‘ল্যাপটপ–মোবাইল চু'রি করতে গিয়ে তার ম্যাডাম ধরে ফেলায় সে ছু'রি মা'রে। যতক্ষণ ধইরা ছিল, ততক্ষণই ছু''রি দিয়া মারছে। পরে মেয়ে আইলে তাকেও মারে।'

আয়েশা এবং তার স্বামী– দুজনের জবানবন্দিতে কিন্তু দু'রকম তথ্য পাওয়া গেছে।

কিছু প্রশ্ন কিন্তু মনে এসেই যায়–

১.যেহেতু সে গৃহকর্মী এবং বোরকা পরে কাজে এসেছে এবং যাওয়ার সময় সে বোরখা পরেই যেতে পারত কিন্তু সে স্কুল ড্রেস কেন পরলো?

২. কথা কাটাকাটির একপর্যায়ে যদি লায়লা আফরোজের উপর ক্ষি'প্ত হয়ে ছু'রি'কা'ঘা'ত করে তাহলে সে ছু'রি ব্যবহার করার সময় হঠাৎ হাতে গ্লাভস পরলো কিভাবে, কোথায় পেল?

৩.কাজের চার দিনই হয় সে বোরকা পরে, নয়তো মুখ ঢেকে বাসাটিতে কেন আসা-যাওয়া করেছে?

প্রতিটি কাজেই রহস্যের গন্ধ!

তবে আয়েশা ও তার স্বামী রাব্বির বক্তব্য কতটা সঠিক সে বিষয়ে যাচাই-বাছাই চলছে।

আসল রহস্য অবশ্যই বের হয়ে আসবে আশা করি।
সংগৃহীত

10/12/2025

ফারিশতা বুড়ি প্লেন বানাচ্ছে 😅

08/12/2025

তার নাকি পরিক্ষা 😅😄

04/12/2025
সারা বছর আমের সিজন থাকলে ভালোই হতো তাই না?
02/12/2025

সারা বছর আমের সিজন থাকলে ভালোই হতো তাই না?

বড়লোকি চা, রোজেলা ফুলের। ☕ কেউ খেয়েছেন কখনো?  আমিও খাইনি ভাই, জামাই খায় আর চবি পাঠায় 🙄
02/12/2025

বড়লোকি চা, রোজেলা ফুলের। ☕
কেউ খেয়েছেন কখনো?
আমিও খাইনি ভাই, জামাই খায় আর চবি পাঠায় 🙄

30/11/2025

জামাইদের কথায় কান দিতে হয় না 🙄

28/11/2025

নিজের সুখ কাউকে দেখাবেন না, কোনো কিছু নিয়ে গর্ব করবেন না। 💟

😂😂
26/11/2025

😂😂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when You & Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category