29/11/2025
ক্যাম্পাসের নানা জায়গায় ছোট বড় ভাই বোনেরা জামা, কাপড়, জুতা, কানের বালা, নাকের মালা ইত্যাদি সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে ছোট ছোট টেবিল বসিয়ে।
গতকাল একটা কাজে ক্যাম্পাসে গিয়ে হলপাড়ায় ছিলাম দীর্ঘক্ষণ। তো শান ঘুরে ঘুরে অনেকের সাথে কথা বলতেছিল, কিছু কিনতেছিল দেখতেছিল।
তো... একাত্তর হলের সামনে যে ভাইয়ের জ্যাকেটের স্টল, উনি একটা পলিতে করে চানাচুর খাচ্ছিল। আমরা প্লাস আরও দু চারজন কাছে যাওয়ায় উনি তাড়াতাড়ি চানাচুর খাওয়া রেখে উঠে কাস্টমারদের কাছে চলে আসে।
আমি তাকায় দেখি সে চানাচুরের পলিথিন খোলা রেখে উঠে গেছে।😾
আমি মনের অজান্তেই বিড়বিড় করে "পলিথিন খুলে কেন রাখসেন, পোতায় যাবে গা না?😾😾 এটা বলে আগায় গিয়ে পলিথিন সুন্দর করে পেচায়ে দিতে যাচ্ছি।
ওই ভাই ভাবছে আমি চানাচুর খাব কিনা, শান তাড়াতাড়ি হাত পা নেড়ে বলতেছে না না ভাই, একটু মহিলা মানুষ তো 🥹 তাই আর কি!
এই একটু মগিলা মানুষ আবার কি জিনিস? 😾চানাচুর গুলা পোতায় যাইতোনা? উপকার করতে গিয়ে এখন দোষ হয়ে গেল!!