Soniya's Lifestyle

Soniya's Lifestyle � Exciting Update! �

I’m thrilled to announce that I’ve changed the name of this page to "Soniya's Lifestyle"!

Thank you for being part of this journey with me—let’s continue to inspire and connect!

আজকের লাঞ্চ ছিলো।😋
21/08/2025

আজকের লাঞ্চ ছিলো।😋

ইশ, এমনভাবে যদি নিজেকে আরেকটু আগে গুছিতে নিতে পারতেন!🥹
21/08/2025

ইশ, এমনভাবে যদি নিজেকে আরেকটু আগে গুছিতে নিতে পারতেন!🥹

এই সিরিজে বারান যেমন করে ভালোবাসে তেমন করে বাস্তবে কেউ ভালোবাসে না। বরং, এভাবে ভালোবাসাটাই জানে না। তাও যারা কল্পনায় হলে...
18/08/2025

এই সিরিজে বারান যেমন করে ভালোবাসে তেমন করে বাস্তবে কেউ ভালোবাসে না। বরং, এভাবে ভালোবাসাটাই জানে না। তাও যারা কল্পনায় হলেও ভালোবাসাবাসি দেখতে বা ফিল করতে ভালোবাসে এই সিরিজটা তাদের জন্য।🙂

বারান কারাবে ক্যারেক্টরের প্রেমে না পড়লে আমাকে জানাবেন। আমার দুই চোখ দিয়া আজব কিসিমের প্রানী দেখার সুজোগ হবে।🙄

15/08/2025

কিরে?! আজকে ১৫ আগস্ট ছিলো?😲

"সিনেমা মানেই জীবন না, কিন্তু কিছু সিনেমা কখনও কখনও গোটা জীবন হয়ে ওঠে।"যারা উৎসব দেখেছেন কিংবা দেখবেন - আমার উপরোক্ত লাই...
15/08/2025

"সিনেমা মানেই জীবন না, কিন্তু কিছু সিনেমা কখনও কখনও গোটা জীবন হয়ে ওঠে।"

যারা উৎসব দেখেছেন কিংবা দেখবেন - আমার উপরোক্ত লাইনটির মর্মার্থ শুধু তারাই বুঝবেন।

এই সিনেমা আসলে গল্পের চেয়ে বেশি কিছু। এটা আমাদের ভেতরের জমে থাকা হাসি-কান্না, ভালোবাসা-আফসোসের এক উৎসব। যা শেষ দৃশ্যের পরও সমাপ্তি হয় না, বরং চলতে থাকে আমাদের ভেতরে, যতক্ষণ না আমরা নিজের ভেতরের জাহাঙ্গীরকে চিনে ফেলি। যতক্ষণ না আমরা বুঝি- কিছু ছেড়ে দেওয়া, হারিয়ে ফেলা কিংবা হেরে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত রকমের উৎসব।

#উৎসব

At an event of University of Hertfordshire.
14/08/2025

At an event of University of Hertfordshire.

আসল কথোপকথন🙄:দেব- হেসে হেসে কথা বলো, পাবলিক যাতে গান লাগিয়ে আপলোড করতে পারে। শুভশ্রী- হ্যাঁ, কী ভালো হলো বলো, পাবলিকের ই...
13/08/2025

আসল কথোপকথন🙄:

দেব- হেসে হেসে কথা বলো, পাবলিক যাতে গান লাগিয়ে আপলোড করতে পারে।

শুভশ্রী- হ্যাঁ, কী ভালো হলো বলো, পাবলিকের ইমোশন সিনেমার প্রমোশন করে দিল। ওরা ভাবছে আমরা বুঝি কত মিলে গেছি।

দেব- সত্যি যদি মিলে যাই, তখন এরাই তোমাকে গালি দেবে৷

শুভশ্রী- আর তোমাকে দেবে না বুঝি?

দেব- নাহ, নায়করা দু'তিনটে বিয়ে করলেও কিছু যায় আসে না৷ গালি খায় নায়িকারা। তার ওপর তোমার দুটো বাচ্চা আছে৷

শুভশ্রী- তাহলে ওরা কেন চাচ্ছে আমরা মিলে যাই?

দেব- ওরা কী চায় সেটা আমি জানি না। ভগবান জানেন। এখন শুধু নাটকটা চালিয়ে যাও। আমাদের সিনেমা ব্লকবাস্টার হলেই হলো।🐸🐸🐸

আল্লাহ্ বাচাইসে বালু শেষ হওয়ার আগেই কক্সবাজারে ঘুইরা আইসি। নাইলে তো সারাজীবন আফসোস থাইক্কা যাইতো!🥺     ゚
13/08/2025

আল্লাহ্ বাচাইসে বালু শেষ হওয়ার আগেই কক্সবাজারে ঘুইরা আইসি। নাইলে তো সারাজীবন আফসোস থাইক্কা যাইতো!🥺

যদিও আমি পরকীয়ার বিপক্ষে কিন্তু ওরা করলে অন্য হিসাব!😁শা/লা! তোরা বিয়ে করলে কি এমন ক্ষ/তি হইতো?!🥹     ゚
13/08/2025

যদিও আমি পরকীয়ার বিপক্ষে কিন্তু ওরা করলে অন্য হিসাব!😁

শা/লা! তোরা বিয়ে করলে কি এমন ক্ষ/তি হইতো?!🥹

খাই খাই পার্টিরা খাইতে গেসিলাম।😋       ゚
12/08/2025

খাই খাই পার্টিরা খাইতে গেসিলাম।😋

তুমি মিয়া এক্টিংয়ে উন্নতি করতে পারলেও মানুষ হিসেবে উন্নত হইতে পারো নাই। এতো দিন অপুরে প্রয়োজনে ব্যাবহার করসো কিছু করি না...
12/08/2025

তুমি মিয়া এক্টিংয়ে উন্নতি করতে পারলেও মানুষ হিসেবে উন্নত হইতে পারো নাই। এতো দিন অপুরে প্রয়োজনে ব্যাবহার করসো কিছু করি নাই। কিন্তু নিজের হালাল ছেলেকেও অপুর মতো প্রয়োজনে ব্যাবহার করাটা মেনে নিতে পারলাম না।

থাকো তোমার অ*বৈধ বউ বাচ্চা নিয়া। সাকিব, অপু কাউকেই আমার ফলো দেয়া ছিলো না। কিন্তু এখন থেকে অপুকে দিলাম।🥺

অনেকেই অপুকে দেখতে পারেনা ও মুসলিম কেনো হলো না। কিন্তু আপনারা এটা বুঝেন না যে একমাত্র সাকিব ভালো হলেই অপু মন থেকে মুসলিম হতো। আর বুবলিকে সাপোর্ট করে মুসলিম বলে।😒

আমার কথা হইলো যে, অপুরে তোমরা নামে মুসলিম বলে সাপোর্ট করো না তাইলে বুবলির মতো নামে মুসলিমরে কেমনে সাপোর্ট করো? নাকি তুমিও ওর মতো পরের জিনিস ভালো লাগে?🤨

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soniya's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soniya's Lifestyle:

Share