
26/08/2025
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ নিজের মুদ্রা চালু করে—যার নাম হয় "বাংলাদেশি টাকা (৳) প্রথমে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট চালু হয়, সময়ের সঙ্গে সঙ্গে ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে এসেছে নানা পরিবর্তন। এখন আমাদের দেশে কাগুজে নোটের পাশাপাশি কয়েনও চালু রয়েছে।
টাকা আমাদের জীবনে অপরিহার্য। খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা—সবকিছুতেই টাকার প্রয়োজন। টাকা না থাকলে জীবনের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করাও কষ্টকর। তাই অর্থ উপার্জনের পেছনে ছুটছে সবাই। তবে প্রশ্ন থেকে যায়—টাকাই কি সব সুখ?
সত্যি বলতে, টাকা দিয়ে শান্তি, সম্পর্ক বা ভালোবাসা কেনা যায় না। টাকা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু জীবনের সবকিছু নয়। টাকা থাকা ভালো, তবে তার পেছনে অন্ধভাবে দৌড়ালে আমরা জীবনের আসল মানে হারিয়ে ফেলি।
তাই প্রয়োজন টাকার প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি—না অতিরিক্ত মোহ, না অবহেলা
#টাকা #আজ #মুদ্রা #বিশ্বব্যাংক