20/05/2025
নারেয়ে তাকবির, আল্লাহু আকবার । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আন্দোলন।
শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠন সংগীত
"আমরা ছাত্রশিবির"
কথা : রাকিবুল এছহান মিনার
সুর : মাহমুদ ফয়সাল
তিঁমির আঁধার হতে এসেছি আলোর পথে
আমাদের গতি কভু হয়নি তো ধীর,
জালেমের কলিজায় হেনেছি আঘাত শত
সংকটে জামানার হয়ে তিঁতুমীর।।
আমাদের পরিচয় রাসূলের সৈনিক
সত্যের সংগ্রামে লড়ে যাওয়া বীর,
শহীদি চেতনা নিয়ে শৃংখল ভেঙে দিয়ে
ঈমান দীপ্ত বুকে তুলি তাকবীর।।
আমরা ছাত্রশিবির, ইসলামী ছাত্রশিবির
দ্বীন কায়েমের পথে আছি দুর্বার
নারায়ে তাকবীর - আল্লাহু আকবার
আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা
অমানিশা কেটে গেছে কোটি তরুণের,
রাত কাটে ইবাদাতে সিজদায় মোনাজাতে
জেগে উঠি পৃথিবীতে আগে অরুণের।।
এসেছে বিপদ শত হইনি আমরা নত
হিম্মতে ছিলো আছে উদ্ধত শির।।
আমাদের প্রেরণার বাতিঘর হয়ে আছে
খুনেরাঙা শহীদের কত শত মুখ,
পারবে না সামলাতে হামলা ও মামলাতে
দ্বীনের বিজয়ে যারা থাকে উন্মুখ।।
ইসলামী খেলাফত করতে কায়েম দেশে
ময়দানে সক্রিয় রবো আমরণ,
যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে
মৃত্যুও হাসিমুখে করবো বরণ।
তবুও যাবো না থেমে কোন চাপে নিচে নেমে
আমরাই গড়বো যে দিন আগামীর।।
Rakib Media Bd