23/07/2025
পরামর্শ আমাদের সবার জন্য খুব দরকারি ।
পার্সোনাল কনসাল্টেশন বা ব্যক্তিগত পরামর্শ সংক্রান্ত বিজ্ঞপ্তি----
আপনারা যারা Finance Mentor and Finfacts এর সাথে সম্পৃক্ত তাঁদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি দেশে একটি সফল গন-অভ্যুত্থানের পর আবার ব্যক্তিগত কন্সাল্টেশান শুরু করেছি।
যারা পার্সোনাল ফাইনান্স ব্যবস্থাপনা, সঞ্চয়, বিনিয়োগ, শেয়ার বাজার, নিজের ক্যারিয়ার ব্যবস্থাপনা ও অন্যান্য সেলফ ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে চান তাঁরা অনলাইন অথবা অফ্লাইনে আমার সাথে যুক্ত হতে পারেন।
শিডিউল বুক করার জন্য হোয়াটসঅ্যাাপ নাম্বারে টেক্সটের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করছি।
পার্সোনাল সেশনে মূলত কি হয়:
১) সর্বপ্রথম কাজ হচ্ছে একজন মানুষের আর্থিক জীবনকে সাজিয়ে দেয়া
২) পার্টিসিপেন্ট কিভাবে তার আয়কে বৃদ্ধি করতে পারবেন, খরচকে কিভাবে কন্ট্রোল করতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন, কিভাবে সঞ্চয় প্রোগ্রাম গুলো চালিয়ে নিতে পারবেন, কিভাবে তার বর্তমান জীবনের আর্থিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন, সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, তারপরে উনি আর্থিক বিষয়ে অনেক ভুল করেন ওই ভুলগুলো যেন ভবিষ্যতে না করেন এসব বিষয় কাভার করা হয়।
৩) তারপরে আমরা হেল্প করি তার বিনিয়োগ পোর্টফোলিও সাজানোর ব্যাপারে। কোন খাতে কত বিনিয়োগ করবেন তার বয়স অনুসারে কোথায় বিনিয়োগ করবেন না, বাড়ি করবেন কিনা, টাকা পয়সা কোন ধরনের ব্যবসায় খাটাবেন, কোথায় খাটাবেন না ইত্যাদি।
৪) তার আর্থিক প্ল্যানিং কেমন হবে, তার রিটায়ারমেন্ট প্ল্যানিং কেমন হবে এই পুরো বিষয়টা আমরা কাভার করি। আর তার ব্যক্তিগত অনেক প্রশ্নের উত্তর তো থাকেই।
৫) মুল কথা হচ্ছে আমরা আপনার আর্থিক জীবন সুন্দর ও নির্ভেজাল করার জন্য আপনার আর্থিক প্ল্যান করে, আপনার যদি প্ল্যান থাকে সেটা রিডিজাইন করে আপনার আর্থিক লক্ষ অর্জনে পরামর্শ দেই এবং একটা রোড ম্যাপ তৈরী করে দেই।
আমাদের প্রতিটি সেশনের চার্জ হচ্ছে ১০ হাজার টাকা। সময় দেড় থেকে দুই ঘণ্টা। বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করলে শিডিউল দেয়া হয়। বিকাশ / নগদ নাম্বার ০১৯৭৪০৩৩৩০০.
একটি কন্সাল্টেশান সেশান আপনার আর্থিক জীবনে অকল্পনীয় পরিবর্তন আনতে পারে যদি আপনি ইচ্ছে করেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।
- সাইফুল হোসেন, আপনার ফাইনান্স মেন্টর +8801706419901(WhatsApp text only)
01974033300 (WhatsApp Text only)
ইমেইলঃ [email protected], [email protected]
পার্সোনাল কন্সাল্টেশান সেশানের জন্য ডিসকাউন্ট- এর অনুরোধ করবেন না প্লিজ। (তবে স্টুডেন্ট এবং প্রবাসীদের জন্য ২০% ডিস্কাউন্ট প্রযোজ্য)