Finfacts

Finfacts We help all in multiple ways get rich, stay rich, and be happy. Please mail to [email protected] for sponsorship or collaboration
(16)

24/07/2025
23/07/2025
পরামর্শ আমাদের সবার জন্য খুব দরকারি ।পার্সোনাল কনসাল্টেশন বা ব্যক্তিগত পরামর্শ সংক্রান্ত বিজ্ঞপ্তি----আপনারা যারা Financ...
23/07/2025

পরামর্শ আমাদের সবার জন্য খুব দরকারি ।
পার্সোনাল কনসাল্টেশন বা ব্যক্তিগত পরামর্শ সংক্রান্ত বিজ্ঞপ্তি----
আপনারা যারা Finance Mentor and Finfacts এর সাথে সম্পৃক্ত তাঁদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি দেশে একটি সফল গন-অভ্যুত্থানের পর আবার ব্যক্তিগত কন্সাল্টেশান শুরু করেছি।
যারা পার্সোনাল ফাইনান্স ব্যবস্থাপনা, সঞ্চয়, বিনিয়োগ, শেয়ার বাজার, নিজের ক্যারিয়ার ব্যবস্থাপনা ও অন্যান্য সেলফ ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে চান তাঁরা অনলাইন অথবা অফ্লাইনে আমার সাথে যুক্ত হতে পারেন।
শিডিউল বুক করার জন্য হোয়াটসঅ্যাাপ নাম্বারে টেক্সটের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করছি।
পার্সোনাল সেশনে মূলত কি হয়:
১) সর্বপ্রথম কাজ হচ্ছে একজন মানুষের আর্থিক জীবনকে সাজিয়ে দেয়া
২) পার্টিসিপেন্ট কিভাবে তার আয়কে বৃদ্ধি করতে পারবেন, খরচকে কিভাবে কন্ট্রোল করতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন, কিভাবে সঞ্চয় প্রোগ্রাম গুলো চালিয়ে নিতে পারবেন, কিভাবে তার বর্তমান জীবনের আর্থিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন, সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, তারপরে উনি আর্থিক বিষয়ে অনেক ভুল করেন ওই ভুলগুলো যেন ভবিষ্যতে না করেন এসব বিষয় কাভার করা হয়।
৩) তারপরে আমরা হেল্প করি তার বিনিয়োগ পোর্টফোলিও সাজানোর ব্যাপারে। কোন খাতে কত বিনিয়োগ করবেন তার বয়স অনুসারে কোথায় বিনিয়োগ করবেন না, বাড়ি করবেন কিনা, টাকা পয়সা কোন ধরনের ব্যবসায় খাটাবেন, কোথায় খাটাবেন না ইত্যাদি।
৪) তার আর্থিক প্ল্যানিং কেমন হবে, তার রিটায়ারমেন্ট প্ল্যানিং কেমন হবে এই পুরো বিষয়টা আমরা কাভার করি। আর তার ব্যক্তিগত অনেক প্রশ্নের উত্তর তো থাকেই।
৫) মুল কথা হচ্ছে আমরা আপনার আর্থিক জীবন সুন্দর ও নির্ভেজাল করার জন্য আপনার আর্থিক প্ল্যান করে, আপনার যদি প্ল্যান থাকে সেটা রিডিজাইন করে আপনার আর্থিক লক্ষ অর্জনে পরামর্শ দেই এবং একটা রোড ম্যাপ তৈরী করে দেই।
আমাদের প্রতিটি সেশনের চার্জ হচ্ছে ১০ হাজার টাকা। সময় দেড় থেকে দুই ঘণ্টা। বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করলে শিডিউল দেয়া হয়। বিকাশ / নগদ নাম্বার ০১৯৭৪০৩৩৩০০.
একটি কন্সাল্টেশান সেশান আপনার আর্থিক জীবনে অকল্পনীয় পরিবর্তন আনতে পারে যদি আপনি ইচ্ছে করেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।
- সাইফুল হোসেন, আপনার ফাইনান্স মেন্টর +8801706419901(WhatsApp text only)
01974033300 (WhatsApp Text only)
ইমেইলঃ [email protected], [email protected]
পার্সোনাল কন্সাল্টেশান সেশানের জন্য ডিসকাউন্ট- এর অনুরোধ করবেন না প্লিজ। (তবে স্টুডেন্ট এবং প্রবাসীদের জন্য ২০% ডিস্কাউন্ট প্রযোজ্য)

22/07/2025

কেন ব্যবসা সবার জন্য নয়? | বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ । সাইফুল হোসেন

সবাই কি ব্যবসায় সফল হতে পারে?
কেন ব্যবসা সবার জন্য নয়? — এই প্রশ্নের উত্তর দিচ্ছেন Shaiful Hossain, বাস্তব অভিজ্ঞতার আলোকে।

এই ভিডিওতে আপনি জানতে পারবেন:
✅ কোন মানুষদের জন্য ব্যবসা উপযুক্ত নয়
✅ ব্যবসা করার আগে যেসব মানসিক প্রস্তুতি জরুরি
✅ বাস্তব ব্যর্থতা ও সাফল্যের গল্প

যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা দ্বিধায় আছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Finfacts চ্যানেলে এমন শিক্ষণীয় ও প্রাসঙ্গিক ভিডিও নিয়মিত প্রকাশিত হয়।

📌 ভিডিওটি ভালো লাগলে Like, Comment এবং Share করতে ভুলবেন না।
আর নতুন ভিডিও পেতে Subscribe করুন।

#ব্যবসা #ব্যবসারপরামর্শ #ব্যবসাএকটিআরম্ভ

আগামী ২২ জুলাই ২০২৫, আমি যোগ দিচ্ছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন ও এন্টারপ্রেনারশিপ বিভাগের সেমিনারে —...
21/07/2025

আগামী ২২ জুলাই ২০২৫, আমি যোগ দিচ্ছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন ও এন্টারপ্রেনারশিপ বিভাগের সেমিনারে — "Entrepreneurial Finance: Idea to Investment" বিষয়ক একটি চমৎকার আয়োজন।
এটি DIU-তে আমার দ্বিতীয় সেমিনার, এবং সত্যি বলতে কী — তরুণদের সঙ্গে কথা বলা আমার সবসময়ই ভীষণ আনন্দের। তাদের চোখে থাকে স্বপ্ন, মনে থাকে আগুন ।
এই আগুনই একদিন বদলে দেবে দেশ, সমাজ, অর্থনীতি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। আইডিয়া থেকে ইনভেস্টমেন্ট — উদ্যোক্তারা কীভাবে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়, কীভাবে সঠিক ফাইন্যান্স স্ট্র্যাটেজি গড়ে তোলে — সেই বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরার চেষ্টা করব।
আপনারা যারা DIU-তে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ!

21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হৃদয়বিদারক হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই করুন পরিস্থিতে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি।

Please follow us on YouTube. Its a new channel as our previous channel has been removed by YouTube Authority the reason ...
21/07/2025

Please follow us on YouTube. Its a new channel as our previous channel has been removed by YouTube Authority the reason we don't know.

Welcome to Finfactsbd, your one-stop shop for all things finance! We provide informative and engaging videos on a wide range of topics, including personal finance, business strategies, career development, educational insights, and corporate finance. Whether you're looking to improve your financial l...

20/07/2025

ছোটবেলা থেকে বাচ্চাদের আর্থিক শিক্ষা শুরু করার ৭ টি উপায় । সাইফুল হোসেন

আপনার সন্তান যেন ভবিষ্যতে টাকার সঠিক ব্যবহার জানে, সে শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে।
এই ভিডিওতে শাইফুল হোসেন আলোচনা করেছেন ছোটদের জন্য আর্থিক শিক্ষা শুরু করার ৭টি সহজ ও কার্যকর উপায় নিয়ে।

👦👧 আপনার সন্তান শিখবে:

টাকা সঞ্চয় করার অভ্যাস

খরচের আগে ভাবা

বাজেট তৈরি করার প্রাথমিক ধারণা

দান ও সহানুভূতির মূল্য

অর্থ উপার্জনের কনসেপ্ট

চাহিদা বনাম প্রয়োজন

দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা

🎯 এই ভিডিওটি বিশেষভাবে উপকারী:

বাবা-মা যারা সচেতনভাবে সন্তানকে গড়ে তুলতে চান

যাদের বাচ্চারা স্কুলে পড়ে বা শিখতে আগ্রহী

যারা অর্থনৈতিক শিক্ষা ঘরে বসে দিতে চান

📌 Subscribe করুন “Finfacts” — Shaiful Hossain এর চ্যানেল, যেখানে টাকা এবং জীবনের সঠিক ব্যালান্স শেখানো হয়।

#আর্থিকশিক্ষা #বাচ্চাদেরশিক্ষা #টাকারমূল্য #অর্থনৈতিকশিক্ষা #সঞ্চয়েরঅভ্যাস #বাংলাEduContent

20/07/2025

🔴 শুরু হয়েছে ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স কোর্সের ৯ম ব্যাচ। শুধু মাত্র ইন্ট্রডাক্টরি সেশন সম্পন্ন হয়েছে। সুতরাং, রেজিস্ট্রেশন চলবে আজ রাত ৮ টা পর্যন্ত। জলদি রেজিস্ট্রেশন করে ফেলুন।

🎓 কোর্স অন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স (ব্যাচ ৯) বাই ফিনফ্যাক্টস ও ফাইন্যান্স মেন্টর (সাইফুল হোসেন)
আপনার ব্যাংক ব্যালেন্স নয়—আপনার আর্থিক বুদ্ধিমত্তা-ই ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে ধনী হবেন, নাকি ঋণে জর্জরিত থাকবেন।
আজকের যুগে সফলভাবে অর্থ ব্যবস্থাপনার জন্য প্রয়োজন স্মার্ট চিন্তা, কৌশলী সিদ্ধান্ত এবং সময়োপযোগী জ্ঞান।
এই কোর্সে আপনি শিখবেন:
✅ স্মার্ট বাজেটিং ও আয়-ব্যয়ের কার্যকর পরিকল্পনা
✅ ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ফিনান্সিয়াল ডিসিশনের পারস্পরিক সম্পর্ক
✅ মানসিক নিয়ন্ত্রণ এবং খরচের আচরণের যোগসূত্র
✅ স্মার্ট সেভিংস টেকনিক – ছোট সঞ্চয়ে বড় অর্জন
✅ লাভজনক ও নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা
✅ ঋণমুক্ত থাকার কৌশল ও দ্রুত ঋণ পরিশোধের উপায়
✅ শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকি বিশ্লেষণ
✅ অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ ও রোডম্যাপ তৈরির কৌশল
✅ সম্পদ গঠন এবং বিকল্প আয়ের পথ
✅ ব্যবসা শুরু ও পরিচালনার গাইডলাইন
✅ ফাইনান্সিয়াল ফ্রিডম অর্জনে সঠিক মানসিকতা গড়ে তোলা
💸 কোর্স ফি: ৳১৫০০ মাত্র!
(মূল ফি ছিল ৳২৫০০ — এখন পাচ্ছেন ৪০% ছাড়ে)
🔴 সেশন সংখ্যা: ৫টি লাইভ সেশন (অনলাইন)
🔴 তারিখসমূহ:
১৬ জুলাই, ১৭ জুলাই, ১৯ জুলাই, ২০ জুলাই এবং ২১ জুলাই ২০২৫
🔴 সময়: প্রতি রাত ৮:৩০টা (বাংলাদেশ সময়)
কোর্সে অন্তর্ভুক্ত:
🔹 ১১টি এক্সক্লুসিভ ভিডিও লেকচার
🔹 ১টি ই-বুক: দি নিটি গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ
🔔 দারুন সুযোগ: পূর্ববর্তী কোর্সে অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করলেই পাবেন আমাদের জনপ্রিয় বই "আমি কি এক কাপ কফিও খাবো না" একদম ফ্রি।
📲 রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
বিকাশ/নগদ-এ সেন্ড মানি করুন: 01974033300
পেমেন্টের স্ক্রিনশট পাঠান হোয়াটসঅ্যাপ-এ: 01754-964851

📞 হোয়াটসঅ্যাপ (মেসেজের জন্য): 01754-964851

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Finfacts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share