7th BAKE HOUSE

7th BAKE HOUSE "7th bake house"is an online dessert shop specialised in theme based cake and customised chocolate.

Esrat এই বার তোমার দিন শেষ. …...GPA 5 এর দিন শুরু 😂🤣কেকটা যিনি নিয়েছেন আমি অর্ডার কনফার্ম করার সময় আসলে ওনার থিমটা ঠিক ব...
07/08/2025

Esrat এই বার তোমার দিন শেষ. …...GPA 5 এর দিন শুরু 😂🤣

কেকটা যিনি নিয়েছেন আমি অর্ডার কনফার্ম করার সময় আসলে ওনার থিমটা ঠিক বুঝতে পারিনি। রিপিট ক্লায়েন্ট চকলেট কেকের ফ্যান.... জানালো আপু একটা চকলেট কেক হলেই হবে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করেন কোনো প্যারা নাই। শুধু লেখা টা এই হবে "I Am GPA 5"। তো আজ যখন লিখতে যাবো তখন আবার কনফার্ম হতে ওনাকে লেখাটা রিভিউ করতে বলি। তখন উনি আবার একই কথা ও বিস্তারিত বললে বুঝতে পারলাম যে ওনারা Fun করে ছোটবোনকে এটাই বলতে চাচ্ছে যে কিনা এবার GPA 5 পেলো। আসলে ওনাদের এই বিষয়টা বুঝতে পারলে আমিও থিম টা চেঞ্জ করে দিতাম।

যাই হোক কেকটা করতে গিয়ে আরও একটা ঝামেলা হলো ... আমার রেসিপি বুক পাচ্ছি না। কেকটার ফুল গুলো এডিবল ক্লে দিয়ে করার ইচ্ছে ছিল তা তো শেষ মুহূর্তে এসে চেন্জ করতে হলো রেসিপি খুঁজে না পেয়ে।
কেননা যে ফুল করতে চেয়েছি তা এডিবল ক্লে বা বিন পেস্ট ছাড়া করা পসিবল না কালার/ শেপ কিছুই দিতে পারবো না। যাক কি আর করার তবে একটা বিষয় ক্লিয়ার হলো যারা হুইপড ক্রিম দিয়ে ফ্লাওয়ার করে তারা সত্যি অসাধারণ দক্ষতার অধিকারী, সেলুট জানানো উচিত। আর আমারও হুইপড ক্রিমের ফ্লাওয়ার বেশি বেশি প্রাকটিস করা উচিত নচেৎ মাঝে মাঝে এমন ঝামেলা ফেস করতে হবে আর সাথে প্রাইস সামলানোও মুসকিল হয়ে যাবে।
অনেক কথা লিখে ফেললাম যারা পড়বেন তাদের অসংখ্য ধন্যবাদ। কোন একদিন বলেছলাম যে প্রতিটা কেকের ই আলাদা গল্প থাকে। আমি যখন পুরোনো কোন কাজ দেখবো তখন এই ছোট ছোট ব্যাপার গুলো ওই মুহূর্তগুলো ফিরিয়ে দিবে।

1.5 pound chocolate cake
For order & details inbox pls


゚viralシ #

Can you believe it? That photo got shared 160 times on Instagram!  🥰 I have no idea who all shared it but still, it was ...
03/08/2025

Can you believe it? That photo got shared 160 times on Instagram! 🥰 I have no idea who all shared it but still, it was such a pleasant surprise. Sometimes, the little things bring the biggest smiles.

ব্যস্ত থাকার জন্য  অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়না। আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না যে আ...
03/08/2025

ব্যস্ত থাকার জন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়না। আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না যে আমি NSDA এর টুরিজম ও হসপিটালিটি সেক্টরের একজন ট্রেইনার ও এসোসর । একারণে প্রায়শই আপনাদের মেসেজ এর উত্তর দিতে পারি না সময়মত। তারপরও যারা আমাকে সাপোর্ট করে গিয়েছেন তাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা। CBT&A রিলেটেড কোন প্রশ্ন থাকলে আমাকে নির্দিধায় করতে পারেন আমি সুবিধা মত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো।

&A

পুরনো তবে ভীষণ প্রিয়💚🥰💞🌴🥥
01/08/2025

পুরনো তবে ভীষণ প্রিয়💚🥰💞🌴🥥

সবাই রিভিউ শেয়ার দেয়  আমার দেয়া হয়না। আবার কেকের ফাইনাল ছবিও দেখা যায় তোলা হয়না তাই এইবার ভাবছি মাঝে মাঝে কিছু শেয়ার করব...
31/07/2025

সবাই রিভিউ শেয়ার দেয় আমার দেয়া হয়না। আবার কেকের ফাইনাল ছবিও দেখা যায় তোলা হয়না তাই এইবার ভাবছি মাঝে মাঝে কিছু শেয়ার করবো আপনাদের সাথে.....।

অনেকদিন পরে বাসার জন্য কিছু ব্রেড বানালাম। ব্রেড গুলো সুইট ব্রেড ডো  আর ব্রিয়সের মিক্সড  ভার্সন।  যাতে রিচ পেস্ট্রি ক্রি...
29/07/2025

অনেকদিন পরে বাসার জন্য কিছু ব্রেড বানালাম। ব্রেড গুলো সুইট ব্রেড ডো আর ব্রিয়সের মিক্সড ভার্সন। যাতে রিচ পেস্ট্রি ক্রিম ও স্ট্রবেরি জ্যাম ফিলিং দেয়া হয়েছিলো। তো ক্যাপশন দেখেই অনুমান করতে পারছেন কতটা সফট ও মজার ছিলো ব্রেডগুলো।

প্রচারেই প্রসার....৷ এই থিউরিতে বর্তমান নেট দুনিয়া চলে সেখানে  প্রচার বিমুখ আমার অবস্থা কেমন হবে আপনারই বলুন.....গত অর্ড...
28/07/2025

প্রচারেই প্রসার....৷ এই থিউরিতে বর্তমান নেট দুনিয়া চলে সেখানে প্রচার বিমুখ আমার অবস্থা কেমন হবে আপনারই বলুন.....
গত অর্ডারের চকলেট কেকের সাথে বাসার জন্যও করেছিলাম একটা তার একটা টুকরো সবার সাথে শেয়ার করছি। যদিও ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ছবি নেয়ার জন্য চকলেট ও ক্যারামেল বেশি সলিড হয়ে আছে। কিন্তু যে বা যারা এধরনের কেক খেয়েছেন তারা জানেন এর টেষ্ট কতটা হেভেনলি।

ও হ্যা আর একটা কথা.... এরকম চকলেট ময়েস্ট কেকগুলো ফ্রিজ থেকে বের করে রেখে কিছুক্ষণ পরে খাবেন তাহলেই প্রপার টেস্ট পাবেন নইলে সলিড চকলেট পেস্ট মনে হবে।

Palette  knife work🥰2pound chocolate caramel moist cake For order & details  inbox pls                                  ...
27/07/2025

Palette knife work🥰

2pound chocolate caramel moist cake
For order & details inbox pls


゚viralシ #

আমরা অনেক সময় পরিশ্রম করি, স্বপ্ন দেখি, পরিকল্পনা করি — কিন্তু তবুও ব্যর্থ হই। কেন?....কারণ, আমরা নিজের কাছে দায়বদ্ধ থাক...
17/07/2025

আমরা অনেক সময় পরিশ্রম করি, স্বপ্ন দেখি, পরিকল্পনা করি — কিন্তু তবুও ব্যর্থ হই। কেন?....
কারণ, আমরা নিজের কাছে দায়বদ্ধ থাকি না। প্রতিজ্ঞা করি না নিজের সঙ্গে।

মিষ্টি ছাড়া কি বাঙালির চলে?না, একদমই না!খাওয়ার শেষ পাতে হোক বা উৎসবের আয়োজনেমিষ্টি যেন আবশ্যিক এক পদ।ঈদ হোক বা অন্য কোন ...
16/07/2025

মিষ্টি ছাড়া কি বাঙালির চলে?
না, একদমই না!
খাওয়ার শেষ পাতে হোক বা উৎসবের আয়োজনে
মিষ্টি যেন আবশ্যিক এক পদ।

ঈদ হোক বা অন্য কোন ধর্মীয় আচার ,
কিংবা নামকরণ....
ধর্ম, আচার, অনুষ্ঠান সবেতেই মিষ্টির জয়জয়কার।
জন্ম থেকে মৃত্যু,
জীবনের প্রতিটি ধাপে মিষ্টি যেন আবেগেরই আর এক নাম।

মিষ্টি... মিষ্টি ছাড়া বাঙালির চলেই না!

Brioche bun with garlic butter.....7th BAKE HOUSE    ゚viralシfypシ゚viralシalシ
15/07/2025

Brioche bun with garlic butter.....

7th BAKE HOUSE

゚viralシfypシ゚viralシalシ

আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি করা কেক।Halfway to one year cake for baby "Zabir".  Yes... he is now 6 months old, heading...
14/04/2025

আলহামদুলিল্লাহ
আজকের ডেলিভারি করা কেক।

Halfway to one year cake for baby "Zabir". Yes... he is now 6 months old, heading towards 1 year, Alhamdulillah. Please pray for him.
অনেক দিন পরে দিনের কাজ দিনেই পোস্ট করলাম😊।




Address

Kallyanpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when 7th BAKE HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7th BAKE HOUSE:

Share

Category