07/08/2025
Esrat এই বার তোমার দিন শেষ. …...GPA 5 এর দিন শুরু 😂🤣
কেকটা যিনি নিয়েছেন আমি অর্ডার কনফার্ম করার সময় আসলে ওনার থিমটা ঠিক বুঝতে পারিনি। রিপিট ক্লায়েন্ট চকলেট কেকের ফ্যান.... জানালো আপু একটা চকলেট কেক হলেই হবে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করেন কোনো প্যারা নাই। শুধু লেখা টা এই হবে "I Am GPA 5"। তো আজ যখন লিখতে যাবো তখন আবার কনফার্ম হতে ওনাকে লেখাটা রিভিউ করতে বলি। তখন উনি আবার একই কথা ও বিস্তারিত বললে বুঝতে পারলাম যে ওনারা Fun করে ছোটবোনকে এটাই বলতে চাচ্ছে যে কিনা এবার GPA 5 পেলো। আসলে ওনাদের এই বিষয়টা বুঝতে পারলে আমিও থিম টা চেঞ্জ করে দিতাম।
যাই হোক কেকটা করতে গিয়ে আরও একটা ঝামেলা হলো ... আমার রেসিপি বুক পাচ্ছি না। কেকটার ফুল গুলো এডিবল ক্লে দিয়ে করার ইচ্ছে ছিল তা তো শেষ মুহূর্তে এসে চেন্জ করতে হলো রেসিপি খুঁজে না পেয়ে।
কেননা যে ফুল করতে চেয়েছি তা এডিবল ক্লে বা বিন পেস্ট ছাড়া করা পসিবল না কালার/ শেপ কিছুই দিতে পারবো না। যাক কি আর করার তবে একটা বিষয় ক্লিয়ার হলো যারা হুইপড ক্রিম দিয়ে ফ্লাওয়ার করে তারা সত্যি অসাধারণ দক্ষতার অধিকারী, সেলুট জানানো উচিত। আর আমারও হুইপড ক্রিমের ফ্লাওয়ার বেশি বেশি প্রাকটিস করা উচিত নচেৎ মাঝে মাঝে এমন ঝামেলা ফেস করতে হবে আর সাথে প্রাইস সামলানোও মুসকিল হয়ে যাবে।
অনেক কথা লিখে ফেললাম যারা পড়বেন তাদের অসংখ্য ধন্যবাদ। কোন একদিন বলেছলাম যে প্রতিটা কেকের ই আলাদা গল্প থাকে। আমি যখন পুরোনো কোন কাজ দেখবো তখন এই ছোট ছোট ব্যাপার গুলো ওই মুহূর্তগুলো ফিরিয়ে দিবে।
1.5 pound chocolate cake
For order & details inbox pls
゚viralシ #