Juwel Cinematics

Juwel Cinematics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Juwel Cinematics, Digital creator, west shewrapara, 674/1 Mirpur, Dhaka.

ওসমান হাদিকে সংসদে পাঠাবোই, সবার শাওয়্যা মাওয়া ছিইড়া ফালানোর জন্য 💪
08/11/2025

ওসমান হাদিকে সংসদে পাঠাবোই, সবার শাওয়্যা মাওয়া ছিইড়া ফালানোর জন্য 💪

স্ত্রী সন্তান জন্মের পর চ'লে গিয়েছিলেন।প্রিম্যাচিউর, দুর্বল, নিঃশ্বাস নিতে হিমশিম খাওয়া সেই নবজাতককে বুকে নিয়ে একা পড়ে গ...
07/11/2025

স্ত্রী সন্তান জন্মের পর চ'লে গিয়েছিলেন।
প্রিম্যাচিউর, দুর্বল, নিঃশ্বাস নিতে হিমশিম খাওয়া সেই নবজাতককে বুকে নিয়ে একা পড়ে গেলেন বাবা।

কিন্তু তিনি হাল ছাড়েননি।
সব বিক্রি করে, হাসপাতালের এক কোণে জায়গা করে নিলেন— দিনরাত সন্তানের পাশে, বুকের কাছে জড়িয়ে রাখতেন তাকে।

ডাক্তাররা একে বলেন “Kangaroo Care”— যেখানে মায়ের বা বাবার ত্বকের সাথে ত্বক স্পর্শে (skin-to-skin contact) শিশুর হার্ট রেট, তাপমাত্রা, ও শ্বাসপ্রশ্বাস স্থিতিশীল হয়।

কিন্তু এই বাবার কাছে এটা ছিল শুধু চিকিৎসা নয়— এটা ছিল ভালোবাসা, বিশ্বাস আর প্রতিদিনের প্রার্থনা।

১০ দিন ১২ ঘণ্টা পর, অবিশ্বাস্য কিছু ঘটল। শিশুর অক্সিজেনের প্রয়োজন কমে গেল। তাপমাত্রা স্থিতিশীল হলো। শরীর শক্ত হতে শুরু করল। যে শিশুকে কেউ বাঁচবে ভাবেনি— সে বেঁচে গেল।

পরে যখন মা ফিরে এলেন ক্ষমা চাইতে, বাবা তাকে ফিরিয়ে দিলেন না— বললেন, “আমার নয়, আমাদের সন্তানের জন্য।”

এটা কেবল ভাগ্যের চমক নয়— এটা ভালোবাসা, বিজ্ঞান আর মানবিক সংযোগের শক্তির প্রমাণ।

বাবা, বড্ড ভালোবাসি, কখনো বলা হয়নি হয়তো জীবনেও বলা হবেনা, এ পোস্ট ও আপনি পড়বেন না হয়তো,
তবুও ভালোবাসি বাবা, সমস্ত সত্তায় অস্তিত্বে জুড়ে আমার বাবা।

-সংগৃহীত।

তুলি আপা আর আরমান ভাইকে বেশ ভালো লাগে।একই আসন থেকে দুইজন প্রতিদন্ধিতা করছে।তারপইও নেই কোনো বিভাজন।দুইজন ভালোর মধ্যে প্রত...
07/11/2025

তুলি আপা আর আরমান ভাইকে বেশ ভালো লাগে।একই আসন থেকে দুইজন প্রতিদন্ধিতা করছে।তারপইও নেই কোনো বিভাজন।

দুইজন ভালোর মধ্যে প্রতিযোগিতা হলে আমার ভালোই লাগে। তারা এক আসন থেকেই নির্বাচন করায় আমি খুশি।

অন্য আসনে প্রচুর নোংরামি হচ্ছে। কিন্তু এই আসনে নোং'রামির ছিটেফোটাও নেই❤️🇧🇩

হাদী ছেলেটা যে আসনে দাঁড়াবে আমি সে আসনের ভোটার হতে চাই। দরকার হলে আমার ভোটের এলাকা চেঞ্জ করে হলেও এটা করতে চাই । এই ছেলে...
04/11/2025

হাদী ছেলেটা যে আসনে দাঁড়াবে আমি সে আসনের ভোটার হতে চাই। দরকার হলে আমার ভোটের এলাকা চেঞ্জ করে হলেও এটা করতে চাই । এই ছেলে যদি হেরে যায় বাংলাদেশে প্রতিবাদী মানুষ আর জন্মাবে না। একে পাশ করাতেই হবে। আমাদের সংসদে অন্যায়ের বিরুদ্ধে শা* মা* ছি* ফেলার মতো লোক খুব দরকার।
~ জায়েফ খান নাদিম

যারা মনোনয়ন পান নাই, তারা খাইরুন দেওয়ানের দলে যোগ দিন.!🙂
03/11/2025

যারা মনোনয়ন পান নাই, তারা খাইরুন দেওয়ানের দলে যোগ দিন.!🙂

02/11/2025

বাংলাদেশের সব চাইতে বড়ো 3 Ta স্ক্যাম কি জানেন? 🤦‍♂️
১। এই বছরই পেপ্যাল আসবে।
২। এই শুক্রবারেই সব আনঅফিশিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে। ৩| আপা টুপ করে বাংলাদেশে চলে আসবে 😂

হাসিনার আরেক উন্নয়নের অবস্থা দেখেন। গত সপ্তাহে কর্ণফুলী টানেল চালুর দুই বছর পূর্ণ হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ার...
31/10/2025

হাসিনার আরেক উন্নয়নের অবস্থা দেখেন।

গত সপ্তাহে কর্ণফুলী টানেল চালুর দুই বছর পূর্ণ হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেল তৈরিতে ব্যয় হয়েছিল ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।

শুরুর পর থেকে এ বছর ২৬ অক্টোবর পর্যন্ত গাড়ি চলেছে ২৮ লাখ ২১ হাজার ৩৭৬টি। অর্থাৎ প্রতিদিন গড়ে গাড়ি পার হয়েছে ৩ হাজার ৮৭০টি।

টার্গেট অনুযায়ী ২০২৫ সালে দিনে গাড়ি চলাচল করার কথা ছিল ১৯ হাজার ৬৬৯টি। কিন্তু বর্তমানে চলছে লক্ষ্যমাত্রার চেয়ে দিনে ১৫ হাজার ৭৯৯টি কম গাড়ি!

অর্থাৎ, লক্ষ্যমাত্রার থেকে প্রতিদিন গড়ে ৫.১ গুণ কম গাড়ি চলছে!

এই দুই বছরে আয় হয়েছে ৮০ কোটি ৫ লাখ টাকা। প্রতিদিন গড়ে আয় মাত্র ১০ লাখ ৯৮ হাজার টাকা।

অর্থাৎ, এই হারে গাড়ি চললে অন্য সব খরচের হিসাব বাদ রেখে কেবল নির্মাণ ব্যয় উঠতে সময় লাগবে আরো ২৭ বছর!

কিন্তু হিসাব তো এত সরল না! মেইনটেইনেন্স খরচ আছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে ২০২৪ সালের ২০ অক্টোবর পর্যন্ত এই টানেল থেকে দৈনিক গড় আয় ১০ লাখ ৩৭ হাজার টাকা, বিপরীতে দৈনিক পরিচালন ব্যয় ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হচ্ছে!

নির্মাণ ব্যায়ের ১০ হাজার কোটি টাকা কে দিছিল? আমরা, মানে জনগণ। বাংলাদেশ সরকারের তহবিল আর চীনের কাছ থেকে ঋণ নিয়ে এই টানেল নির্মাণ করা হয়। সেইটাও আমরাই পরিশোধ করতেছি। এখন টানেলের লস টানছে কে? আমরা।

মাঝখান দিয়ে মুলা ঝুলায়ে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় একটা প্রকল্প করে গেছে হাসিনা। উন্নয়নের নামে হাসিনা এমন অসংখ্য তামাশা করেছে।

হাসিনা ১৭ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু যে ক্ষতি করে গেছে, তা আমাদের বয়ে বেড়াতে হবে অন্তত তিন সতেরো ৫১ বছর।

-Merza Hasib

আপনাকে বলছি🫵আপনি কি ভার্জিন???
31/10/2025

আপনাকে বলছি🫵
আপনি কি ভার্জিন???

Address

West Shewrapara, 674/1 Mirpur
Dhaka
1215

Telephone

+8801893658321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juwel Cinematics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juwel Cinematics:

Share