25/10/2023
সৌন্দর্য দেখানোর জন্য বাঁচবেন না। বরং সুন্দর হওয়ার জন্য বাঁচুন। যে মাথা নতো করতে জানে সে সমস্ত পৃথিবীকে মাথা নতো করার ক্ষমতাও রাখে।
যদি সময় থাকতে খারাপ অভ্যাসকে পরিবর্তন না করেন, তাহলে খারাপ অভ্যাস গুলো আপনার সময়কে পরিবর্তন করে দেবে।
চলতে থাকা নদীই কেবল সমুদ্রে পৌঁছায়। দাঁড়িয়ে থাকা পানি তো নষ্ট হয়ে যায়। তাই সব সময় চলতে থাকুন।
উপর ওয়ালা বলে, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে খুশির দোয়া করো না। আর যদি তুমি কাউকে খুশি দাও তাহলে নিজের খুশির চিন্তা করো না।
যেকোনো জিনিসের মূল্য সেটি পাবার আগে থাকে আর যেকোনো মানুষের মূল্য হারিয়ে যাবার পরে বোঝা যায়।
সাথে থেকে যে বেইমানি করে তার থেকে বড় শত্রু আর হতে পারে না। আবার যে আমাদের সামনে আমাদের খারাপ গুলোকে ধরিয়ে দেয় তার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। মনে রাখবেন, সত্যি কথা শুনতে অবশ্যই খারাপ লাগবে। কিন্তু এটাও সত্যি, এরা কখনো ধোঁকা দেয় না।
দান করলে আপনার অর্থ চলে যাবে, ভাগ্য নয়। ঘড়ি বন্ধ করলে ঘড়ি দাড়িয়ে পরবে, সময় নয়। মিথ্যা লুকালে মিথ্যা লুকিয়ে পরবে, সত্যি নয়। আমি মানছি পৃথিবী খারাপ। সব জায়গায় শুধু ধোঁকা। কিন্তু আপনি তো ভালো হন। আপনাকে কে আটকেছে?
যেখানে আপনি ৪/৫ টা লোকের সাথে বসে অন্য কারোর পিছনে খারাপ কথা বলেন। বিশ্বাস করুন, আপনি সেখান থেকে যাওয়ার সাথে সাথে আপনার জন্যও খারাপ বলা শুরু হয়ে যায়।
আপনি আপনার ভবিষ্যতকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যেসকে পরিবর্তন করতে পারবেন। আর আপনার ভালো অভ্যাস গুলো নিশ্চিন্তে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে।
❤️😊