Elegantwritingpractice

Elegantwritingpractice Handwriting practice, cursive letter, calligraphy writing & Bangla writing practice
(1)

প্রকৃতির অনবদ্য রঙ – 🌽🌽🥕সবুজ পাতার সমুদ্রের মাঝে একটি ছোট্ট ফুল যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক নিঁখুত তুলির ছোঁয়া। যা শু...
02/08/2025

প্রকৃতির অনবদ্য রঙ – 🌽🌽🥕

সবুজ পাতার সমুদ্রের মাঝে একটি ছোট্ট ফুল যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক নিঁখুত তুলির ছোঁয়া। যা শুধুমাত্র একটি সবজির আগমনী বার্তাই নয়, বরং একটি জীবনের সূচনা। 🥒🥒🥬🥦

আলহামদুলিল্লাহ, শুভ সকাল 🌼🌼রাসূললুল্লাহ (সাঃ) বলেছেন, 🌹🌷"যদি তোমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, সম্পুর্ণ ভরসা করো  তিনি ত...
28/07/2025

আলহামদুলিল্লাহ, শুভ সকাল 🌼🌼

রাসূললুল্লাহ (সাঃ) বলেছেন, 🌹🌷

"যদি তোমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, সম্পুর্ণ ভরসা করো তিনি তোমাদের রিযিক দিবেন। যেমন তিনি পাখিদের রিযিক দেন–

পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।"🌾🌾

📚তিরমিযী:২৩৪৪

তাই রিযিকের দুশ্চিন্তা নয়, বরং চেষ্টা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং হালাল রিযিকের জন্য পরিশ্রম করতে হবে।অন্তরে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর ওপর।@ # # 🌱🌱🌱

শুভ সকাল☘️🌹☘️🌿 নীতির পথে হেঁটে যাওয়া🌿মানুষ বড় হয় জ্ঞান দিয়ে, কিন্তু মানুষকে মহান করে তোলে নীতি।আজকাল অনেকেই সাফল্যের পেছ...
23/07/2025

শুভ সকাল☘️🌹☘️

🌿 নীতির পথে হেঁটে যাওয়া🌿

মানুষ বড় হয় জ্ঞান দিয়ে, কিন্তু মানুষকে মহান করে তোলে নীতি।
আজকাল অনেকেই সাফল্যের পেছনে ছুটে—কিন্তু ভুলে যায়, নীতির ভিত্তি ছাড়া সাফল্য টিকে না।

🖋️ অন্যায় দেখে চুপ না থেকে প্রতিবাদ করা
🖋️সত্য বলার সাহস রাখা, যখন সবাই মিথ্যায় ডুবে যায়
🖋️ ভালো কাজ করা, তা কেউ দেখুক বা না দেখুক
🖋️নিজের ভুল স্বীকার করা, সেটাই আরও সম্মানিত করে

🕊️
নৈতিকতা হলো সেই আলো, যা অন্ধকার সময়েও আমাকে আপনাকে পথ দেখাবে। 🎇

21/07/2025

🍀🍀📍“কেউ যদি সবসময় মানুষের মধ্যে খারাপটা খুঁজে বেড়ায়, তাহলে সে সেটাই পাবে।” ☘️🌹☘️

#সবসময় #খারাপটা

শুভ সকাল 🌹🌹
20/07/2025

শুভ সকাল 🌹🌹

17/07/2025

Cursive capital letter "D"

🫐🌳🍊🥝গাবফল (Diospyros blancoi) গাবফল: পুষ্টিগুণে ভরপুর একটি দেশি ফলগাবফল (স্থানীয়ভাবে শুধু “গাব” নামে পরিচিত) একটি মৌসুম...
07/07/2025

🫐🌳🍊🥝

গাবফল (Diospyros blancoi)

গাবফল: পুষ্টিগুণে ভরপুর একটি দেশি ফল

গাবফল (স্থানীয়ভাবে শুধু “গাব” নামে পরিচিত) একটি মৌসুমী দেশি ফল, যা মূলত গ্রীষ্মকালীন সময়ে পাওয়া যায়। এটি একটি সজীব সবুজ গাছে ধরে, যার কাঠ শক্ত এবং দামি। ফলটি পাকা অবস্থায় কালচে বা হালকা বাদামি রঙের হয় এবং খেতে নরম ও কিছুটা মিষ্টি।

✅ পুষ্টিগুণ:

গাবফল ছোট হলেও এর মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান—

ফাইবার: হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে।

অ্যান্টি-অক্সিডেন্ট: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ভিটামিন সি ও এ: ত্বক ও চোখের জন্য উপকারী।

✅ স্বাস্থ্য উপকারিতা:

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: গাবের শর্করা খুব কম, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

ত্বক ভালো রাখে: ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টের কারণে।

✅ ভেষজ গুণ:

গাব গাছের ছাল ও পাতা আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসায় ব্যবহৃত হয়। পেটের পীড়া, আমাশয় বা মুখের ঘা সারাতে এটি উপকারী।

✅ সতর্কতা:

অধিক পরিমাণে গাব খেলে কিছু মানুষের হজমে সমস্যা হতে পারে বা মুখে টান ধরতে পারে।

সংগৃহীত....



🔔 আশুরার রোজা রিমাইন্ডার এ বছর আশুরার রোজা রাখার দিন—৯ মুহাররম ➤ ৫ জুলাই (শনিবার)১০ মুহাররম ➤ ৬ জুলাই (রবিবার)          ...
04/07/2025

🔔 আশুরার রোজা রিমাইন্ডার

এ বছর আশুরার রোজা রাখার দিন—
৯ মুহাররম ➤ ৫ জুলাই (শনিবার)
১০ মুহাররম ➤ ৬ জুলাই (রবিবার)

অথবা

১০ মুহাররম ➤ ৬ জুলাই (রবিবার)
১১ মুহাররম ➤ ৭ জুলাই (সোমবার)

আশুরা বলতে কী বোঝায়?
আশুরা শব্দটি আরবি ‘আশারাহ’ থেকে এসেছে। এর অর্থ দশ। আশুরা মানে দশম। ইসলামি পরিভাষায় মুহাররামের ১০ তারিখকে আশুরা বলে।

আশুরার রোজা রাখার সঠিক পদ্ধতি: সর্বোত্তম পদ্ধতি হলো, আশুরার আগের দিন (৯ তারিখ) ও আশুরার দিন (১০ তারিখে) রোজা রাখা।

ইবনু আব্বাস (رضى الله عنه) বর্ণনা করেন, ‘যখন রাসুলুল্লাহ (ﷺ) আশুরার রোজা রাখলেন এবং (অন্যদের) রোজা রাখার নির্দেশ দিলেন, তখন লোকেরা বললো, ‘হে আল্লাহর রাসুল! এটিতো এমন দিন, যাকে ইহুদি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয় তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেনো?
তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, ‘‘আগামী বছর এই দিন আসলে, আমরা (আশুরার দিনের সাথে) ৯ তারিখেও রোজা রাখবো إِنْ شَاءَ ٱللَّٰهُ বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার আগেই রাসুলুল্লাহ (ﷺ) এর ইন্তেকাল হয়ে যায়। [ মুসলিমঃ ২৫৫৬]

কেউ চাইলে আশুরার দিন এবং এর পরের দিনও রোজা রাখতে পারেন। অর্থাৎ, মুহাররামের ১০ ও ১১ তারিখ।

রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘‘তোমরা ইহুদিদের বিরোধিতা কোরো—আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো।’’ [মুসনাদে আহমাদঃ২১৫৪]

আশুরার রোজা দুইটি না রাখতে পারলে একটি রাখলে কি গুনাহ হবে?

আশুরার রোজা একটি রাখলে গুনাহ হবে না।
আশুরার রোযা মূলত ১০ই মুহাররমের রোযা। তবে এই রোযার সাথে আরো একটি রোযা মিলিয়ে রাখার ব্যাপারে হাদীসে গুরুত্বারোপ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا.

তোমরা আশুরার দিন রোযা রাখ এবং তাতে ইহুদীদের বিরোধিতা কর, আশুরার আগে একদিন বা পরে একদিন রোযা রাখ। (সহীহ ইবনে খুযাইমা, হাদীস ২০৯৫)

তাই ৯ ও ১০ অথবা ১০ ও ১১ দুইদিন রোযা রাখা উত্তম। অবশ্য কেউ যদি শুধু ১০ মুহাররম রোযা রাখে তবে সেটিও আশুরার রোযা হিসাবেই গণ্য হবে। তবে হাদীসের নির্দেশনার উপর আমল না করার জন্য মাকরূহ তথা অনুত্তম হবে।

-ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪১৮; বাদায়েউস সানায়ে ২/২১৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৫; আলবাহরুর রায়েক ২/২৫৭; রদ্দুল মুহতার ২/৩৭৫

উত্তম হলো, দুইটি রোজা রাখা। অর্থাৎ, আশুরার দিন এবং এর আগের বা পরের দিন। [ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ]

আশুরার রোজার ফজীলতঃ
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন,

“আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি—তিনি (এর দ্বারা) পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।”

[তিরমিজিঃ৭৫২ ; ইবনে মাজাহঃ ১৭৩৮]

সংগৃহীত

04/07/2025

cursive handwriting for begginers.

03/07/2025

🌹🌹শুভ সকাল🍀🍀

শুভ সকাল, 😺😺😻😻😼😼😽😽
01/07/2025

শুভ সকাল,

😺😺😻😻😼😼😽😽

শুভ সকাল 🌅🌅
06/12/2024

শুভ সকাল 🌅🌅

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Elegantwritingpractice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category