25/08/2024
আসসালামু আলাইকুম,দেশ ও প্রবাসের সকল ভাই বোনদের আকুল আবেদন এই যে,আমরা যেন আমাদের ভাই বোনদের দূরাবস্থায় বে-ফিকির না হয়ে যাই সকলেই যে যেভাবে পারি বন্যার্তদের পাশে দাড়াই, দাড়ানোর মানে এইনা যে, সবাই বন্যার স্থানে অবস্থান করবেন। একেক জন একেক লাইনে সহযোগিতা করতে পারেন।
যেমনঃ
👉 কেউ বন্যার স্থানে অবস্থান করে বন্যার্তদের উদ্ধার কাজে সহযোগিতা করা।
👉 সঠিক সংবাদ প্রচার করে সহযোগিতা করা।
👉 ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে সহযোগিতা করা।
👉 যাদের উদ্ধারের সরঞ্জাম রয়েছে এই গুলো ফি সাবীলিল্লাহ দিয়ে সহযোগিতা করা,যেমনঃ স্পিড বোর্ড, নৌকা,ট্রলার,সকল স্থল পরিবহন, হেলিকপ্টার
👉 সঠিক ভাবে যারা বন্যার্তদের স্থানে কাজ করছেন তাদেরকে দেশ ও প্রবাস থেকে আর্থিক লাইনে সহযোগিতা করা।
👁️🗨️👁️🗨️👁️🗨️আর যারা এইসব সহযোগিতা গুলো করতে পারছেননা তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আমল।👁️🗨️👁️🗨️👁️🗨️
👉 নামাজের আমল করে 🤲দোয়া করা।
👉 রোজার আমর করে 🤲 দোয়া করা।
👉 বিভিন্ন খতমের আমল করে 🤲 দোয়া করা।
👉 আশে পাশের গরীব অসহায়দেরকে দান সদকা করে 🤲 দোয়া করা।
👉 নিজের গুনাহের কথা স্বরণ করে সবাই সবাইকে মাফ করে দিয়ে অনুতপ্ত হয়ে 🤲 দোয়া করা।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিকভাবে পরিপূর্ণ এখলাসের সাথে এই আমল গুলো করার তাওফিক দান করেন (আমীন)
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🤲 আয় আল্লাহ ও আরশের মালিক ও ক্বাবার মালিক ও আমাদের আল্লাহ আমরা আমাদের গুনাহের কারনে লজ্জিত ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন ওগো আল্লাহ আপনি আমাদের বন্যায় বিপদগ্রস্ত ভাই বোনদের হেফাজত করিয়েন, আপনি আমাদের উপর রাগান্বিত হইয়েননা আমাদেরকে মাফ করে দিয়েন (আমীন ইয়া রাব্বাল আলামীন)
আকুল আবেদনেঃ মোঃ এহসান উল্লাহ