06/01/2025
স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলো
যদি পুরুষ হও তাহলে এখনি আমাকে তালাক দিয়ে দাও তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই না স্বামী অনেকক্ষণ চুপ থাকার পরে বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাগজ-কলম নিয়ে আসো লিখে দিচ্ছি.......
স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল এই যে লিখে দিলাম এখন এটা নিয়ে এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও ব্যাগ ঘুচিয়ে সন্তানকে কোলে নিয়ে এর বাড়ি চলে গেল
দশ দিন পার হল মোবাইলে মেসেজ স্বামীর মোবাইলে মেসেজ ভোরে উঠতে লাগলো স্বামী নিরুপায় নিররক্তর১৫ তম দিন থেকে শুরু হলো কল কখনো স্ত্রী শশুর শাশুড়ি সালোক শালিকা নাম্বার থেকে অপরিচিত নাম্বার থেকে স্বামী কোন ফোনে রিসিভ করে না কোন নাম্বার থেকে শেষমেষ ২০ দিনের মাথায় স্বামী ফোন ধরল হাউ মাউ করে কাটছে ওগো্..লক্ষ্মী... সোনা আল্লাহর দোহাই.. তোমার মরা বাপের কসম আরো কত কি বলছে স্বামী সবসময় বলল কি বলতে চাও বলো সরাসরি বলো এত ন্যাকামি শুনতে চাই না
স্ত্রী :ওগো আমি বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো
স্বামী :তুমি তো বললে পুরুষ হলে তালাক দাও
স্ত্রী :তুমি তো পুরুষ আমি তো বলি নাই যে তুমি মহিলা আক্কেল বুদ্ধি কম
স্বামী :আচ্ছা ভেবে দেখি এর আগে তোমাকে একটা কাজ করতে হবে
স্ত্রী :যা বলবা তাই করব
স্বামী :এখন তো বলবোই এত ব্যস্ত হয়ো না! ভেবেচিন্তে কাজ করতে হবে "আচ্ছা যে কাগজটা দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে
স্ত্রী:হ্যাঁ আছে
স্বামী :আচ্ছা ঐটা খুলে দেখো কি লিখেছিলাম
স্ত্রী :না আমি খুলে দেখবো না
স্বামী :আরে দেখো কি লিখেছিলাম আমার নিজের তো মনে নেই তোমার হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো
স্ত্রী :আচ্ছা পড়ে শোনাচ্ছি কাগজটা খুলে পড়তে লাগলাম সে লিখেছে আসমান যদি নিচে নেমে আসে তবুও তোমাকে তালাক দিব না প্রেয়সী
স্বামী:কি বুঝলে পড়ে
স্ত্রী :চোখের পানি এসে কখনোই আধারে রাখতে পারছে না বড় ভালোবাসার জায়গা সম্মানের জায়গা তার স্বামী সে তার ভুল বুঝতে পারল
ভালোবাসা তো এমনই হওয়া উচিত সব সময় সব ভুল ত্রুটি শুধরে আরো একবার সুযোগ দেওয়া
গল্পটি কেমন লাগলো সবে অবশ্যই কমেন্টে জানাবেন
এই গল্প থেকে প্রতিটা স্ত্রী কিছুটা শিক্ষা নেওয়া উচিত
আল্লাহ হাফেজ সবাই ভাল থাকবেন
আসসালামু আলাইকুম।
আর অনুরোধ করবো শেয়ার দিবেন হাজারো পরিবারের জন্য!👏
©collected