SM Mahdi

SM Mahdi SM Mahdi | An Entrepreneur, Digital Marketer, UI/UX Designer. I always try to help people to grow their business through Digital Marketing.

In this page I will try to provide unique content on digital marketing, UI UX design & Online business. I am SM Mahdi
Professional Digital Marketer | WordPress & Shopify Expert. Get Me as Your Marketing Partner to Grow Your Online Business. We Use Digital Marketing to grow online and start getting results within days.

19/09/2022

লাইফে রিস্ক নিতে না পারলে বহু সুযোগই হাতছাড়া হবে, কথাটা আপনিও হয়ত জানেন 'No Risk, No Gain'

18/09/2022

পেজ সাজান গুছিয়ে, ব্যবসা হবে ধুমায়ে 💯💯
একটা ফেসবুক পেজ তো চাইলে যখন তখন খোলাই যায়। কিন্তু, একটা SEO অপ্টিমাইজড প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করার জন্য অবশ্যই এক্সপার্টের সহযোগিতা নেয়া উচিত।

আপনার পেজ এর রিচ বাড়াতে, এনগেজমেন্ট বাড়াতে, ব্যবসার সেলস বৃদ্ধিতে একটি গুছানো ফেসবুক বিজনেস পেজ সেটআপের গুরুত্ব অপরিসীম!

আপনার যদি একটা SEO optimized পেজ থাকে তাহলে আপনার পেজটি কিন্তু বেশ ভালোভাবে Rank করবে।

সুন্দর গল্প ! ! ! সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভ...
18/09/2022

সুন্দর গল্প ! ! !

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,
‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'
হতাশ হবেন না। কথায় আছে আল্লাহ্‌ যা করে ভালোর জন্য করে। আমি আজ যা করি বা যে পর্যন্ত এসেছি সেটা শুধু মাত্র আল্লাহর ইচ্ছা ও লেগে থাকার জন্য।

🔥🔥 অনলাইন বিজনেস মাইন্ডসেট 🔥🔥শুধু টাকা ইনকাম করার প্রবল ইচ্ছে নিয়ে দেশের বেশির ভাগ মানুষ উদ্যোক্তা হতে চায়। মাইন্ডসেট যদ...
16/09/2022

🔥🔥 অনলাইন বিজনেস মাইন্ডসেট 🔥🔥

শুধু টাকা ইনকাম করার প্রবল ইচ্ছে নিয়ে দেশের বেশির ভাগ মানুষ উদ্যোক্তা হতে চায়। মাইন্ডসেট যদি এমন থাকে যে ব্যবসা / উদ্যক্তা হব শুধু টাকা ইনকামের জন্য তাহলে খুব তাড়াতাড়ি হতাশা চলে আসবে। ব্যবসা বা উদ্যোক্তা হতে গেলে ফেইল হতে হবে এবং তা থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করার মত মেন্টালিটি থাকতে হবে।

যদি আপনার শুধু টাকা ইনকাম করা মেইন লক্ষ্য হয় এবং কোন কারণে বিজনেস একবার ফেইল করে তাহলে আবার কনফিডেন্স গেইন করে নতুন করে শুরু করা সম্ভব হবে না। ভয় কাজ করবে রিস্ক নিতে মন সায় দেবে না। ফলাফল আবার ফেইল।

তাই শুরু করার আগে হাজার বার ভেবে দেখা দরকার -

আপনার মাইন্ডসেট কেমন?
আপনি রিস্ক নিতে ভয় পান কি?

নাকি রিস্ক আছে জেনেও এই রিস্ক কে মোকাবেলা করার হাজার টা রাস্তা মেক করার মত কেবাবিলিটি রাখেন? ফেইল হলেও আবার উঠে দাঁড়িয়ে পুনরায় শক্তি সাহস সঞ্চয় করে নতুন ভাবে শুরু করার মত কনফিডেন্স আপনার আছে কি? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবেই আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারেন। উত্তর না হলে আর না আগানোয় ভালো।

একজন উদ্যোক্তার বা বিজনেস ম্যানের মাইন্ড সেট সবার আগে। লাখ টাকা দিয়েও বিজনেস হবে না যদি সঠিক এবং টাকার চাইতেও অন্য কিছু মাইন্ডে না থাকে।

এফ কমার্স বা ই-কমার্স সেক্টরের কথাই ধরুন, কি বিশাল একটা জায়গা সঠিক ভাবে জেনে বুঝে কাজ করলে লাভ আপনার। নিজের উদ্যোগের সফলতার জন্য যেমন ঝুঁকি নিতে হবে, তেমনি উদ্যোগ সম্পর্কে যথেষ্ট ধারনা নিয়ে নামতে হবে৷

ঝুঁকিপূর্ণ মাইন্ডসেট করে কাজ করতে পারা উদ্যোক্তার আর্ট বলা যায়! যা সবাই পারে না.. সাহস আসে না! আপনার যদি ঝুঁকি জেনেও ঝুঁকি মোকাবেলার হাজার টা রাস্তা বের করে সামনে এগিয়ে যাওয়ার মত সাহস থাকে তাহলে আপনাকে মোস্ট ওয়েলকাম। খুব শিঘ্রই সাফল্য মাথানত করবে আপনার কাছে।

©️ SM Mahdi :)

16/09/2022

কোত্থেকে শিখছেন, কীভাবে শিখছেন - ডাজেন্ট ম্যাটার!

ভালোভাবে শিখে কাজে লাগানোটা বেশি দরকার 👌

আপনার অনলাইন বিজনেস এ রাতারাতি সেল বুস্ট করতে পেইড ফেসবুক মার্কেটিং এর কোন বিকল্প নেই। ফ্রি মার্কেটিং দিয়ে কখনো বিজনেস গ...
15/09/2022

আপনার অনলাইন বিজনেস এ রাতারাতি সেল বুস্ট করতে পেইড ফেসবুক মার্কেটিং এর কোন বিকল্প নেই। ফ্রি মার্কেটিং দিয়ে কখনো বিজনেস গ্রো করতে পারবেন না! আমি আবারো বলছি পারবেন না।

তাই সময় থাকতে এখন পেইড মার্কেটিং করুন।

অনলাইনে রিসোর্স এর অভাব নেই। একটু ঘাটাঘাটি করে বেসিক স্কিল গুলো শিখে ফেলুন। কাজে দিবে।

আর একান্তই নিজে না পারলে আমার সাইট এ ভিজিট করে একটি সার্ভিস বুক করে নিতে পারেন। আমি বলছি না আমার থেকেই নিতে হবে। চয়েস আপনার!

13/09/2022

আজকে তৈরি করা একটা ☝️ ওয়েবসাইট বা স্মল বিজনেস শপ —

আগামী ২/৩/৪ বছরে আপনার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে! ♻️

সম্পূর্ণভাবে 🔥

Focus on the Goal not the Obstacle 🔥
11/09/2022

Focus on the Goal
not the Obstacle 🔥

Address

Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when SM Mahdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM Mahdi:

Share