PBC News

PBC News A 24 public broadcast news agency

ছোট গল্প_______ছাগল বাজারের দালাললেখক- তানভীর ইরাকপর্ব- ০১কবির হাটের এক কবির খুব ইচ্ছে সে একটা মেদি হরিণ শাবক পালবে। সে ...
18/08/2025

ছোট গল্প_______
ছাগল বাজারের দালাল
লেখক- তানভীর ইরাক

পর্ব- ০১
কবির হাটের এক কবির খুব ইচ্ছে সে একটা মেদি হরিণ শাবক পালবে। সে কবির হাট থেকে এসেছে সুবর্ণচরে হরিণ শাবক নিতে। সুবর্ণচরের সব বাজার দেখা হয়ে গেছে কিন্তু কোথাও হরিণ শাবক পাচ্ছেনা। হাতিয়া আছে কিন্তু তাতো বিক্রিত নয়। পরিচিত এক লোক ভাই আপনি হরিণ কিনতে চাচ্ছেন? হরিণ কিনতে পাবেন না। সুবর্ণচরে না, কোথাও পাবেন না। আপনি চাইলে ছাগল নিতে পারেন। সুবর্ণচরে ভাল ভাল ছাগল আছে।

কবি তাকে-- রাম ছাগল পাওয়া যাবে?

দালাল- পাবেন।

কবি-- সে আমাকে নিয়ে নিল সুবর্ণচর আটকপালিয়া বাজার। সেখানে সে আমাকে একটা কাল ছাগল দেখালো। কিন্তু ছাগল আমার পছন্দ হয়নি। ছাগলের হাত পা কেমন খার্রা খার্রা বডি গেছে। যাইহোক আমি তাকে কিছু বলিনি। না বলে বাজার থেকে চলে আসছি। আসার পথে ছাগল বাজারের দালাল ভাই ছাগল কেমন দেখলেন? ছাগলের মালিক আপনার মতামত জানতে চেয়েছে।

কবি- ভাই আমি হরিণ কিনতে পারিনি। রাম ছাগল কিনতে আসছি। কই রাম ছাগলতো পাইনি।

দালাল- দেশী ছাগল সমস্যা কি? এটা বাচ্চা আরো বেশী দেয়।

কবি- তাদের এড়িয়ে যেতে সুকৌশলে ভাই আমি লাল একটা রাম ছাগল চেয়েছি। কিন্তু রামতো পাইনি। যেটা দেখছি এটাতো কালা।

দালাল- আরে ভাই কালা হলে সমস্যা কি? আপনার ছাগল হলেতো হয়।

কবি- ভাই দেখেন আপনি আমাকে বাজারে নিয়েছেন ভাল কথা। কিন্তু আমি নিজে কালা আমি কালা ছাগল নেবোনা। কিন্তু কোন ভাবেই দালাল আমার পিছু ছাড়ছেন না। এবার দালাল আমাকে একটা চায়ের দোকানের পেছনে নিয়ে গেল। বললো ছাগলের গৃহস্থ ফোন করেছে। আপনার মতামত চাই।

কবি- সেই আগের কথা, ভাই আমি নিজে কালা আমি কালা ছাগল নেবোনা। কিন্তু দালাল কি শুনে সেই কথা। দালাল লাগছে তো লাগছে।
দালাল থেকে বাঁচতে সর্বশেষ পরে জানাবো বলে ছুটে আসি।... চলবে

বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কার্যকরী হবেনা: শাহজাহানতানভীর হোসাইন ইরাক, (নোয়াখালী) বিশেষ প্রতিনিধি:"বিএনপির বিরুদ্ধে ষ...
11/08/2025

বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কার্যকরী হবেনা: শাহজাহান

তানভীর হোসাইন ইরাক, (নোয়াখালী) বিশেষ প্রতিনিধি:
"বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, উপরে আল্লাহ আছেন আর আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকরী হবেনা"

শনিবার (৯ আগস্ট) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আজ বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের কাছে সম্মানিত মানুষ। সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানবসেবার মাধ্যমে সবাইকে সাধারণ জীবনযাপন করতে হবে।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন বলেছিলেন আমরা পালাবো না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আজ যদি ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতো তাহলে আমরা এত আনন্দ উৎসবের সঙ্গে এখানে আসতে পারতাম না। অনেকে আসতো, তবে মনে ভয় নিয়ে। কখন গ্রেফতার হয়, কখন গুলি করা হয়; এসব ভয় থাকতো। এই ফ্যাসিবাদ থেকে যারা দেশকে মুক্ত করেছিল তাদের মধ্যে কার গায়ে শার্ট ছিল, তার গায়ে পাঞ্জাবি ছিল, কার পরনে লুঙ্গি ছিল না পায়জামা ছিল, আমি এই হিসাব মেলাতে চাই না। আমি একবাক্যে বলতে চাই, যারা আন্দোলন করে ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কাজেই যেকোনো বিষয়ে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।’

সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন কামরান ও আবু নাসের প্রমুখ।

ডাক্তার জাকিরের বিসিএস উত্তীর্ণ নিয়ে বিতর্কবিশেষ রিপোর্ট:২০২১ সালে ৪২তম বিসিএস উত্তীর্ণ ডাক্তার জাকির গেজেট ভুক্ত হলেন ২...
24/07/2025

ডাক্তার জাকিরের বিসিএস উত্তীর্ণ নিয়ে বিতর্ক

বিশেষ রিপোর্ট:
২০২১ সালে ৪২তম বিসিএস উত্তীর্ণ ডাক্তার জাকির গেজেট ভুক্ত হলেন ২০২৫ সালে। ডাক্তার জাকির তার সমাজের একবারে রূড পরিবারের একটা ছেলে। ব্যক্তি অনুকম্পায় ডাক্তার জাকির এখন কোটিপতি।
জনমনে এখন প্রশ্ন জাকির ২১ সালে বিসিএস উত্তীর্ণ হয়ে ২৫ সালে কেন গেজেট হল? ডাক্তার জাকির সে সময় আসলেই কি দ বিসিএস উত্তীর্ণ হয়েছেন নাকি সরকার পরিবর্তনের সুবাদে রাজনৈতিক অনুকম্পায় সে গেজেটভুক্ত হলেন?
তবে, ডাক্তার জাকিরের বিসিএস পাশ নিয়ে অনেকে প্রশ্ন তুললেও এ বিষয়ে আমার কোন আপত্তি নেই। আমি বিশ্বাস করি সে এমবিএস পাশ করেছে এবং বিসিএসও উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আওয়ামী স্বৈরাচারী সরকার তখন তাকে তার ন্যায্যতা থেকে বঞ্চিত করেছে। তবে, ডাক্তার জাকিরের এমবিবিএস পাশ ও বিসিএস উত্তীর্ণ নিয়ে আমার আপত্তি না থাকলেও গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, ডাক্তার জাকির হোসাইন যে আজকের এমবিবিএস, বিসিএস হয়েছেন তার গোড়ায় গলদ রয়েছে। গোড়ায় বলতে ডাক্তার জাকির নাকি কোথাও কখনও ম্যাডিক্যালে ভর্তি পরীক্ষায় টিকে নাই। সে শিবির সমর্থনের সুবাদে তৎকালীন আওয়ামী এক অভিযানে তারই নামে এক নিহত শিবির কর্মীর নামের (মাথা কাটা) উপর সে দিনাজপুর ম্যাডিক্যালে ভর্তির সুযোগ পায়। তথ্যটি আমার কাছে বিভ্রান্তিকর মনে হলেও ডাক্তার জাকির তার নিকটতম কোন ম্যাডিক্যালে চান্স না পাওয়ায় বিষয়টি একবারে উড়িয়ে দেয়া যায়না। কারণ, এদেশতো আসলে এগুলোর উপরই চলে। প্রকৃত মেধার এখন কোন মূল্য নেই। এদেশে যে যত রাজনৈতিক দাশ হতে পারবে, সে-ই তত মেধাবী। সে-ই তত সফল। আর সেই সকল বৈশিষ্ট্য ডাক্তার জাকিরের মধ্যে বিদ্যমান রয়েছে। তাছাড়া, পেশাদারিত্বেও তার কিছু কাঁচা কাজের পরিচয় মিলেছে। সব মিলিয়ে সে ডাক্তার হলেও বিতর্কের উর্ধ্বে নয় সে।

22/05/2025

স্বৈরাচারী আওয়ামী দোসর টিএমএসএসের এমআরএ সদন বাতিলসহ তার সকল প্রাপ্যাদী পরিশোধের দাবি জানালেন এফএস তানভীর

এবিষয়ে এফএস তানভীর বলেন, টিএমএসএস সংস্থা একটি স্বৈরাচারী প্রতিষ্ঠান। তারা শ্রম আইন লঙ্ঘন করে সম্পূর্ণ তাদের মনগড়া আইনে প্রতিষ্ঠান পরিচালনা করেন। যে তাদের এ অন্যায় আদেশ মানেনা তারা তাকে মনগড়া অভিযোগ এনে চাকরিচ্যুত করেন। তেমনি আমাকেও তারা তাদের সম্পূর্ণ মনগড়া অভিযোগ এনে অবৈধ সাময়িক বরখাস্ত করেন। কিন্তু এতদস্বত্ত্বেও এফএস তানভীর তার সকল পাওনাদি পরিশোধের শর্তে তাদের বরখাস্ত মেনে নিলেও আজ ৭ মাস পেরিয়ে আট মাসে পড়লেও আজ অবধি তার পাওনাদি পরিশোধ করেননি। শুধু তাই নয়, তারা তার একাডেমিক মূল সনদ আটকে রেখে মানবাধিকারও লঙ্ঘন করেছেন। তানভীর সে তার দৃষ্টিকোন থেকে সঠিক থাকা সাপেক্ষে তাদের চাপে নিজ থেকে কোন অব্যাহতি দেননি এবং টিএমএসএসও এখন অবধি তার কোন প্রাপ্যাদী পরিশোধ করেননি। সুতরাং, তানভীর এখন অবধি টিএমএসএসের একজন স্বাভাবিক কর্মী দাবি করে তার সকল প্রাপ্যাদী অবিলম্বে পরিশোধসহ এই স্বৈরাচারী আওয়ামী দোসর প্রতিষ্ঠান টিএমএসএসের এমআরএম সনদ বাতিলের দাবি জানান। অন্যথায়, সে আইনানুগ ব্যবস্থা নিবে মর্মে আমাদের জানান।

উত্তাল ঢাকাকয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন...
21/05/2025

উত্তাল ঢাকা

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আশপাশের সবগুলো সড়ক লোকে লোকারণ্য হয়ে গেছে। এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর থেকেই সেখানে ইশরাকের পক্ষে ও উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন তার সমর্থকরা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা বেষ্টনীতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য।

সংগৃহীত

রেটিনা বায়োলজি অলিম্পিয়াডে সেরা হয়েছে হাতিয়ার মেয়ে জাইমা হাসান সাইবা সম্প্রতি রেটিনা কর্তৃক রেটিনা বায়োলজি অলিম্পিয়াড অন...
15/05/2025

রেটিনা বায়োলজি অলিম্পিয়াডে সেরা হয়েছে হাতিয়ার মেয়ে জাইমা হাসান সাইবা

সম্প্রতি রেটিনা কর্তৃক রেটিনা বায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় নোয়াখালী (নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা) জোনে প্রথম হয়েছেন হাতিয়ার মেয়ে জাইমা হাসান সাইবা।

জাইমাকে রেটিনার প্রথম পুরস্কারের জন্য মনোনীত করায় রেটিনার প্রতি ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার।
ছবিতে জাঈমা হাসান শাইবাকে সম্মাননা তুলে দিচ্ছেন রেটিনা কর্তৃপক্ষ।
সাথে আছেন জাইমার মা সাফিয়া সুলতানা সহকারী অধ্যাপক (ইংরেজি), চর জব্বার ডিগ্রি কলেজ।
জাইমা হাসান সাইবা, হাতিয়া চরকিং ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট নূরুল হক (চেয়ারম্যান)- র পুত্র মৎস্য কর্মকর্তা দিনার হাছান হক ও সাফিয়া সুলতানার একমাত্র তনয়া।
দিনার হাছান নোয়াখালীর সাবেক এমপি, নোয়াখালী অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলে এলাহীর ভাগিনা। তাঁর বাড়ি হাতিয়া হলেও নানার দেশ মামার বাড়ি হিসেবে পরিবারসহ জেলা শহর মাইজদীতেই থাকেন।
বি.দ্র: জাইমা হাসান সাইবা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি- ২০২৪ পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ১৩০০ নাম্বারের পরীক্ষায় ১২৭০ পেয়ে কুমিল্লা বোর্ড সেরা হয়েছেন।

Noakhali - রেটিনা নোয়াখালী।

জাতির কাছে কবি ও সাংবাদিক তানভীর ইরাকের প্রশ্ন-"জয় বাংলা" যদি দলীয় স্বৈরাচারী স্লোগান হয় "বাংলাদেশ চিরজীবী হউক" কিভাবে গ...
15/05/2025

জাতির কাছে কবি ও সাংবাদিক তানভীর ইরাকের প্রশ্ন-
"জয় বাংলা" যদি দলীয় স্বৈরাচারী স্লোগান হয় "বাংলাদেশ চিরজীবী হউক" কিভাবে গণতন্ত্রের হয়?

14/05/2025

উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারলেন আন্দোলনকারীরা?

বিটিভি চট্টগ্রামে সুবর্ণ সন্তানদের পদচারণা
14/05/2025

বিটিভি চট্টগ্রামে সুবর্ণ সন্তানদের পদচারণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন নোয়াখালী হাতিয়ার মেয়ে তাহমিনা
14/05/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন নোয়াখালী হাতিয়ার মেয়ে তাহমিনা

13/05/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এক শিক্ষার্থীকে দুর্বৃত্তদের হত্যা।

প্রাক্তন এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্ম...
13/05/2025

প্রাক্তন এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম

Address


Telephone

+8801778139993

Website

http://www.subarnabarta.online/

Alerts

Be the first to know and let us send you an email when PBC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PBC News:

  • Want your business to be the top-listed Media Company?

Share