PBC News

PBC News A 24 public broadcast news agency

নোয়াখালীর সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানকে নিয়ে বাস্তব ভিত্তিক এক অনবদ্য কবিতা লিখেছেন কবি তানভীর ইরাক। নিম্নে তা ...
28/10/2025

নোয়াখালীর সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানকে নিয়ে বাস্তব ভিত্তিক এক অনবদ্য কবিতা লিখেছেন কবি তানভীর ইরাক। নিম্নে তা তুলে ধরা হল।

তুমি ছিলে অরণ্য চর
ভালবেসে তোমার বুকে আমি ফুটিয়েছি ফুল; সুবর্ণচর।

তোমার বুকে এখন নিত্যনতুন পাখির আগমন;
গলা মেলে নগ্ন কণ্ঠে গায় তারা গান; গোধূলি সকাল।

তোমরা চর
তোমরা নির্লজ্জ
তোমরা ভুলে গেছ তোমাদের সৃজিতের নাম।

সৃষ্টি হয়ে তোমাদের নিতে লজ্জা লাগে স্রষ্টার নাম
তোমরা সমালোচনা কর
নিতম্ব ফেলে আমার সৃজিত বাগান!

তোমরা কৃতঘ্ন ভুলে যাও; চর।
আমি লিখেছি নাম তাহার বুকে আমার মা বেগম জিয়ার।

আমি তাহার সন্তান
আমি সম্রাট শাহজাহান।
আমি ফোটাইছি ফুল
থাকবে চির অম্লান।

25/10/2025

বছর পেরিয়ে গেলেও এখনও বুঝিয়ে পায়নি এফএস তানভীর হোসাইন ইরাক টিএমএসএস থেকে তার পাপ্য

বিশেষ রিপোর্ট:
২০২৩ সালের ২১ মার্চ টিএমএসএসের এক নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমে এফএস হিসেবে নিয়োগ পান তানভীর হোসাইন ইরাক। চট্টগ্রাম ডোমেইনের আওতায় সাতকানিয়া জোনের আনোয়ারা শাখায় প্রথম জয়েন্ট করে সে। তারপর লোকবল সংকটের কারণে জোনের সিদ্ধান্তে আনোয়ারা শাখা থেকে কর্ণফুলী শাখায় বদলী করা হয় তাকে। সেখানে এক বছরের অধিক সময় চাকরি করার পর কোন কারণ ছাড়া ৫ আগস্ট, ২০২৪ যে দিন সরকার পতন হয়েছে সেদিন আবার তাকে আনোয়ারা শাখায় বদলী করা হয়। যদিও তখন জরুরি অবস্থার কারণে সরকারি নির্দেশে দেশের সব অফিস বন্ধ। কিন্তু বন্ধ হলেও বন্ধ ছিলোনা টিএমএসএস সাতকানিয়া জোন। তারা কর্মীদের ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে হাজিরা ডকুমেন্টসহীন তাদের আওতায় অফিস তারা চালিয়ে গিয়েছেন। আর এর মাঝেই তারা তাকে বদলী করেন আনোয়ারা শাখায়। তাকে আনোয়ারা শাখায় যখন বদলী করেন তখনও অফিসিয়ালি অফিস বন্ধ। কিন্তু টিএমএসএস অফিস করছে। এরপর সীমিত আকারে অফিস খুললেও এর মাঝে হঠাৎ আবার বন্যা। বন্যা পরিস্থিতির কারণেও আবার অফিস বন্ধ। কিন্তু টিএমএসএস সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে কর্মীদের ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে কাজ করাচ্ছেন। সার্বিক পরিস্থিতির আলোকে তখন আনোয়ারা শাখা বদলীকৃত তানভীর হোসাইন ইরাকে নির্দিষ্ট কোন ফিল্ড বুঝিয়ে দেয়নি। না দিয়ে বিভিন্ন অজুহাতে তাকে চাকরি থেকে অব্যাহতির চাপ সৃষ্টি করেন। তানভীর হোসাইন ইরাক প্রথম মাস বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তী মাসে তারা তার উপর আরো কঠিন চাপ সৃষ্টি করেন এবং তাকে অযৌক্তিক চিঠি পত্র দিয়ে তাকে হয়রানি করেন। তাদের উদ্দেশ্য একটাই সে যেন বিরক্তিবোধ করে স্বেচ্ছায় অব্যহতি দিয়ে চলে আসেন। কিন্তু তানভীর হোসাইন ইরাকের একটিই কথা আমার দৃষ্টিকোণ থেকে আমি চাকরি ছাড়ার কোন কারণ দেখছিনা। আপনাদের দৃষ্টিকোণ থেকে যদি আমাকে অব্যাহতি দেয়ার যৌক্তিক কোন কারণ থাকে আপনারা আমাকে আমার পাওনাদি বুঝিয়ে দিয়ে আমাকে অব্যাহতি দিন। কিন্তু তারা তা না করে সে বাড়িতে ছুটিতে থাকা অবস্থায় সম্পূর্ণ বেআইনিভাবে তাকে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে তার অগোচরে সাতদিনের মধ্যে ব্যখ্যা তলবের নামে একটা অস্থায়ী অব্যাহতি লেটার পাঠান। যা ডিভাইস প্রবলেমের কারণে দেখতে পারেনি। পরবর্তীতে সে অফিসে গেলে তারা সময় অতিক্রান্ত লেটারে তার স্বাক্ষর নিয়ে তাকে ডোমেইন অফিসে প্রেরণ করেন। ডোমেইন প্রধান তাকে লেটারের জবাব দিতে বলেন। কিন্তু সময় অতিক্রান্তের কারণে তখন তিনি তাকে জোন প্রধানের সাথে কথা বলতে বলেন। সে জোনকে ফোন দিলে জোন প্রধান তার ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সে গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মাধ্যমে ফোন করান এবং সেখানে তাদের চিঠির আলোকে তার অস্থায়ী অব্যাহতিকে স্থায়ী করে দ্রুত তার সকল প্রাপ্যাদী বুঝিয়ে দেয়ার কথা হয়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও তার প্রাপ্যাদী তাকে আদো বুঝিয়ে দেয়া হয়নি।

ইসরায়েলী দখলদার বাহিনীর হাতে গ্রেফতার শহীদুল মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।
12/10/2025

ইসরায়েলী দখলদার বাহিনীর হাতে গ্রেফতার শহীদুল মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।

বিভাগ ভাবনাদেশের প্রাচীনতম একটি জেলা নোয়াখালী। ইতিহাস ঐতিহ্যে এর রয়েছে সিংহ সমান অবদান। সেই ইতিহাস ঐতিহ্যের জেলা বিভাগ হ...
08/10/2025

বিভাগ ভাবনা

দেশের প্রাচীনতম একটি জেলা নোয়াখালী। ইতিহাস ঐতিহ্যে এর রয়েছে সিংহ সমান অবদান। সেই ইতিহাস ঐতিহ্যের জেলা বিভাগ হবে এটা ছিল এ এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু এর মাঝে অনেক সময় গড়িয়ে গেছে স্বপ্ন পূরণ হয়নি এ অঞ্চলের মানুষের। তবুও তারা আশায় বুক বেঁধে আছে একদিন স্বপ্ন পূরণ হবে। এই স্বপ্ন পূরণে মাঝে মধ্যে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে সরকারেরও নজর কাড়ার চেষ্টা করেছে। অবশ্য তারা সেই নজর কাড়তে সক্ষমও হয়েছেন। কিন্তু হঠাৎ সেই স্বপ্নে এসে পড়ে কালো থাবা। সম্প্রতি জানা গেল যারা একাত্তরে এদেশের স্বাধীনার বিরোধিতা করেছিল সেই তাদের ইন্দনে নোয়াখালী বিভাগ না হয়ে নোয়াখালীকে কুমিল্লার পেটে ঢুকিয়ে কুমিল্লা নামে বিভাগের প্রস্তাবনা করেছে। আর এতে পুষে উঠেছে নোয়াখালীর মানুষ। তাদের দাবি তারা কোন ভাবে কুমিল্লার পেটে ঢুকবেনা। তারা তাদের নামে স্বতন্ত্র বিভাগ দাবি করছে। ভৌগোলিকভাবে চিন্তা করলে অবশ্যই তাদের দাবি কুমিল্লা থেকে অধিকতর যুক্তিযুক্ত। কিন্তু সর্বশেষ যদি তা না হয়। আর নোয়াখালীকে ছাড়া কুমিল্লা বিভাগ হয় তাহলে ভবিষ্যতে নোয়াখালীর বিভাগ হওয়া খুবই ক্ষীণ। এরপরও যদি হয় সে নোয়াখালী বিভাগ কেমন হবে তা নিয়ে আজকের ভাবনা।
আসলে বিভাগ যে কেবল উন্নয়ন তা নয়। বিভাগ একটা এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি ঐ এলাকার একটা সৌন্দর্যও বটে। এখন কুমিল্লা ছাড়া যদি নোয়াখালীকে বিভাগ করা হয় আর সেই বিভাগের প্রশাসনিক দপ্তর মাইজদী অথবা চৌমুহনী হয় তখন এটি বিভাগ হবে ঠিক কিন্তু এটি হবে একটি একপেশে বিভাগ। তখন ঐ বিভাগীয় শহর কেন্দ্রিক জমিজমার ঘর বাড়ির মূল্য বৃদ্ধি হলেও সাধারণ মানুষ বিশেষ করে হাতিয়াসহ দক্ষিনাঞ্চলের মানুষের দাপ্তরিক কিছু সুবিধার বাহিরে তেমন কোন উন্নয়ন ঘটবেনা তাদের জীবন মানে। সাথে হারাবে বিভাগ সৌন্দর্য।
এ ক্ষেত্রে তখন আমি মনে করি নোয়াখালী নয় হাতিয়া-সুবর্ণচরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মনপুরা-ভোলা-সন্দ্বীপকে নিয়ে এ অঞ্চলে একটি দ্বীপাঞ্চল বিভাগ প্রতিষ্ঠাই হবে যুক্তিযুক্ত। যার নাম হতে পারে "দ্বীপপুঞ্জ বিভাগ"। এই দ্বীপপুঞ্জ বিভাগ হলে তখন চর শহরের মধ্যেও একটা ভারসাম্য রক্ষা হবে। কিন্তু আজকে আমরা যারা আবেগের বশিভূত হয়ে নোয়াখালী স্বতন্ত্র বিভাগ দাবি করছি এটি শহরাঞ্চলের জন্য কল্যাণ কর হলেও চরাঞ্চলের জন্য তেমন কিছু বয়ে আনবেনা। তাই সকলের প্রতি অনুরোধ এ অঞ্চলে বিভাগ হলে কুমিল্লা অংশকে নিয়েই আমাদের বিভাগ করতে হবে। তা নাহলে নোয়াখালী বিভাগের কোন যুক্তিকতা নেই। তাই আমাদের স্লোগান হওয়া উচিত-
কুমিল্লা নয় নোয়াখালী বিভাগ চাই।
কুমিল্লার বিকল্প দ্বীপপুঞ্জ বিভাগ চাই।

তানভীর ইরাক
কবি ও সাংবাদিক

29/09/2025
সড়ক দুর্ঘটনায় পতিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকতথ্যসূত্রে জানা যায়, সেনবাগের টানা ৫ বারের এমপি সাবেক...
24/09/2025

সড়ক দুর্ঘটনায় পতিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

তথ্যসূত্রে জানা যায়, সেনবাগের টানা ৫ বারের এমপি সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে। তরে তিনি সুস্থ রয়েছেন।

যোগাযোগ করলে জয়নুল আবদিন ফারুক জানান, তিনি দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন করার জন্য বুধবার সকাল ১০ টার সময় ঢাকা থেকে ব্যাক্তিগত গাড়ি যোগে নোয়াখালী উদ্দেশ্য রওরানা দিয়ে সাইনবোর্ড বাসস্ট্যান্ডে এলাকায় পৌছলে একটি দ্রুতগতির গাড়ি তার ব্যবহৃত গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তবে, আল্লাহ রহমতে তিনি তার সফর সঙ্গীরা অক্ষত রযেছে।

24/09/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেকার মন্ত্রী চাইলেন কবি ও সাংবাদিক তানভীর ইরাক

15/09/2025

"যে জাতি শিক্ষককে শিক্ষক হিসেবে না দেখে আঞ্চলিকতার দৃষ্টিতে দেখে সে জাতি শিক্ষিত হলেও কখনও সুশিক্ষিত হতে পারবেনা"
➖ তানভীর ইরাক

গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের পুরাতন কমিটি বাতিল, নতুন কমিটি গঠন।নতুন কমিটির আহ্বায়ক হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী ...
26/08/2025

গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের পুরাতন কমিটি বাতিল, নতুন কমিটি গঠন।
নতুন কমিটির আহ্বায়ক হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী সীমান্ত, আহ্বায়ক আব্দুল কুদ্দুস।

ছোট গল্প_______ছাগল বাজারের দালাললেখক- তানভীর ইরাকপর্ব- ০১কবির হাটের এক কবির খুব ইচ্ছে সে একটা মেদি হরিণ শাবক পালবে। সে ...
18/08/2025

ছোট গল্প_______
ছাগল বাজারের দালাল
লেখক- তানভীর ইরাক

পর্ব- ০১
কবির হাটের এক কবির খুব ইচ্ছে সে একটা মেদি হরিণ শাবক পালবে। সে কবির হাট থেকে এসেছে সুবর্ণচরে হরিণ শাবক নিতে। সুবর্ণচরের সব বাজার দেখা হয়ে গেছে কিন্তু কোথাও হরিণ শাবক পাচ্ছেনা। হাতিয়া আছে কিন্তু তাতো বিক্রিত নয়। পরিচিত এক লোক ভাই আপনি হরিণ কিনতে চাচ্ছেন? হরিণ কিনতে পাবেন না। সুবর্ণচরে না, কোথাও পাবেন না। আপনি চাইলে ছাগল নিতে পারেন। সুবর্ণচরে ভাল ভাল ছাগল আছে।

কবি তাকে-- রাম ছাগল পাওয়া যাবে?

দালাল- পাবেন।

কবি-- সে আমাকে নিয়ে নিল সুবর্ণচর আটকপালিয়া বাজার। সেখানে সে আমাকে একটা কাল ছাগল দেখালো। কিন্তু ছাগল আমার পছন্দ হয়নি। ছাগলের হাত পা কেমন খার্রা খার্রা বডি গেছে। যাইহোক আমি তাকে কিছু বলিনি। না বলে বাজার থেকে চলে আসছি। আসার পথে ছাগল বাজারের দালাল ভাই ছাগল কেমন দেখলেন? ছাগলের মালিক আপনার মতামত জানতে চেয়েছে।

কবি- ভাই আমি হরিণ কিনতে পারিনি। রাম ছাগল কিনতে আসছি। কই রাম ছাগলতো পাইনি।

দালাল- দেশী ছাগল সমস্যা কি? এটা বাচ্চা আরো বেশী দেয়।

কবি- তাদের এড়িয়ে যেতে সুকৌশলে ভাই আমি লাল একটা রাম ছাগল চেয়েছি। কিন্তু রামতো পাইনি। যেটা দেখছি এটাতো কালা।

দালাল- আরে ভাই কালা হলে সমস্যা কি? আপনার ছাগল হলেতো হয়।

কবি- ভাই দেখেন আপনি আমাকে বাজারে নিয়েছেন ভাল কথা। কিন্তু আমি নিজে কালা আমি কালা ছাগল নেবোনা। কিন্তু কোন ভাবেই দালাল আমার পিছু ছাড়ছেন না। এবার দালাল আমাকে একটা চায়ের দোকানের পেছনে নিয়ে গেল। বললো ছাগলের গৃহস্থ ফোন করেছে। আপনার মতামত চাই।

কবি- সেই আগের কথা, ভাই আমি নিজে কালা আমি কালা ছাগল নেবোনা। কিন্তু দালাল কি শুনে সেই কথা। দালাল লাগছে তো লাগছে।
দালাল থেকে বাঁচতে সর্বশেষ পরে জানাবো বলে ছুটে আসি।... চলবে

বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কার্যকরী হবেনা: শাহজাহানতানভীর হোসাইন ইরাক, (নোয়াখালী) বিশেষ প্রতিনিধি:"বিএনপির বিরুদ্ধে ষ...
11/08/2025

বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কার্যকরী হবেনা: শাহজাহান

তানভীর হোসাইন ইরাক, (নোয়াখালী) বিশেষ প্রতিনিধি:
"বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, উপরে আল্লাহ আছেন আর আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকরী হবেনা"

শনিবার (৯ আগস্ট) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আজ বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের কাছে সম্মানিত মানুষ। সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানবসেবার মাধ্যমে সবাইকে সাধারণ জীবনযাপন করতে হবে।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন বলেছিলেন আমরা পালাবো না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আজ যদি ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতো তাহলে আমরা এত আনন্দ উৎসবের সঙ্গে এখানে আসতে পারতাম না। অনেকে আসতো, তবে মনে ভয় নিয়ে। কখন গ্রেফতার হয়, কখন গুলি করা হয়; এসব ভয় থাকতো। এই ফ্যাসিবাদ থেকে যারা দেশকে মুক্ত করেছিল তাদের মধ্যে কার গায়ে শার্ট ছিল, তার গায়ে পাঞ্জাবি ছিল, কার পরনে লুঙ্গি ছিল না পায়জামা ছিল, আমি এই হিসাব মেলাতে চাই না। আমি একবাক্যে বলতে চাই, যারা আন্দোলন করে ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কাজেই যেকোনো বিষয়ে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।’

সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন কামরান ও আবু নাসের প্রমুখ।

ডাক্তার জাকিরের বিসিএস উত্তীর্ণ নিয়ে বিতর্কবিশেষ রিপোর্ট:২০২১ সালে ৪২তম বিসিএস উত্তীর্ণ ডাক্তার জাকির গেজেট ভুক্ত হলেন ২...
24/07/2025

ডাক্তার জাকিরের বিসিএস উত্তীর্ণ নিয়ে বিতর্ক

বিশেষ রিপোর্ট:
২০২১ সালে ৪২তম বিসিএস উত্তীর্ণ ডাক্তার জাকির গেজেট ভুক্ত হলেন ২০২৫ সালে। ডাক্তার জাকির তার সমাজের একবারে রূড পরিবারের একটা ছেলে। ব্যক্তি অনুকম্পায় ডাক্তার জাকির এখন কোটিপতি।
জনমনে এখন প্রশ্ন জাকির ২১ সালে বিসিএস উত্তীর্ণ হয়ে ২৫ সালে কেন গেজেট হল? ডাক্তার জাকির সে সময় আসলেই কি দ বিসিএস উত্তীর্ণ হয়েছেন নাকি সরকার পরিবর্তনের সুবাদে রাজনৈতিক অনুকম্পায় সে গেজেটভুক্ত হলেন?
তবে, ডাক্তার জাকিরের বিসিএস পাশ নিয়ে অনেকে প্রশ্ন তুললেও এ বিষয়ে আমার কোন আপত্তি নেই। আমি বিশ্বাস করি সে এমবিএস পাশ করেছে এবং বিসিএসও উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আওয়ামী স্বৈরাচারী সরকার তখন তাকে তার ন্যায্যতা থেকে বঞ্চিত করেছে। তবে, ডাক্তার জাকিরের এমবিবিএস পাশ ও বিসিএস উত্তীর্ণ নিয়ে আমার আপত্তি না থাকলেও গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, ডাক্তার জাকির হোসাইন যে আজকের এমবিবিএস, বিসিএস হয়েছেন তার গোড়ায় গলদ রয়েছে। গোড়ায় বলতে ডাক্তার জাকির নাকি কোথাও কখনও ম্যাডিক্যালে ভর্তি পরীক্ষায় টিকে নাই। সে শিবির সমর্থনের সুবাদে তৎকালীন আওয়ামী এক অভিযানে তারই নামে এক নিহত শিবির কর্মীর নামের (মাথা কাটা) উপর সে দিনাজপুর ম্যাডিক্যালে ভর্তির সুযোগ পায়। তথ্যটি আমার কাছে বিভ্রান্তিকর মনে হলেও ডাক্তার জাকির তার নিকটতম কোন ম্যাডিক্যালে চান্স না পাওয়ায় বিষয়টি একবারে উড়িয়ে দেয়া যায়না। কারণ, এদেশতো আসলে এগুলোর উপরই চলে। প্রকৃত মেধার এখন কোন মূল্য নেই। এদেশে যে যত রাজনৈতিক দাশ হতে পারবে, সে-ই তত মেধাবী। সে-ই তত সফল। আর সেই সকল বৈশিষ্ট্য ডাক্তার জাকিরের মধ্যে বিদ্যমান রয়েছে। তাছাড়া, পেশাদারিত্বেও তার কিছু কাঁচা কাজের পরিচয় মিলেছে। সব মিলিয়ে সে ডাক্তার হলেও বিতর্কের উর্ধ্বে নয় সে।

Address

Dhaka
3810

Telephone

+8801778139993

Website

http://www.subarnabarta.online/

Alerts

Be the first to know and let us send you an email when PBC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PBC News:

Share