11/08/2025
বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কার্যকরী হবেনা: শাহজাহান
তানভীর হোসাইন ইরাক, (নোয়াখালী) বিশেষ প্রতিনিধি:
"বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, উপরে আল্লাহ আছেন আর আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকরী হবেনা"
শনিবার (৯ আগস্ট) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আজ বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের কাছে সম্মানিত মানুষ। সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানবসেবার মাধ্যমে সবাইকে সাধারণ জীবনযাপন করতে হবে।’
শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন বলেছিলেন আমরা পালাবো না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আজ যদি ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতো তাহলে আমরা এত আনন্দ উৎসবের সঙ্গে এখানে আসতে পারতাম না। অনেকে আসতো, তবে মনে ভয় নিয়ে। কখন গ্রেফতার হয়, কখন গুলি করা হয়; এসব ভয় থাকতো। এই ফ্যাসিবাদ থেকে যারা দেশকে মুক্ত করেছিল তাদের মধ্যে কার গায়ে শার্ট ছিল, তার গায়ে পাঞ্জাবি ছিল, কার পরনে লুঙ্গি ছিল না পায়জামা ছিল, আমি এই হিসাব মেলাতে চাই না। আমি একবাক্যে বলতে চাই, যারা আন্দোলন করে ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কাজেই যেকোনো বিষয়ে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।’
সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন কামরান ও আবু নাসের প্রমুখ।