
18/08/2025
ছোট গল্প_______
ছাগল বাজারের দালাল
লেখক- তানভীর ইরাক
পর্ব- ০১
কবির হাটের এক কবির খুব ইচ্ছে সে একটা মেদি হরিণ শাবক পালবে। সে কবির হাট থেকে এসেছে সুবর্ণচরে হরিণ শাবক নিতে। সুবর্ণচরের সব বাজার দেখা হয়ে গেছে কিন্তু কোথাও হরিণ শাবক পাচ্ছেনা। হাতিয়া আছে কিন্তু তাতো বিক্রিত নয়। পরিচিত এক লোক ভাই আপনি হরিণ কিনতে চাচ্ছেন? হরিণ কিনতে পাবেন না। সুবর্ণচরে না, কোথাও পাবেন না। আপনি চাইলে ছাগল নিতে পারেন। সুবর্ণচরে ভাল ভাল ছাগল আছে।
কবি তাকে-- রাম ছাগল পাওয়া যাবে?
দালাল- পাবেন।
কবি-- সে আমাকে নিয়ে নিল সুবর্ণচর আটকপালিয়া বাজার। সেখানে সে আমাকে একটা কাল ছাগল দেখালো। কিন্তু ছাগল আমার পছন্দ হয়নি। ছাগলের হাত পা কেমন খার্রা খার্রা বডি গেছে। যাইহোক আমি তাকে কিছু বলিনি। না বলে বাজার থেকে চলে আসছি। আসার পথে ছাগল বাজারের দালাল ভাই ছাগল কেমন দেখলেন? ছাগলের মালিক আপনার মতামত জানতে চেয়েছে।
কবি- ভাই আমি হরিণ কিনতে পারিনি। রাম ছাগল কিনতে আসছি। কই রাম ছাগলতো পাইনি।
দালাল- দেশী ছাগল সমস্যা কি? এটা বাচ্চা আরো বেশী দেয়।
কবি- তাদের এড়িয়ে যেতে সুকৌশলে ভাই আমি লাল একটা রাম ছাগল চেয়েছি। কিন্তু রামতো পাইনি। যেটা দেখছি এটাতো কালা।
দালাল- আরে ভাই কালা হলে সমস্যা কি? আপনার ছাগল হলেতো হয়।
কবি- ভাই দেখেন আপনি আমাকে বাজারে নিয়েছেন ভাল কথা। কিন্তু আমি নিজে কালা আমি কালা ছাগল নেবোনা। কিন্তু কোন ভাবেই দালাল আমার পিছু ছাড়ছেন না। এবার দালাল আমাকে একটা চায়ের দোকানের পেছনে নিয়ে গেল। বললো ছাগলের গৃহস্থ ফোন করেছে। আপনার মতামত চাই।
কবি- সেই আগের কথা, ভাই আমি নিজে কালা আমি কালা ছাগল নেবোনা। কিন্তু দালাল কি শুনে সেই কথা। দালাল লাগছে তো লাগছে।
দালাল থেকে বাঁচতে সর্বশেষ পরে জানাবো বলে ছুটে আসি।... চলবে