FF Ms. Sokina

FF Ms. Sokina আল্লাহ তাআলার রহমত❤️
(1)

তৌহিদ আফ্রিদি প্রথমে ঢাকা থেকে যায় নোয়াখালী সম্ভবত রাহির বাসায়..এরপর বি-প-দ টের পেয়ে সেখান থেকে চলে যায় বরিশালে..প্ল্যান...
24/08/2025

তৌহিদ আফ্রিদি প্রথমে ঢাকা থেকে যায় নোয়াখালী সম্ভবত রাহির বাসায়..এরপর বি-প-দ টের পেয়ে সেখান থেকে চলে যায় বরিশালে..প্ল্যান ছিলো বর্ডারটা পার হয়ে ইন্ডিয়া যাবে..কিন্তু কয়েকদিন ধরেই সিআইডি তাকে নজরে রেখেছিল এবং অবশেষে আজ তাকে গ্রে-ফ-তা-র করা হয়..
কিন্তু ওরে গ্রে-ফ-তা-র করার পর সবচেয়ে বেশি টেনশনে আছে Rs Fahim Chowdhury কারণ ওকেও নাকি পুলিশ খুঁজতেছে 🙂
- তুলন

বিড়াল হাস মুরগী ধরে খাবে এটা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, এটা স্বাভাবিক। আপনি পোষাপাখিকে নিরাপদে রাখতে পারেন না, যা আপনার ব্য...
18/08/2025

বিড়াল হাস মুরগী ধরে খাবে এটা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, এটা স্বাভাবিক। আপনি পোষাপাখিকে নিরাপদে রাখতে পারেন না, যা আপনার ব্যর্থতা কিন্তু আপনার ব্যর্থতার বলি অবলা প্রানী বিড়াল! আপনি তো বিড়াল নন, আপনি মানুষ। বিড়াল হয়ে খাদ্যের প্রয়োজন মুরগ শিকার করার দায়ে বিড়ালকে পিঠিয়ে মারলে আপনাকে কি করা দরকার। হয়তো আজ আমরা কিছুই করছিনা কিন্তু বিদাতা আপনাকে ছেড়ে দেবেন না।মনে রাখবেন প্রকৃতির প্রতিশোধ বড়ই নির্মম

নারী সুন্দর কারণ সে..মা হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায় 🙂
18/08/2025

নারী সুন্দর কারণ সে..মা হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায় 🙂

নারী সুন্দর কারণ সে মা হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায়!🖤🌸
17/08/2025

নারী সুন্দর কারণ সে মা হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায়!🖤🌸

শুভশ্রী গাঙ্গুলিকে একজন লাইভে ক-মে-ন্ট করেছিল..তুমি তো অনেক মো-টা হয়ে গেছো..শুভশ্রী ঐ লোকটাকে সুন্দর করে বললো..তুমি তো এ...
17/08/2025

শুভশ্রী গাঙ্গুলিকে একজন লাইভে ক-মে-ন্ট করেছিল..তুমি তো অনেক মো-টা হয়ে গেছো..

শুভশ্রী ঐ লোকটাকে সুন্দর করে বললো..তুমি তো একজন পুরুষ তাই তুমি বুঝবে না..আমি সবে একটা বাচ্চা জ-ন্ম দিয়েছি..একটা সন্তান কে নিজের মধ্যে ধারন করা..সেটা একমাত্র একটা নারী ই পারে..আমি মো-টা হয়েছি না রো-গা হয়েছি..এটা আমার জন্য ম্যাটার করেনা..আমার ফ্যামিলির জন্য ও ম্যাটার করেনা..আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি দুটো সন্তানের মা..আমার মনে হয় তোমার বয়স অনেক কম..তোমার যখন বয়স হবে..তখন তুমি বুঝবে..তোমার যখন ফ্যামিলি হবে..তখন সবটা বুঝবে..

আর এটা যদি Sanvee's by Tony হতো তাহলে বলতো..তর বাপের কি..তর বাপেটা খা-ই নাকি..তর বউরে নাইলে তর মারে গিয়া দেখগা তর মা কি মো-ডা না শো-ক-না..বে-দ্দ-প বেডা লাইভে আইসা মেজাজডা গ-র-ম কইরা দিছে 🙂

- তুলন

বউকে শুধু বউ ভাবলে হবে না! বউ মানে বন্ধু, বউ মানে ভালোবাসা, বউ মানেই সব! ❤️~ Ripon Mia
17/08/2025

বউকে শুধু বউ ভাবলে হবে না!
বউ মানে বন্ধু, বউ মানে ভালোবাসা, বউ মানেই সব! ❤️
~ Ripon Mia

Ripon Mia'র একটা পডকাস্ট দেখলাম..জানলাম তার অতীত সম্পর্কে..জানলাম তার চিন্তাধারা সম্পর্কে..আপনার ও জানা উচিত..রিপন ও প্র...
16/08/2025

Ripon Mia'র একটা পডকাস্ট দেখলাম..জানলাম তার অতীত সম্পর্কে..জানলাম তার চিন্তাধারা সম্পর্কে..আপনার ও জানা উচিত..

রিপন ও প্রেম করে ছ্যাঁ-কা খায়..তবে ছ্যাঁ-কা খাওয়া টা রিপন মিয়ার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলো..রিপন মিয়ার ভিতরে জে-দ এসেছিলো আর ভেবেছিলো..একজন যেহেতু চলে গেছে..আরো ১০ জন যাতে আমার পিছে ঘুরে..এইজন্য মন দিয়া ভিডিও বানানো শুরু করে..সেইখান থেকেই শুরু..

মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার ব্যাপারে রিপন মিয়া বলে..এই যে আমার লেখাপড়া নাই..এক জায়গায় গেলে আমারে সম্মান দেয়..এই সম্মানটা ভাই অনেক কিছু..এটা আমি টাকা দিয়ে জীবনেও কিনতে পারবো না..সম্মান, ইজ্জত, ভালোবাসা..এগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না..টাকা দিয়ে মাপা যায় না..

শেষে সবচেয়ে সুন্দর কথাটাই বলেছে..
বউ কে শুধু 'বউ' হিসাবে ভাবলেই হবেনা..বউ মানেই সব..এইডাই বউ,এইডাই বন্ধু,এইডাই সব..

এত্ত সহজ সরল আর ম্যাচিউর একটা মানুষ রিপন মিয়া 🙂

এইবার পাথর গুলো  অনেক সাদা দেখাচ্ছে । যারা কষ্ট করে ধুয়েছেন  তাদেরকে ধন্যবাদ।
16/08/2025

এইবার পাথর গুলো অনেক সাদা দেখাচ্ছে । যারা কষ্ট করে ধুয়েছেন তাদেরকে ধন্যবাদ।

কেয়া ভিকারুননিসার মূল প্রভাতী শাখায় আমাদের সাথে পড়ত। গান গাইত। হ্যান্ডবল খেলত। স্কুল টিম থেকে টুর্নামেন্ট জিতে মেডেল পাই...
15/08/2025

কেয়া ভিকারুননিসার মূল প্রভাতী শাখায় আমাদের সাথে পড়ত। গান গাইত। হ্যান্ডবল খেলত। স্কুল টিম থেকে টুর্নামেন্ট জিতে মেডেল পাইত।

কমবয়সে বিয়ে করে এরপর সংসার ছাড়া কিছু করতে পারে নাই। পুরা লাইফ স্যা"ক্রি"ফাইস করতে হইসে স্বামী আর তার ফ্যামিলির পিছে।

লোকটা বড়লোক ব্যবসায়ী ফ্যামিলির স্পয়েল্ড ব্র্যাট যার অনেক মা/থা গ"র"ম, একবার রা"গ উঠে গেলে নাকি থামানো মুশকিল। এবং লোকটা ক/ন্ড/মে বিশ্বাস করে না, তার নাকি "অরিজিনাল" ফী"ল চাই। চারটা বাচ্চা ওদের।

না, ভু"ল পড়েন নাই, আসলেই চারটা। কেয়া পড়তে বা বিজনেস খুলতে চাইলেই দেখা যাইত কিছুদিন পর আরেকবার প্রে"গ"ন্যান্ট।

কেয়াকে পিটাইত শু"ও"র-টা। ও বছরের পর বছর সব স"হ্য করসে, এর মধ্যেই চারটা বাচ্চা পালসে, কাউকে কিচ্ছু জানায় নাই। শুধু ফ্যামিলিকে বলসিলো, তারা বলসে মানায় নাও, এতগুলা বাচ্চা হয়ে গেসে! ও মানায় নিসে। ফেসবুকে হাসিমুখে ছবি দিসে, বন্ধুদের বলসে অনেক ভাল আছে।

শু"ও"র-টা কালকে রাতে পি/টা"ইতে পি"টা"ই-তে গ/লা টি/পে কেয়াকে মে/রে ফেলসে। এরপর সু"ই/সা"ই"ডের নাটক সাজাইসে।

কেয়া আর আমি একই গলিতে বড় হইসি। ওর সাথে শেষ দেখা আমার বৌভাতের দিন, নতুন জীবন যেন ভাল কা/টে আলাদা করে দোয়া করে গেসিলো।

কেয়ার সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স দেড় বছর। এখনো বু"কে"র দু/ধ খায়।

আমার পুরা পৃথিবী অর্থহীন লাগে। আমার সবকিছু জ্বা/লা"য় দিতে মন চায়।

>Anjila jerin Anjum

প্রাক্তন কেউ এভাবে ট্রিট করা যায় দেব শুভশ্রী কে না দেখলে বুঝা যাইতো নাহ
15/08/2025

প্রাক্তন কেউ এভাবে ট্রিট করা যায় দেব শুভশ্রী কে না দেখলে বুঝা যাইতো নাহ

লায়লা খালার করা মা*ম*লায় আবারো গ্রেফতার হলেন প্রিন্স মামুন৷ আমি বুঝলাম না বাংলাদেশের পুলিশ কি আসলে চোখে টিনে চশমা লাগায়া...
14/08/2025

লায়লা খালার করা মা*ম*লায় আবারো গ্রেফতার হলেন প্রিন্স মামুন৷ আমি বুঝলাম না বাংলাদেশের পুলিশ কি আসলে চোখে টিনে চশমা লাগায়া ঘুরে? নাকি লায়লা খালা টাকা দিয়া সবাইকে কিনে নিছে৷ প্রিন্স মামুন ফেরেশতা না কিন্তু লায়লা মা*ম*লা দিলেই দেখি পুলিশ ভায়েরা নাচতে নাচতে ওরে ধরতে চলে আসে৷ অথচ লায়লার মতন একটা ৫০ বছরের ম*হি*লা ফেসবুকে বা'চ্চা বা'চ্চা পোলা নিয়ে নাচানাচি করে এগুলো পুলিশ চোখে দেখে না৷ ল'জ্জা থাকা উচিত আসলে 🙂

- তুলন

না আমি প্রিন্স মামুনের কোনো ভক্ত না কিন্তু ওর জন্যে সত্যি খারাপ লাগে৷ এই বয়সে এতগুলো মিথ্যে মামলার ঘানি টানতেছে কারণ একজ...
14/08/2025

না আমি প্রিন্স মামুনের কোনো ভক্ত না কিন্তু ওর জন্যে সত্যি খারাপ লাগে৷ এই বয়সে এতগুলো মিথ্যে মামলার ঘানি টানতেছে কারণ একজন বয়স্ক মহিলার কিছু চাহিদা পূরন করতে পারছে না বলে৷

আদালতে ওরে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে দেশের বড় কোনো আসামী৷ অথচ প্রতিদিন কত ছি*ন*তা*ই, খু*ন হচ্ছে সেগুলো কেউ চোখেই দেখছে না কিন্তু লায়লা খালা কিছু বললেই আদালত পুলিশ সবাই এক পায়ে রাজি৷

মাঝখানে মামুন লায়লার দ্বন্দ্বের পর মামুন কিছুই করে নাই সে তার মতন লাইফ লিড করতেছিল৷ অথচ লায়লা কদিন পরপর কচি কচি পোলাপান এনে নাচানাচি করে সেটা নিয়ে কারও মাথা ব্যথা নাই৷ ওহ আচ্ছা সে তো নারী তাকে কিছু বলা যাবে না 🙂

- Rahat Ahmed Tulon

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when FF Ms. Sokina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share