20/09/2024
বিচারহীনতার সংস্কৃতি থেকে বের না হতে পারলে, উস্কানিদাতারা সুযোগ পায়। মব একটা অপরাধীকে পিটায়ে মারলো, সেই অপরাধী বাঙালি হওয়ায় ওরা এই ইস্যুতে পাহাড়ি জনপদে আগুন লাগায় দিলো। দাঙ্গালরা এই সুযোগে বাঙালী পাহাড়ি গ্যাঞ্জাম বাধায় দিলো। অথচ উচিত ছিলো চোর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেয়া। আবার পাহাড়ে যেখানে আগুন দিয়েছে, সেখানে তো নীরিহ অনেক মানুষই আছে। সবাই তো উশৃংখল না, উশৃংখল একটা গোষ্ঠী। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে সব ঠিক হয়ে যাবে।