কৃতজ্ঞতা

কৃতজ্ঞতা It's Entertainment Page
(1)

25/05/2025

জীবন তো এমনি কেটে যেতো
কেন যে তোমার পথের কথা মনে পড়লো।

—মির্জা গালিব

25/05/2025

আমি যারে এতদিন আমার ভাবতাম,সে আমারে একদিন ভাবনায় ফালায় দিলো।

সে এমন ভাবে আমারে ভাবাইলো, যেন কোনদিন ভাবনায় আছিলাম না তার।

আমি যারে এতদিন আমার ভাবতাম। সে আমারে একদিন এমনভাবে কইলো,তোমারে আর পারতেছি না ভালোবাসতে, তোমারে নিয়া পারতেছি না কিছু ভাবতে।

এমনভাবে সে আমারে কইলো,
আমি আর ভাবতে পারতেছি না তারপর থেকে–
না তারে
না আমারে
.

24/05/2025

আপনার জন্য আফসোস না খারাপ লাগে, যদি কখনো মনে পড়ে কল দিয়েন। কথা বইলেন।নিজেকে আরও কষ্ট দিয়েন না সব অভিযোগ ইগো অভিমান মনের মধ্যে না পুষে রেখে যোগাযোগ কইরেন।তাহলে সব ঠিক করে ফেলবো।

দেখা হবে চাপা কোনো অভিমানে। কথা হবে মান অভিমান ভুলে এই অপেক্ষায় রইলাম।

আবুল্লায়🖤

24/05/2025

যারা সুখ খুঁজে টাকার পাহাড়ে খ্যাতি আর অট্টালিকায় তারা যদি জানে কি যে সুখ আছে নিমগ্ন সিজদায়। ❤️

24/05/2025
সব অভিযোগ মেনে নিয়ে ধ্বংস করছি নিজেকে 💔
24/05/2025

সব অভিযোগ মেনে নিয়ে ধ্বংস করছি নিজেকে 💔

24/05/2025

“আমি চিরতরে দূরে চলে যাব, তবুও আমারে দেবো না ভুলিতে” এই একটি পঙক্তিতেই যেন ধরা আছে কবি কাজী নজরুল ইসলামের অমরত্ব।

আমার কাছে নজরুল প্রথমত সাম্যের কবি, তারপর বিদ্রোহের। কারণ তার কলমে যতটা গর্জন, তার চেয়েও বেশি ছিলো করুণ সুর, সব মানুষের এক কাতারে দাঁড়ানোর দাবি। সমাজ যখন ধর্মের দেয়ালে বিভক্ত, জাতের শিকলে জড়িত, তখন নজরুল লিখেছেন “পাদরি-পুরুত-মোল্লা-ভিক্ষু এক গ্লাসে খায় জল।”

তাকে কেউ কেউ শুধুই মুসলিম কবির খাঁচায় পুরে দিতে চায়, সে চেষ্টা শুধু দৃষ্টির সংকীর্ণতাই প্রমাণ করে। নজরুল ছিলেন হিন্দুর, মুসলমানের, বৌদ্ধের, খ্রিষ্টানের, সবার কবি, সবার প্রেমিক। তিনি সেই কাণ্ডারি যিনি বলেন “হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার।”

এই "ডুবিছে মানুষ" এই মানুষই নজরুলের কবিতার কেন্দ্র। নজরুল ছিলেন একজন চলমান বিদ্রোহ, এক মানবতাবাদী বিপ্লব, এক ভালোবাসার অবিনাশী গান।

কারাগারের অন্ধকারেও নজরুলের কলম থামেনি।সেখান থেকেই বেরিয়ে এসেছে আগুনে ঝলসানো কবিতা, সমাজের গলা চেপে ধরা অন্যায়ের বিরুদ্ধে অগ্নিবাণ। আদালতে দাঁড়িয়ে দেওয়া তার জবানবন্দীও হয়ে উঠেছে ইতিহাসের এক সাহসী সাহিত্য।

প্রথম যখন তার প্রেমের কবিতা পড়ি, আমি হতভম্ব হই। যে কবি বিদ্রোহে গর্জে ওঠেন, তিনি প্রেমেও এত কোমল, এত অসহায়, এত অভিমানী! তিনি প্রেমিকও, সৈনিকও, দার্শনিকও একসঙ্গে এত রূপ এক মানুষে, এক বিস্ময়!

নজরুলের জীবনে ছিলো বাঁধনহীন এক উড়াল। আজ এ শহরে, কাল সে শহরে। করাচির সেনানিবাস থেকে শুরু হয়েছিলো তার সাহিত্যিক পথচলা।

“চেয়েছি শুধু শান্তি, কোনো হিংসা হত্যা নয়।”
এই ছিলো তার প্রার্থনা, এই ছিলো তার সংগ্রাম।

আজ কবির জন্মদিন। আমি জানি, এই পৃথিবী ভুলে যাবে অনেক কিছু, কিন্তু নজরুলকে নয়।

শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সব মিলে আজ নজরুলকে নতুন করে মনে পড়ছে।

24/05/2025

জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি। সেইসব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরন কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে!

24/05/2025

মন খারাপ ?
চলেন সমুদ্রে যাই ♥️

23/05/2025

আমরা কি তাদের কথা ভাবি?

~আমি যদি বুঝি —আমি না থাকলেও চলে,তবে হৃদয় ছিঁড়ে গেলেওআর থাকবো না এ কোলাহলে!🖤🍂
23/05/2025

~আমি যদি বুঝি —
আমি না থাকলেও চলে,
তবে হৃদয় ছিঁড়ে গেলেও
আর থাকবো না এ কোলাহলে!🖤🍂

Address

কৃতজ্ঞতা পেইজে আপনাদের স্বাগতম।
Dhaka
তুমিভুলেযাওএইশহরেরযতব্যস্তজনকথা আমিএসেছিতোমারকাছেএনেদাওস্বাধীনতা�

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃতজ্ঞতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share