Supreme it solution

Supreme it solution We are Supreme IT Solution, your trusted digital partner. We are a conscientious and creative team with over 5 years of experience.

We bridge the gap between your brand and its customers by crafting innovative solutions that ensure your digital success.

আপনারা অনেকেই হয়তো শুনেছেন Tupperware দেউলিয়া হয়ে যাচ্ছে, কারণ তাদের পণ্যগুলো এতটাই টেকসই যে কেউ নতুন করে আর কিছু কেনে ...
06/09/2025

আপনারা অনেকেই হয়তো শুনেছেন Tupperware দেউলিয়া হয়ে যাচ্ছে, কারণ তাদের পণ্যগুলো এতটাই টেকসই যে কেউ নতুন করে আর কিছু কেনে না। কথাটা শুনতে যতই মজার লাগুক, এটি আসলে একটি ভুল ধারণা। বাস্তবতা আরও জটিল এবং অনেক পুরোনো ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।

হ্যাঁ, এটা সত্যি যে Tupperware-এর পণ্যগুলো অসাধারণ টেকসই এবং যুগ যুগ ধরে টিকে থাকার জন্য পরিচিত। কিন্তু কোম্পানির এই দুরাবস্থার পেছনে কারণ তাদের পণ্যের গুণগত মান নয়, বরং বাজারের পরিবর্তন এবং তাদের পুরোনো ব্যবসায়িক মডেল।

১. পুরোনো সেলস মডেলের পতন:

একসময় Tupperware তাদের ‘হোম পার্টি’ সেলস মডেলের জন্য বিখ্যাত ছিল। এটি ছিল এক ধরনের সামাজিক আয়োজন, যেখানে Tupperware-এর সেলস প্রতিনিধিরা গ্রাহকদের বাড়িতে গিয়ে তাদের পণ্য দেখাতেন এবং বিক্রি করতেন। এই পদ্ধতিটি তখন সফল ছিল কারণ এটি ক্রেতাদের মধ্যে এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করত। কিন্তু ডিজিটাল যুগের এই সময়ে, যখন মানুষ ব্যস্ত জীবন থেকে একটু সময় পেলে অনলাইনে কেনাকাটা করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে, তখন এই মডেলটি তার কার্যকারিতা হারায়।

২. তীব্র প্রতিযোগিতা ও নতুন বিকল্প:

এখনকার বাজার অনেক বেশি প্রতিযোগিতামূলক। Tupperware-এর মতো টেকসই প্লাস্টিকের পণ্যের অসংখ্য বিকল্প এখন বাজারে পাওয়া যায়, এবং সেগুলো প্রায়শই অনেক সাশ্রয়ী মূল্যে। নতুন নতুন কোম্পানিগুলো শুধু কম দামে পণ্য বিক্রি করছে না, বরং সেগুলো আকর্ষণীয় ডিজাইন এবং ভিন্ন ভিন্ন রঙেও নিয়ে আসছে, যা তরুণ গ্রাহকদের সহজেই আকর্ষণ করছে। এই পরিস্থিতিতে, শুধু পণ্যের টেকসই হওয়ার ওপর নির্ভর করে টিকে থাকা কঠিন হয়ে যায়।

৩. অনলাইন মার্কেটিং-এ দুর্বলতা:

যখন সারা বিশ্ব ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং-এর দিকে ঝুঁকছে, তখন Tupperware অনলাইনে নিজেদের শক্তিশালী উপস্থিতি তৈরি করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। তারা সময় মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি। ফলে, যে বিশাল সংখ্যক গ্রাহক অনলাইনে কেনাকাটা করে, সেই বাজার থেকে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে। যখন অন্যান্য ব্র্যান্ডগুলো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ক্যাম্পেইন-এর মাধ্যমে নতুন গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে, তখন Tupperware অনেকটাই পুরোনো পদ্ধতিতে আটকে ছিল।

৪. অর্থনৈতিক চাপ ও খরচ বৃদ্ধি:

সাম্প্রতিক সময়ে প্লাস্টিক তৈরির কাঁচামাল এবং পরিবহনের খরচ বেড়েছে। এর ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে, যা কোম্পানির লাভের ওপর সরাসরি চাপ সৃষ্টি করেছে। এই অর্থনৈতিক চাপ, পুরোনো ব্যবসায়িক মডেলের সীমাবদ্ধতা এবং নতুন প্রতিযোগীদের দাপটের কারণে Tupperware-এর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে।

তাই, Tupperware আসলে একটি শক্তিশালী পণ্যের পরাজয়ের গল্প নয়, বরং এটি একটি কোম্পানির গল্প যারা সময়ের সাথে তাল মিলিয়ে তাদের কৌশল পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ডিজিটাল যুগে টিকে থাকতে হলে শুধু ভালো পণ্য থাকলেই হবে না, সেই পণ্যকে নতুন বাজারের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটি স্মার্ট ব্যবসায়িক কৌশলও থাকতে হবে।

আপনার পণ্যকে কীভাবে ডিজিটাল যুগে একটি সফল ব্র্যান্ডে পরিণত করা যায়, তা নিয়ে আমাদের সাথে কথা বলুন। আমরা আপনার জন্য একটি শক্তিশালী বিজনেস মডেল তৈরী করে দিবো।

আপনি কি জানেন আপনার ডিজিটাল মার্কেটিং-এর টাকা কোথায় যাচ্ছে?বেশিরভাগ ব্যবসায়ী মনে করেন: "আমার বিজ্ঞাপনে কি সত্যিই লাভ হ...
02/09/2025

আপনি কি জানেন আপনার ডিজিটাল মার্কেটিং-এর টাকা কোথায় যাচ্ছে?

বেশিরভাগ ব্যবসায়ী মনে করেন: "আমার বিজ্ঞাপনে কি সত্যিই লাভ হচ্ছে, নাকি শুধু টাকা নষ্ট হচ্ছে?"

এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। কারণ, ডিজিটাল মার্কেটিং-এর জটিল মেট্রিকস (যেমন: CTR, CPC বা ROAS) দেখে অনেক সময় আসল ফলাফল বোঝা যায় না।

আপনার চিন্তা:
আমার পণ্য কি বিক্রি হচ্ছে?
বিজ্ঞাপনে যে টাকা দিচ্ছি, তার থেকে লাভ হচ্ছে তো?
আমার মার্কেটিং টিমকে কি বিশ্বাস করতে পারি?
আমি যেভাবে চাচ্ছি মার্কেটিং টিম কি সেভাবে কাজ করতেছে?
আমার ব্যবস্যার ভবিষৎ কি?

আমাদের ফোকাস শুধু ক্লিক বা লাইক বাড়ানো নয়, বরং আপনার ব্যবসার সত্যিকারের বিক্রি এবং লাভ বাড়ানো। আমরা বুঝি, আপনি আসলে চাপমুক্তভাবে ভালো ফলাফল চান।

আমরা যা করি:
✅ কৌশলগত পদ্ধতি: শুধু ক্লিক নয়, আসল বিক্রি বাড়ানোর জন্য কাজ করি।
✅ সম্পূর্ণ স্বচ্ছতা: প্রতিটি টাকার হিসেব আমরা আপনাকে পরিষ্কারভাবে জানাই।
✅ গ্রোথ ফোকাস: আমরা ভিজিটরকে শুধু ওয়েবসাইটে এনেই থেমে যাই না বরং তাদের কাস্টমারে পরিণত করি।

আপনি যদি শুধু অনুমান করে আর র‍্যান্ডম বুস্টিং করে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে আজই আমাদের সাথে কথা বলুন। আমরা আপনার ব্যবসার গল্পটা বুঝতে চাই।

#ডিজিটাল_মার্কেটিং #ইকমার্স_টিপস #অনলাইন_বিজনেস

আপনার সফলতার গল্পগুলো শুরু হোক আমাদের হাত ধরেই। আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত কাজের প্রতিভা লক্ষ ও কোটি মানুষের...
18/08/2025

আপনার সফলতার গল্পগুলো শুরু হোক আমাদের হাত ধরেই। আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত কাজের প্রতিভা লক্ষ ও কোটি মানুষের কাছে পৌঁছে দিন খুব সহজে। শুধু বুস্ট করলেই সেল বাড়েনা, শুধু বুস্ট করলেই ব্রান্ড হয়না।
আপনার প্রোডাক্ট ইন্টারেস্ট কাস্টোমার কে টার্গেট করে বিজ্ঞাপন পৌঁছানোর দায়িত্ব আমাদের।
তাই ভুল যায়গায় বুস্ট করে নিজের অর্থ ও পেইজ কে নষ্ট করবেন না।
আমরা দিচ্ছি আপনার পেইজের ১০০ ভাগ নিশ্চয়তার সিকিউরিটি এবং এ্যাডভান্স লেভেল বুস্ট।
আমাদের সার্ভিস সমূহঃ
✅ফেইসবুক এডস
✅গুগল এডস
✅ইউটউব এডস
✅টিকটক এডস
✅গ্রাফিক্স ডিজাইন
✅ওয়েবসাইট ডিজাইন ও ডেভলাপমেন্ট

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ- 01810-047811

♻️♻️আপনার মূল্যবান অনলাইন ব্যবসা প্রসারের জন্য বুস্ট বা প্রোমোটে করতে চাচ্ছেন ? তাহলে আমাদের কাছে পাবেন, আপনার বিজনেস এর...
12/08/2025

♻️♻️আপনার মূল্যবান অনলাইন ব্যবসা প্রসারের জন্য বুস্ট বা প্রোমোটে করতে চাচ্ছেন ? তাহলে আমাদের কাছে পাবেন, আপনার বিজনেস এর সাথে মিল রেখে
📊 Advance level এ 100% সঠিকভাবে অডিয়েন্স টার্গেটিং ,সঠিক লোকেশন টার্গেটিং , ইনস্ট্যান্ট ম্যাসেজ , FAQ অপশোন এবং সঠিক এড বাজেট সিলেক্ট করে বুস্ট , প্রোমোট করে দেয়া।
♻️যা অল্প সময়ে স্বল্প ব্যায়ে অধিক কাস্টমার এর কাছে আপনার ব্যাবসার পরিচিতি বৃদ্ধি করবে , এবং অধিক রেসপন্স আশা করতে পারবেন।
আর তাই দেরি না করে বুস্ট ,প্রমোট করতে এবং ডিসকাউন্ট পেতে এখনই আমাদের পেইজে ম্যাসেজ দিন বা কল করুন। ধন্যবাদ।

☎️01810-047811

ধন্যবাদ Focus IT,আমাদের টিমের উপর আস্থা রাখার জন্য
21/10/2023

ধন্যবাদ Focus IT,
আমাদের টিমের উপর আস্থা রাখার জন্য

ধন্যবাদ Euro Star Group,আমাদের টিমের উপর আস্থা রাখার জন্য
21/10/2023

ধন্যবাদ Euro Star Group,
আমাদের টিমের উপর আস্থা রাখার জন্য

আমাদের সম্মানিত ক্লায়েন্টের Facebook পোস্ট ডিজাইন।আকর্ষণীয় ডিজাইন সার্ভিস নিতে ইনবক্স অথবা কল করুন- +880 1810-047811
26/09/2023

আমাদের সম্মানিত ক্লায়েন্টের Facebook পোস্ট ডিজাইন।
আকর্ষণীয় ডিজাইন সার্ভিস নিতে ইনবক্স অথবা কল করুন-
+880 1810-047811

আমাদের সম্মানিত ক্লায়েন্টের Facebook পোস্ট ডিজাইন।আকর্ষণীয় ডিজাইন সার্ভিস নিতে ইনবক্স অথবা কল করুন- +880 1810-047811
23/09/2023

আমাদের সম্মানিত ক্লায়েন্টের Facebook পোস্ট ডিজাইন।
আকর্ষণীয় ডিজাইন সার্ভিস নিতে ইনবক্স অথবা কল করুন-
+880 1810-047811

আপনার কি Daily আনলিমিটেড স্পেন্ডিং এড একাউন্ট দরকার?আমরা দিচ্ছি Httpool এর মতো ডেইলি আনলিমিটেড স্পেন্ডিং স্ট্রং এড একাউন...
09/07/2023

আপনার কি Daily আনলিমিটেড স্পেন্ডিং এড একাউন্ট দরকার?
আমরা দিচ্ছি Httpool এর মতো ডেইলি আনলিমিটেড স্পেন্ডিং স্ট্রং এড একাউন্ট

এই এড একাউন্টের সুবিধা:
১. সর্বনিম্ন ৫০ ডলার ডিপোজিটে এড একাউন্ট নিতে পারবেন।
২. নিজের ইচ্ছামতো এড রান করতে পারবেন।
৩. সহজে ডিজেবল হবে না।
৪. পেমেন্ট করার ৩০ মিনিটের মধ্যে ফান্ড এড একাউন্টে যোগ হয়ে যাবে।
৫. এড একাউন্ট ডিজেবল হলে ব্যালেন্স সহ রিপ্লেস দেওয়া হবে।
৬. 24/7 লাইভ সাপোর্ট

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন
01810047811

বুস্ট করছেন কিন্তু রেসপন্স পাচ্ছেন না ?👉মনে রাখবেন বুস্ট মানেই সেল নয় ♥️সেল নির্ভর করেঃ১. পণ্যের চাহিদা২. পণ্যের গুণমান...
12/06/2023

বুস্ট করছেন কিন্তু রেসপন্স পাচ্ছেন না ?
👉মনে রাখবেন বুস্ট মানেই সেল নয় ♥️
সেল নির্ভর করেঃ
১. পণ্যের চাহিদা
২. পণ্যের গুণমান
৩. পণ্যের দাম
৪. কন্টেন্ট+ ছবি
৫. টার্গেটিং সঠিক ভাবে
৬. ব্রান্ড ভ্যালু

তাই একদিন বুস্ট করেই সেল আশা করাটা নিতান্তই বোকামি।
তাহলে কি এত এত ডলার খরচের কোন দাম নেই ?
👉 জ্বি অবশ্যই আছে, টার্গেটেড বুস্টের মাধ্যমে আপনার ক্লাইন্ট কারা হতে পারে এ সম্পর্কে একটা আইডিয়া পাবেন যার দ্বারা পরবর্তীতে ঐ লোকেদের কে ফেসবুক পিক্সেল এর সাহায্যে রিটার্গেট করে কাস্টমার তৈরি করতে পারেন ।
তবে হ্যা আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা না থাকে সেক্ষেত্রে এই কাজগুলো নিজে নিজে করাটা বোকামি এর চরম পর্যায়, কারন শুধু ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। তাই উচিত সঠিক বাজেট ও প্লান নিয়ে কাজ করা।
আপনার প্রয়োজন সেল তাই সময়, টার্গেটিং ও বাজেট খুবই গুরুত্বপূর্ণ ।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন::: 01810047811

আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের অবিশ্বাস্য বুস্টিং রিপোর্ট। রিয়েল ডলার দিয়ে বিশ্বস্ততার সাথে বুস্টিং করতে পেজে ইনবক্স ক...
13/10/2022

আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের অবিশ্বাস্য বুস্টিং রিপোর্ট। রিয়েল ডলার দিয়ে বিশ্বস্ততার সাথে বুস্টিং করতে পেজে ইনবক্স করুন

Address

167/24 Matikata Road (Near ECB Chatter) Matikata
Dhaka
1206

Telephone

+8801810047811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Supreme it solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Supreme it solution:

Share