15/07/2023
ভার্সিটি পড়ুয়া সবার সাথে আজকে একটা সিক্রেট শেয়ার করি!!মুনজেরিন কিংবা রিপন কিভাবে অক্সফোর্ড এবং হাভার্ড এ চান্স পেলো জানেন? হাভার্ড কিংবা অক্সফোর্ড ফ্রি স্কলারশিপ দূরে থাক চান্স পাওয়াটা খুব বেশি সহজ কিংবা কঠিন নয়।হাভার্ড,অক্সফোর্ড এর মতো ভার্সিটি আপনার একাডেমিক রেজাল্ট যদি ১০% বিবেচনা করে,আপনার রিসার্চ পেপার আছে কি নেই সেটা বিবেচনা করে ৯০% আর! রিপন জাহাঙ্গীরনগর পড়ার সময় ২৪টি রিসার্চ পেপার পাবলিশ করে যার মাধ্যমে সে থার্ড ইয়ার এর রেজাল্ট দিয়ে এপ্লাই করে ২৪টি রিসার্চ পেপার এর জন্য হাভার্ড এ চান্স পায়।বাংলাদেশে রিপন মুনজেরিন প্রথম নয়।বিশ্বের প্রথম সারির ভার্সিটিতে অনেক বাংলাদেশী স্টুডেন্ট আছে যারা চান্স পেয়েছে শুধু রিসার্স পেপার পাবলিশ করার মাধ্যমে।রিসার্চ পেপার লিখার জন্য ৯৯% স্টুডেন্ট কিংবা শিক্ষক Turnitin একাউন্ট ইউস করে।যারা রিসার্চ পেপার চেক করে তারাও Turnitin ইউস করে।বিদেশে ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে জার্নাল এর যাচাই বাছাই এ নিয়োজিত ব্যক্তিরা Turnitin ইউস করেনা এমন ১% ও নেই।যারা শিক্ষার্থী আছে তারা Grammarly, Quillbot ইউস করে লেখার গ্রামাটিকাল মিসটেক আর ভালো ভোকাবুলারি ইউস করতে।তারপর লেখা শেষ হলে Turnitin এ চেক দিয়ে দেখে লেখায় কত % প্লেজারিজম/কপি আছে কিংবা Ai writing কিনাসেটা চেক করে।তারপর বিভিন্ন জার্নালে রিসার্চ পেপার আপলোড করে।যারা এসব টুলস ইউস না করেই আপলোড করে তাদের বেশিরভাগ লেখাই রিজেক্ট হয়।যারা রিসার্চ পেপার পাবলিশ করবেন ভার্সিটি লেভেলেই এবং বিশ্বের প্রথম সারির ভার্সিটি তে পড়ার ইচ্ছা আপনারা Turnitin+Quillbot+Grammarly দিয়ে আজকে থেকেই রিসার্চ পেপার পাবলিশ করা শুরু করে দিন।ভালো ভার্সিটিতে(টপ ৫০ভার্সিটি) চান্স পেতে হলে মিনিমাম ১০+ রিসার্চ পেপার থাকতে হবেই।একেকটা রিসার্চ পেপার ভালো ভালো প্রথম সারির জার্নাল এ পাবলিশ হতে সময় লাগে ৩মাস থেকে ১বছর পর্যন্ত।আমাদের কাছে এই ৩টা টুলই পাবেন।❤️এসব জিনিস আপনাকে কোনো বাঙালী হাতে ধরে শিখিয়ে দিবেনা,বরং চাইবে আপনি এসব তথ্য না জানুন দেশের বাইরে চান্স না পান,সবাই ব্যস্ত নিজেদের আইইএলটিএস এর কোর্স বিক্রি নিয়ে কিন্তু আইইএলটিএস ছাড়াই চান্স পাওয়া রিপন এর একাডেমিক সিজিপিএ ছিলো ৩.৪৬।