11/09/2025
পরম করুণাময়ের কাছে লাখো-কোটি শুকরিয়া। আমি ভালো আছি। অনাগত সময়টা যেন আরো ভালো কাটে। আল্লাহ-তা'আলার কাছে সর্বান্তকরণ প্রত্যাশা।
আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ আমার মতো ভালো থাকুক। ঠিক আমার মতো মৌলিক বিষয়গুলোর প্রতি চরম ধৈর্য্যশীল এবং পর্যবেক্ষণমূলক হোক। তাড়াহুড়ো ছেড়ে আরো বেশি নিয়মনিষ্ঠ হোক। আমার মতো দৃঢ়চেতা এবং নির্মোহ দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত হোক। আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ কথায় ও কাজে আমার মতো অবিচল থাকুক। সমাজের সহস্রাধিক প্রথার বিরুদ্ধতা করে টিকে থাকুক আমার মতো; ঠিক আমার মতো।
ছবিঃ- কলকে ফুল
ছবিঋণঃ- মোকাররম হোসেন