Towkir Alam

Towkir Alam I am Towkir Alam. This page is my personal blog Hi I am towkir alam.

কিংবদন্তি সেলিম আল দীন রচিত ‘দেয়াল’ নাটকের প্রথম শো'য়ের পিক। শো শেষে বক্তব্য রাখছেন আমার দীক্ষাগুরু নাসির উদ্দিন ইউসুফ ব...
17/08/2025

কিংবদন্তি সেলিম আল দীন রচিত ‘দেয়াল’ নাটকের প্রথম শো'য়ের পিক। শো শেষে বক্তব্য রাখছেন আমার দীক্ষাগুরু নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

03/08/2025
ভারতীয় কম্পোজারদের দুএকজন ব্যতীত অধিকাংশ  বেজ গিটার ব্যবহার করতে ভয় পায়। এদিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। আমাদের কম্পোজারর...
03/08/2025

ভারতীয় কম্পোজারদের দুএকজন ব্যতীত অধিকাংশ বেজ গিটার ব্যবহার করতে ভয় পায়। এদিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। আমাদের কম্পোজাররা অত্যন্ত নির্ভয়ে দুর্দান্তভাবে বেজ গিটার ব্যবহার করেন।

বেজ গিটারের ব্যবহার পুরো বিশ্বসঙ্গীতের উচ্চতাকে এক অনন্যতা দান করেছে। এর ছাঁচ বেসুরো মনে হলেও আদতে এটি সুরের গভীর বিন্দুর ক্রীড়নক। উপযুক্ত ব্যবহারে এটি সঙ্গীতকে করে তুলে ঘোরগ্রস্ত।

audio music by tutul

রূপ-অরূপের আখ্যান ‘রঙমহাল’।
23/07/2025

রূপ-অরূপের আখ্যান ‘রঙমহাল’।

23/07/2025

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে—
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে—
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে—
তখন হলুদ নদী নরম-নরম হয়
শর কাশ হোগলায়— মাঠের ভিতরে।

অথবা নাইকো ধান খেতে আর;
ব্যস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত,
শীত আর শিশিরের জল
জীবন গিয়েছে চলে আমাদের
কুড়ি-কুড়ি বছরের পার—
তখন হঠাৎ যদি মেঠে পথে পাই আমি
তোমারে আবার!

হয়তো এসেছে চাঁদ মাঝরাতে
একরাশ পাতার পিছনে
সরু-সরু কালো-কালো ডালপালা
মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের— আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!
জীবন গিয়েছে চ’লে আমাদের
কুড়ি-কুড়ি বছরের পার—
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে—
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে!
চোখের পাতার মতো নেমে চুপি
কোথায় চিলের ডানা থামে—
সোনালি-সোনালি চিল—
শিশির শিকার ক’রে নিয়ে গেছে তারে—
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি
হঠাৎ তোমারে!
[কুড়ি বছর পরে/বনলতা সেন]

19/07/2025

Provided to YouTube by Sa Re Ga MaNagarik Kabiyal · Kabir SumanGaanola Kabir SumanReleased on: 1991-12-01Auto-generated by YouTube.

19/07/2025

বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টানতীরের ফলায় তবু বিষ নয় লালনের গানসে-গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলোছলোএ যদি আম.....

ফুল, তুমি কী আমায় ভালোবাসো? নীলাভ আকাশ ছুঁয়ে মেঘের কোলে রোজ হাসো? ফুল, তুমি কী সবুজ রোদে ঢলে পড়ো? বাতাসে ভাসো?
18/07/2025

ফুল, তুমি কী আমায় ভালোবাসো? নীলাভ আকাশ ছুঁয়ে মেঘের কোলে রোজ হাসো? ফুল, তুমি কী সবুজ রোদে ঢলে পড়ো? বাতাসে ভাসো?

তখন ঢাকায় নতুন এসেছি। রোজ বিকেলে মানুষটার সাথে দেখা হতো। তিনি চলতেন মোটরকারে, আমি পায়ে হেঁটে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম...
18/07/2025

তখন ঢাকায় নতুন এসেছি। রোজ বিকেলে মানুষটার সাথে দেখা হতো। তিনি চলতেন মোটরকারে, আমি পায়ে হেঁটে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম। চিনতে পারতাম না। হঠাৎ একদিন চিনতে পারলাম। ততদিনে তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে এসে গেছেন। তার মাসখানেক পরে হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

তিনি আলাউদ্দিন আলীর ভাইগ্না ছিলেন বলে নয়। একজন মানসম্পন্ন কম্পোজার হিসেবেই তাকে চিনেছি। গত তিন/চার দশকে আমাদের বাংলা গানে যে অল্প কিছু মূল্যবান সুর তৈরি হয়েছে তার মধ্যে এই মানুষটার গান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমার এ কথার সাথে তারাই একমত হবেন যারা বেস্ট কম্পোজিশন বেজ সুরের চর্চা করেন এবং শুনেন।

আলী আকবর রুপু মারা গেলেন। কোথাও কোনো বড় রকমের নিউজ হলো না। কেউ আলোচনাসভার আয়োজন করলেন না। বুদ্ধিজীবিরা পত্রিকার পাতা ভরে কলাম লিখলেন না। তার সৃষ্ট অতিমূল্যবান গানগুলো নিয়ে কেউ মুখ খুললেন না। তিনি নিভৃতেই রয়ে গেলেন। আজ এতকাল পরেও কেবলি মনে হয় পৃথিবীটা শুধু পাগল ছাগলের আখড়া। এখানে ডাস্টবিন ভর্তি সাত শত কোটি মানুষের বাস। যারা কেবলি নিজেদের সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে করে। আর মূল্যবান মানুষগুলিকে গুরুত্বহীন মানুষ বানিয়ে ওরা হীরে-জহরতের খোজে মিছে মরে। এই হলো মনুষ্যজাতি।

17/07/2025

"অমরত্বের প্রত্যাশা নেই" Full Lyrics Song. Movie Name: JaatishwarSong: Omorotter Prottasha NeiSinger: Kabir SumanStar: Prosenjit ...

Address

Uttar Jamalpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Towkir Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Towkir Alam:

Share