পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া

পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া ❤দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম সম্পর্ক আর কিছুই নেই❤
ইবনে মাজাহ ১৮৪৭ আপনাদের সেবাই আমাদের লক্ষ।

আপনারা সবাই তাদের  জন্য দোয়া  করবেন।
09/06/2025

আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

Beautiful Ten Tk Note.
31/05/2025

Beautiful Ten Tk Note.

একবার পড়ে দেখবেন প্লিজ। শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্য...
16/05/2025

একবার পড়ে দেখবেন প্লিজ। শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি...
লেখাটা পড়ার পর কেমন লাগলো, কমেন্টে জানাবেন ।
ধন্যবাদ

Big shout out to my newest top fans! 💎 Mehedi Mollah, Alamin Arafat Rodh, Lutfor Rahman, স্বপ্ন বালক, Robiul IslamDrop a...
01/05/2025

Big shout out to my newest top fans! 💎 Mehedi Mollah, Alamin Arafat Rodh, Lutfor Rahman, স্বপ্ন বালক, Robiul Islam

Drop a comment to welcome them to our community,

26/04/2025

কেমন লাগলো ভিডিও টা জানাবেন।

স্বামী-স্ত্রী কখনো দীর্ঘদিন দূরে থাকবেন না।বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিস্বাস করুন ভালো থাকা...
05/04/2025

স্বামী-স্ত্রী কখনো দীর্ঘদিন দূরে থাকবেন না।
বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিস্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই। দরকার আপনার ভালোবাসার।
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!
এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৫০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে ঘরে ফিরে তার সামনে জল দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে।
কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়।
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘস্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না।.
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন। কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন। উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন।
আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে।
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে বাজারে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে।
সে আপনার আদর্শে বড় হবে। তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না। বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে।
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময়।
এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না।

জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে। দেখে না শুধু আপনাকে।
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায়। এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে!
হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা!
আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা!

সংগৃহীত

জীবন যাপনের জন্য আর্থিক ভাবে স্বচ্ছল হওয়ার দরকার আছে। তবে, অনেক বেশি টাকা উপার্জন করতে গিয়ে বছরের পর বছর পরিবারের থেকে দুরে থাকাও উচিত নয়।

কর্মের জন্য যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে তাদের উচিত বিয়ের আগেই যাওয়া এবং কয়েক বছর পর একেবারে দেশে ফিরে বিয়ে করা।

আর যারা বিয়ের পর বিদেশে যায় তাদের উচিত একটা নির্দিষ্ট সময় পরে দেশে ফিরে আসা অথবা সুযোগ থাকলে পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যাওয়া।
Copied.

Assalamu Alaikum 😚 I,m MuslimI need friends :(বন্ধু চাই)WhatsApp link in Bio "Form Lahore🇵🇰noora.khani10
18/03/2025

Assalamu Alaikum 😚
I,m Muslim
I need friends :(বন্ধু চাই)
WhatsApp link in Bio "
Form Lahore🇵🇰
noora.khani10

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার w...
11/03/2025

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

ছাত্রীদের জন্য বিশেষ সত*র্কবার্তা ⚠️প্রিয় ছাত্রীরা, নিজের নিরা*পত্তার জন্য সর্বদা সতর্ক থাকুন!✅আপনার ছেলে বন্ধু বা BF থ...
09/03/2025

ছাত্রীদের জন্য বিশেষ সত*র্কবার্তা ⚠️
প্রিয় ছাত্রীরা, নিজের নিরা*পত্তার জন্য সর্বদা সতর্ক থাকুন!
✅আপনার ছেলে বন্ধু বা BF থাকলে তাদের সাথে কোথাও ঘুরতে যাবেন না। আবেগে পরে গেলে সতিত্ব হারাবেন । কেনো না পুরুষ একজন প্রাপ্ত বয়স্ক তার মেয়ে বান্ধবী বা জি এফ কে একা পেল সে তার মনের খায়েশ মিটাইবেই।
✅কারো সাথে রিলেশন থাকলে বেকআপ করে ফিরে আসুন তওবা করে।
কেনো না এটা হারাম যেনা সমতুল্য পাপ। আল্লাহ তায়ালা নিষেধ করেছে।
ফিরে না আসতে পারলে আপনার বি এফ কে বলুন বাসায় প্রস্তাব নিয়ে আসতে।যদি বলে বেকার আপনি বলবেন বেকার অবস্থায় পেম করতে পারো বিয়ে করলে সমস্যা কি।
🥹মনে রাখবেন হারামে আরাম নেই।। বিয়ার আগে রিলেশন হারাম।।
১. স্কুল-কলেজ বা কোচিংয়ে আসা-যাওয়ার সময় জনসমাগমপূর্ণ রাস্তা ব্যবহার করুন। প্রয়োজনে পরিবারকে জানান কোন রুটে যাচ্ছেন।
২. সন্ধ্যার পর একা বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। খুব জরুরি হলে পরিবারের কাউকে সঙ্গে রাখুন।
৩. রিকশা, অটো, সিএনজি বা বাসে ওঠার আগে নিশ্চিত করুন সেখানে অন্য নারী যাত্রী আছেন কিনা। একা হলে অন্য যানবাহন নিন।
৪. মোবাইল ফোন ব্যবহার সীমিত করুন। রাস্তায় হাঁটার সময় বা বাহনে বসে মোবাইল স্ক্রিনে না তাকিয়ে চারপাশে খেয়াল রাখুন।
৫. নিজেকে র*ক্ষার জন্য প্রস্তুত থাকুন। ব্যাগে স্প্রে,বা আত্ম*রক্ষার জন্য শক্ত কিছু রাখুন। প্রয়োজনে আত্ম*রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিন।
৬. অপরিচিত স্থানে একা যাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি বন্ধ রাখুন।
৭. পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। বিপদে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।
✅সর্রোপুরি অভিবাবকেরা আরো সচেতন হন,আপনার মেয়েকে চোখে চোখে রাখুন সে ফোন দিয়ে সারাদিন কি করে খোঁজ নেন।সম্ভব হলে অনার্সের আগে এন্ড্রয়েড ফোন দিয়েন না।
মেসে বা হোস্টেলে দিলেও খোঁজ নেন।
আর প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে বিয়ে দিয়ে দেন,বিয়ার পরেও পড়াশোনা করা যায়।
✅ নিজেকে সুরক্ষিত রাখুন, আত্মবিশ্বাসী হন, এবং কখনোই ভয় পাবেন না! 💪🔥
পোস্ট টা #শেয়ার করে ছড়িয়ে দেন,আপনার পোস্ট টা পড়ে কেউ সচেতন হতে পারে।
ধন্যবাদ

এবার বিয়ে করলেন তামিমার সাবেক স্বামী- রাকিব হাসান #লোকটার জন্য মায়া হয়।  Pray for him.
03/03/2025

এবার বিয়ে করলেন তামিমার সাবেক স্বামী- রাকিব হাসান
#লোকটার জন্য মায়া হয়।
Pray for him.

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাত্রচাই/পাত্রীচাই মিডিয়া:

Share