Rupshaj Lifestyle

Rupshaj Lifestyle Content Creator | Digital Marketer | Brand Promoter
(1)

যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন একবার স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম। এখনো মনে আছে সেই কথা😜...
08/10/2025

যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন একবার স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম। এখনো মনে আছে সেই কথা😜 বোকার মত স্কুলের ড্রেস পরেই ঘুরতে গিয়েছিলাম পার্কে।
সকাল থাকায় সেই পার্কে হাঁটতে গিয়েছিল আমাদের পাশের বাসার এক আন্টি। আমাকে দেখার সাথে সাথেই মাকে ফোন। তারপর মা পার্কে পৌঁছে সবার সামনে শুরু করলে তুমুল মাইর। যা ছিল বলার বাহিরে। আজকে আমার বয়স ২৫। আজও সিঙ্গেল কেউ প্রপোজ করলে সেই মাইরের ভয়েও কারো প্রপোজ একসেপ্ট করি না🤧🤧। আর মা বলছে এত বড় হয়ে গেছিস না করছিস প্রেম না করছিস বিয়ে। 💔

বলুন তো আপনারা এখন কি করা যায়?? 🙂

সারা বাংলাদেশ এ ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমাদের ১০০% অরিজিনাল ব্রে"স্ট ক্রিম।

ছোটবেলায় সবার জীবনে কমবেশি কাহিনী আছে। আমার জীবনেও আছে। ক্লাস এইট থেকে নাইন এমন একটা বয়স সবাই কমবেশি ভুল করে | আমার এখ...
08/10/2025

ছোটবেলায় সবার জীবনে কমবেশি কাহিনী আছে। আমার জীবনেও আছে। ক্লাস এইট থেকে নাইন এমন একটা বয়স সবাই কমবেশি ভুল করে | আমার এখনো মনে আছে, ক্লাস এইটে থাকতে টিফিনের টাকা জমিয়ে একটা ছোট বাটন ফোন কিনি বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য | মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে সবাই ঘুমিয়ে গেলে কথা বলতাম। একদিন ভুলে সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ রিং বাজলো ঠিক মায়ের সামনে, এ দেখে মা যে কি বকা আর কি মাইর টা দিল |তারপর থেকে জীবনে প্রেম আর করিনি গাইজ🥲🥲🥲|
আপনাদের সাথেও কি এমন কাহিনী হয়েছে??💔 🙂

বাই দা রাস্তা,আমার মতো গ্লোয়িং এবং স্মুথ স্কিন পেতে আজই নিয়ে নিন Centella Skin1004 Tone Brightening Ampoule🥰

আমার ভার্সিটি বাসা থেকে বেশ খানিকটা দূরে । প্রতিদিন বাসে ধাক্কা খেয়ে যেতে হয়🥲। বাস স্টপও বাসা থেকে ৭/৮ মিনিটের রাস্তা ।প...
08/10/2025

আমার ভার্সিটি বাসা থেকে বেশ খানিকটা দূরে । প্রতিদিন বাসে ধাক্কা খেয়ে যেতে হয়🥲। বাস স্টপও বাসা থেকে ৭/৮ মিনিটের রাস্তা ।পায়ে হেটেই যাই কিন্তু আজ কাল যেই পরিমানের রোদ পড়েছে তাতে আমি কালো কয়লার মতো হয়ে যাচ্ছি।তাছাড়া সামনেই নিউ ই‍য়ার,কেউ আবার কয়লা মনে করে কিনে আবার না নেয়🤧 । এই ভয়েই ফেইসবুক ঘাটতে ঘাটতে নতুন এক সাবান দেখতে পেলাম নাম নাকি kojie San Soap । এতে রয়েছে কোজিক এসিড যা আমাদের সান ট্যান রিমুভ করে । শুধু ফেইস নয়, বডিকেও করে তুলে উজ্জ্বল । ভাবলাম একটা কিনেই দেখি । আজ ১ সপ্তাহ ধরে ইউজ করছি আর তফাৎ আমার সামনেই। স্কিন আগের তুলনায় অনেক ব্রাইট হয়েছে😱 ।এই যাত্রায় বারবিকিউ হওয়া থেকে বেচেঁ গেলাম।😉

তাই আপনিও যদি বাচঁতে চান তাহলে দ্রুতই আমাদের Kojie San Soap ব‍্যাবহার করুন । না হয় কবে জানি আপনাকেও কয়লা ভেবে নেয়।🙃

ঢাকার এক গরম দুপুর। বিশ্ববিদ্যালয়ে পড়া আমি প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত বাইরে থাকে। রোদে ঘুরে বেড়ানো তার খুব পছন...
07/10/2025

ঢাকার এক গরম দুপুর। বিশ্ববিদ্যালয়ে পড়া আমি প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত বাইরে থাকে। রোদে ঘুরে বেড়ানো তার খুব পছন্দ। বন্ধুরা প্রায়ই বলে,
— একটু সানস্ক্রিন লাগাও না! রোদে ত্বক পুড়ে যাবে।”

আনি হেসে উড়িয়ে দেয়,
— “আরে, আমি তো কালো হচ্ছি না, সানস্ক্রিনের দরকার কী?”

কিছুদিন পর গাল আর নাকে বাদামি দাগ দেখা দিল। ত্বক শুকিয়ে রুক্ষ হয়ে গেল। রোদে বেরোলেই জ্বালাপোড়া অনুভব হয়। শেষে সে ডার্মাটোলজিস্টের কাছে গেলাম।

ডাক্তার বললেন,
— “তুমি প্রতিদিন সূর্যের অতিবেগুনি রশ্মির (UV rays) নিচে থাকো, এগুলো ত্বকের কোষ নষ্ট করে। এতে আগাম বয়সের ছাপ, দাগ এমনকি ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। সানস্ক্রিনই হলো এর সবচেয়ে সহজ প্রতিরক্ষা।”

ডাক্তার বুঝিয়ে দিলেন কিভাবে SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন রোদে যাওয়ার ১৫–২০ মিনিট আগে লাগাতে হয়, এবং ঘামলে বা ধোয়ার পর আবার প্রয়োগ করতে হয়।

এরপর থেকে আমি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করে। কয়েক সপ্তাহের মধ্যেই ত্বক আগের মতো উজ্জ্বল আর মসৃণ হয়ে ওঠে। বন্ধুরা অবাক হয়ে দেখে, এখন সবাইকে মনে করিয়ে দেই—

“সানস্ক্রিন শুধু ফর্সা থাকার জন্য নয়, ত্বককে সুস্থ রাখার জন্য।”



নৈতিকতা:
সানস্ক্রিন ব্যবহার করা বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। সূর্যের আলো আমাদের জীবনের উৎস, কিন্তু তার অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে সুরক্ষিত রাখাই বুদ্ধিমানের কাজ।

প্রতিদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়াই। চোখ দুটো আমার একসময় ছিলো টলটলে, হাসিতে ভরা। কিন্তু এখন ক্লান্ত লাগে — রাত জাগা...
07/10/2025

প্রতিদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়াই। চোখ দুটো আমার একসময় ছিলো টলটলে, হাসিতে ভরা। কিন্তু এখন ক্লান্ত লাগে — রাত জাগা, কাজের চাপ, আর একটু নিজের যত্ন না নেওয়ার ফল।

একদিন অফিসের সহকর্মী সায়ন্তী বলল,
“তুই এত পরিশ্রম করিস, একটু নিজের খেয়াল রাখ। এই ছোট্ট আই ক্রিমটা ব্যবহার করে দেখ, খুব ভালো।”

আমি হেসে বললাম , “একটা ক্রিমে কী এমন হবে?”
কিন্তু রাতে ঘুমানোর আগে আমি একটু লাগিয়ে ফেললাম।

প্রথম রাতে কিছুই টের পেল না।
দ্বিতীয় রাতে মনে হলো চোখের চারপাশটা একটু ঠান্ডা লাগছে।
তৃতীয় দিনে আমি হাসলাম — অনেকদিন পর নিজের চোখের দিকে তাকিয়ে।

সেই ছোট্ট আই ক্রিমটা যেন শুধু ত্বক নয়, মনেও একরকম যত্নের ছোঁয়া দিয়েছিল।
আমি বুঝলাম— যত্ন মানে শুধু সাজ নয়, নিজেকে ভালোবাসা।
চোখের নিচে যে অন্ধকার জমে, তা আলোর মতো মুছে দেয় একটুখানি যত্ন।

এরপর থেকে প্রতিদিন রাতে আমি সেই 3w clinic আই ক্রিমটা লাগাই। শুধু সুন্দর থাকার জন্য নয়, নিজের চোখ দুটোকে আবার হাসাতে।

ইনবক্স থেকে কাস্টমারের এত সুন্দর রিভিউ পেয়ে আপনাদের সাথে শেয়ার করার লোভ আর সামলাতে পারলাম না 😉😉।সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আই ক্রিম।সবগুলো ফ্লেভার আমাদের কাছে এভেলেবেল আছে। 🥰

ছোট বেলায়  সব সময় গোসলে গেলে ভয়ে ভয়ে থাকতাম, কে কখন জানি বাথরুমের জানালা দিয়ে উকি দিচ্ছে।  কে জানি আমাকে দেখছে ।মাঝে মাঝ...
07/10/2025

ছোট বেলায় সব সময় গোসলে গেলে ভয়ে ভয়ে থাকতাম, কে কখন জানি বাথরুমের জানালা দিয়ে উকি দিচ্ছে। কে জানি আমাকে দেখছে ।মাঝে মাঝে মা কে দাড়া করিয়ে রাখতাম বাথরুমের বাহিরে।🥲

কিন্তু আজ কাল এই ভয় আর নেই শুধু একটাই ভয় কোনো অনুষ্টানের আগে পিম্পল যেন উকি না দেয়🥴🥴🥴

বি.দ্র. প্রতি অনুষ্টানের আগে পিম্পল আমার মুখে উকি দেয়। আপনাদেরও কি সেম🙂?

07/10/2025

শুধুমাত্র একটা ভালো সানস্ক্রিন এর অভাবে কি আপনার ব্রেকআপ হয়ে যাচ্ছে?? 🧐🧐তাহলে আজই নিয়ে নিন Nature Plus Sunblock😉

মোহাম্মদপুরের চোরেরা এমন লেভেলের এক্সপার্ট হয়ে গেছে, মনে হয় আমার স্কিনের গ্লোও তারা প্যাক করে নিয়ে গেছে! 😩তার ওপর ঢাক...
06/10/2025

মোহাম্মদপুরের চোরেরা এমন লেভেলের এক্সপার্ট হয়ে গেছে, মনে হয় আমার স্কিনের গ্লোও তারা প্যাক করে নিয়ে গেছে! 😩
তার ওপর ঢাকা উদ্যানের ধূলাবালি এমন আচরণ করছে, যেন ওদের একমাত্র মিশন আমার স্কিনকে ‘ম্যাট ফিনিশ’ বানানো! 💨
হাজার হাজার টাকার স্কিন কেয়ার ব্যবহার করেও গ্লোটা গায়েব — একদম মিরাকল!
বলুন তো, কোথায় পাব সেই চোরটাকে, যে আমার গ্লো চুরি করে এখন হয়তো ফর্সা ফিল্টার দিয়ে টিকটক বানাচ্ছে?” 😂

Yogurt Milk Whitening Underarm Cream এর এতো সুন্দর কাস্টমার রিভিউ আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না😉😉😉।সাথে সারা বাংলাদেশে ফ্রী ডেলিভারিত থাকছেই 😱😱

আমাদের পেইজে এমন তিন-চারজন আপু আছেন,যারা মাসে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার প্রোডাক্ট অর্ড...
06/10/2025

আমাদের পেইজে এমন তিন-চারজন আপু আছেন,
যারা মাসে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার প্রোডাক্ট অর্ডার করেন 😳💅

একদিন কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করলাম –
“আপু, এত প্রোডাক্ট কেন নেন? বিজনেস করেন নাকি?”

আপু হেসে বললেন –
“না আপু, আমার বাসা ঢাকা উদ্যানে 😌”

😅 বিশেষ দ্রষ্টব্যঃ
ঢাকা উদ্যানে যে পরিমাণ বালি ,
সেখানে থাকলে আলাদা করে গোসল করারও দরকার হয় না —
স্ক্রাব, এক্সফোলিয়েশন, সব ফ্রি সার্ভিসেই মিলে যায়! 🌞🏖️🤣🤣🤣🤣

যাইহোক আমাদের এই স্ট্রেচ মার্ক রি/মুভার ক্রিম কিন্তু এখন ফ্রী ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন। মা*তৃত্বজনিত ফা*টা দা*গ সহ শরীরের যে কোন ফা/টা দা*গ দূর হবে এখন নিমিষেই 😘😘😘

মিষ্টি সবসময়ই নিজের চেহারাটা নিয়ে একটু বেশি সচেতন ছিল। ছোটবেলা থেকে সবাই বলত —“তুমি তো বেশ ফর্সা, একদম পুতুলের মতো!”কি...
05/10/2025

মিষ্টি সবসময়ই নিজের চেহারাটা নিয়ে একটু বেশি সচেতন ছিল। ছোটবেলা থেকে সবাই বলত —
“তুমি তো বেশ ফর্সা, একদম পুতুলের মতো!”

কিন্তু বড় হওয়ার পর থেকে একটা জিনিস নিয়ে তার ভীষণ অস্বস্তি — তার আন্ডারআর্ম। যতই যত্ন করুক, সেই জায়গাটা কালচে হয়ে গেছে। কলেজে বান্ধবীরা মাঝে মাঝে হাতকাটা জামা পরে ছবি তুলত, আর মিষ্টি সবসময় স্লিভসওয়ালা টপ পরেই থাকত।

একদিন তার প্রিয় বান্ধবী নীলা হেসে বলল,
— “তুই এমন লজ্জা পাচ্ছিস কেন? তোর আন্ডারআর্ম কালো মানেই কি তুই কম সুন্দর?”

কথাটা মিষ্টির মনে দাগ কেটে গেল। সে বুঝতে পারল, এতদিন সে নিজের শরীর নিয়ে যতটা ‘লজ্জা’ পাচ্ছিল, সেটা আসলে সমাজের তৈরি করা একটা ভয়।

এরপর থেকে মিষ্টি নিজের যত্ন নিতে শুরু করল — কিন্তু ‘সাদা করার’ জন্য নয়, নিজের স্বাস্থ্যের জন্য। সে প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করল, ডিওডোরান্ট বদলাল, সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসা শুরু করল।

কয়েক মাস পরে সে একদিন আত্মবিশ্বাসের সঙ্গে হাতকাটা জামা পরে কলেজে গেল। কেউ কিছু বলল না, কিন্তু মিষ্টির মনে হচ্ছিল — আজ সে নিজের একটা বাঁধন ভেঙে ফেলেছে।



শিক্ষা:

সুন্দর মানে ফর্সা বা নিখুঁত ত্বক নয়। নিজের শরীরের প্রতিটা অংশই ভালোবাসতে শেখা – সেটাই আসল আত্মবিশ্বাস।

এখন সারা বাংলাদেশে ডেলিভারিতে পেয়ে যাচ্ছেনা আমাদের কাছে Yogurt Milk Whitening Underarm Cream। তাই দেরি না করে আজই অর্ডার করুন।

সবাই এই স্ট্রেচমার্ক রিমুভার ক্রিম ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন 🥰
04/10/2025

সবাই এই স্ট্রেচমার্ক রিমুভার ক্রিম ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন 🥰

Address

Jonaki Road, Mirpur 1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupshaj Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupshaj Lifestyle:

Share