08/10/2025
যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন একবার স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম। এখনো মনে আছে সেই কথা😜 বোকার মত স্কুলের ড্রেস পরেই ঘুরতে গিয়েছিলাম পার্কে।
সকাল থাকায় সেই পার্কে হাঁটতে গিয়েছিল আমাদের পাশের বাসার এক আন্টি। আমাকে দেখার সাথে সাথেই মাকে ফোন। তারপর মা পার্কে পৌঁছে সবার সামনে শুরু করলে তুমুল মাইর। যা ছিল বলার বাহিরে। আজকে আমার বয়স ২৫। আজও সিঙ্গেল কেউ প্রপোজ করলে সেই মাইরের ভয়েও কারো প্রপোজ একসেপ্ট করি না🤧🤧। আর মা বলছে এত বড় হয়ে গেছিস না করছিস প্রেম না করছিস বিয়ে। 💔
বলুন তো আপনারা এখন কি করা যায়?? 🙂
সারা বাংলাদেশ এ ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমাদের ১০০% অরিজিনাল ব্রে"স্ট ক্রিম।