21/04/2025
কোন প্রতিশ্রুতিটা একটা মানুষকে পরিপূর্ণভাবে সুখী করতে পারে...???
১| কেউ বলে কোন দিন এমন কোন আবদার করোনা যেটা পূরন করতে না পেরে তোমাকে কষ্ট দিবো তাছাড়া তোমাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করবো আর আজ থেকে সবি তোমার আমার বলতে তুমি ছাড়া কিছুই নেই..!!!
২| আর কেউ বলে পৃথিবীর সমস্ত সুখ তোমাকে দিবো , তোমার দুঃখের দিন শেষ,তোমাকে অনেক পরিবর্তন করে ফেলবো, তোমাকে আমি আমার মত করে চালাবো আমার মতো করে সাজাবো , তোমার ভালো-মন্দ শুধু আমি বুঝবো.....!!!