06/08/2024
কী দরকার ছিলো আপনার ১৪ লক্ষ ভূমিহীন-ঘরহীন মানুষকে জমি সহ পাকা ঘর তৈরি করে দেওয়া?
কী দরকার ছিলো ২৫% মানুষকে দারিদ্র্য সীমার নিচে বের করে আনার?
কী দরকার ছিলো দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা?
কী দরকার ছিলো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করার?
কী দরকার ছিলো ৬০ বিলিয়ন জিডিপির দেশকে ৪৬০ বিলিয়ন ডলারের জিডিপির দেশে উন্নীত করার?
কী দরকার ছিলো ভারতের সাথে ছিটমহল সমস্যার সমাধান করার?
কী দরকার ছিলো দেশের সমূদ্রসীমা বাড়ানোর?
কী দরকার ছিলো মুক্তিযুদ্ধের স্টজিক ইতিহাস ফিরিয়ে আনার?
কী দরকার ছিলো রাজাকারের বিচার করার?
কী দরকার ছিলো বঙ্গবন্ধু হত্যার বিচার করার?
কী দরকার ছিলো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎকে ষোল হাজার মেগাওয়াটে উন্নীত করার?
কী দরকার ছিলো ৬০০ ডলার মাথাপিছু আয়কে ২৮০০ ডলারে উন্নীত করার?
কী দরকার ছিলো প্রতি বছর বিনামূল্যে ৩৫ কোটি বই বিতরণের?
কী দরকার ছিলো পদ্মা সেতু বানানোর?
কী দরকার ছিলো বঙ্গবন্ধু টানেল করার?
কী দরকার ছিলো মেট্রোরেল তৈরি করার?
কী দরকার ছিলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করার?
কী দরকার ছিলো শত শত কিলোমিটার নতুন রেলপথ তৈরি করার?
কী দরকার ছিলো শত শত কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরি করার?
কী দরকার ছিলো ঢাকা শহরে ব্রডগেজ রেল পৌঁছানোর ব্যাবস্থা করার?
কী দরকার ছিলো দুইশো লোকোমোটিভ ক্রয়ের?
কী দরকার ছিলো পাঁচ ছয়শো নতুন রেল কোচ কেনার?
কী দরকার ছিলো এতো নতুন নতুন সমূদ্র বন্দর তৈরি করার?
কী দরকার ছিলো এলএনজি টার্মিনাল তৈরি করার?
কী দরকার ছিলো এতোগুলি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করার?
কী দরকার ছিলো এতোগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি করার?
কী দরকার ছিলো প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্র ছাত্রী হল তৈরি করার?
কী দরকার ছিলো এতোগুলি নতুন টিভি চ্যানেল দিয়ে অবাধ বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলার সুবিধা করে দেওয়ার?
কী দরকার ছিলো দেশের মানুষকে এতো ডিজিটাল সুযোগ সুবিধার এক্সেস তৈরি করে দেওয়ার?
আমরা তুক্কার জাতি। আমরা এসবের উপযুক্ত না। আমাদেরকে সেই ২০০১-২০০৬ মেয়াদের মতো অন্ধকার যুগ ফিরিয়ে দিন।
আপনি ব্যার্থ নেত্রী কারণ বাঙালি ভালোবাসা মূল্য বুঝে না,
বেত্রহস্ত,
শোষণ,
ভিক্ষুক জাতি হিসেবে শুনতে ভালো লাগে।
তুমি ব্যর্থ এতোগুলা মসজিদ, তৈরি করার পরে-ও কিছু শ্রেণী বলে তোমার লবন বেশি হয়েছে,
এক শ্রেণীর মানুষ তোমার ক্ষমতাচ্যুতের খবরের অপেক্ষায় কখন মিষ্টি বিলিয়ে যাবে!!
তুমি আজ তোমাকে নিয়ে ভাবো।