ক্যাম্পাস সময়

ক্যাম্পাস সময় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্যাম্পাস সময়, Media/News Company, Kafrul, Dhaka.

আবার সেই কামরুজ্জামান
17/08/2024

আবার সেই কামরুজ্জামান

রমজানুল মোবারাক
12/03/2024

রমজানুল মোবারাক

বশেমুরবিপ্রবি উপাচার্যের নিয়মবহির্ভূত নিয়োগ বাণিজ্যের পোস্ট দিচ্ছি। অবাক করা কান্ড হলো বশেমুরবিপ্রবি পরিবার গ্রুপ আমাদের...
22/02/2024

বশেমুরবিপ্রবি উপাচার্যের নিয়মবহির্ভূত নিয়োগ বাণিজ্যের পোস্ট দিচ্ছি। অবাক করা কান্ড হলো বশেমুরবিপ্রবি পরিবার গ্রুপ আমাদের পেইজটাই গ্রুপে জয়েন হতে দেয় নি। এরচেয়েও অবাক কান্ড বিশ্ববিদ্যালয়ের কথিত সাংবাদিক সংগঠনগুলা যারা বিশ্ববিদ্যালয়ের ভবনে পাখি বসলেও আপডেট দেয়। অথচ প্রত্যেকটা বাণিজ্যের কাগজপত্র সহ পোস্ট দিচ্ছি। কোনো ভুয়া পোস্ট না,সম্পূর্ণ কাগজপত্র প্রমাণসহ। অথচ কিছু না হতেই পোস্ট দেয়া সাংবাদিক সংগঠনগুলো একটাও এ বিষয়ে পোস্ট দেয় নি। শুধু তাই না। এই রবির ভাইকে যখন অবৈধভাবে নিয়োগ দেয়, তার আগের রাতে ক্যাম্পাসের এক সাংবাদিককে রাত ২ টায় বালুরমাঠে নিয়ে গিয়ে ২০০ টাকা আর এক প্যাকেট বেনসন সিগারেট দেয়। তাতেই মুখবন্ধ। নিয়োগের আগেরদিনের সংশ্লিষ্ট জায়গার মাঝরাতের সিসিটিভি ফুটেজ দেখলেই দেখা যাবে। আমাদের কাছে সংরক্ষিত আছে সে ছবি। যেখানে পাশেই পাহারা দিতে দেখা যায় কর্মচারী ও ভিসির বাংলোতে থাকা রণকে। কথার মারপ্যাঁচে অবৈধ নিয়োগে সয়লাব করে ফেলানো এই উপাচার্য, প্রক্টর ও তার সেনাপতি কর্মকর্তাদের ইতোমধ্যে ২ টি নথি প্রকাশ করলেও কোনো সাংবাদিক প্রকাশ করে নি। আমরা আরো কল রেকর্ড, ভিডিও ও নথি প্রকাশ করবো। সবাই সাথে থাকবেন। সাথে দেখাব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নিয়োগের আগে প্রক্টর কিভাবে তার প্রার্থীর নাম সুপারিশ করে। দেখাব,নিয়োগের আগের রাতে বাংলোতে কারা অবস্থান করে। বালু ফেলানো আর গাছ লাগানোর নামে কত টাকা নয়ছয় হচ্ছে। নিয়োগের নামে ২০ লাখ টাকা কে নিচ্ছে,কোন সাংবাদিকই বা যাচ্ছে বালুরমাঠে মাঝরাতে, কারাই বা অতিরিক্ত সুবিধা পেয়ে মুখে কুলুপ এটেছে।

৩৬ বছর বয়সে সরকারি চাকরি বশেমুরবিপ্রবিতে!বশেমুরবিপ্রবি উপাচার্যের পিএস আলমগীরের ভাইয়ের পর নিয়োগ দেয়া হয়েছে পিএস-২ খ্যাত ...
22/02/2024

৩৬ বছর বয়সে সরকারি চাকরি বশেমুরবিপ্রবিতে!
বশেমুরবিপ্রবি উপাচার্যের পিএস আলমগীরের ভাইয়ের পর নিয়োগ দেয়া হয়েছে পিএস-২ খ্যাত উপাচার্য দপ্তরের সেকশন অফিসার রবির ভাইকে। তার বয়স ৩৬ হলেও তাকে নিয়োগ দেয়া হয়েছে। শুধু শর্তই ভঙ্গ করে নি,বাছাইবোর্ডে বাদ দেয়ার পরেও সম্পূর্ণ অনিয়ম করে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সম্পূর্ণ দলিলপত্র, কল রেকর্ড, টাকা লেনদেনের প্রমাণসহ ২১ পর্বের ১৩ টি নিয়োগ বাণিজ্যের সিরিজ রিপোর্ট পেতে পেইজটিতে লাইক দিয়ে রাখুন।
এর আগে লিফলেট ছড়িয়ে পড়ে নিয়োগ বাণিজ্যের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো ওই লিফলেটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, পিএস আলমগীর, পিএস -২ রবি, মেইনগেটসহ বিভিন্ন প্রজেক্টের প্ল্যানিং দপ্তরের কর্মকর্তা সুমনের নাম আসে নিয়োগ বাণিজ্য ও আর্থিক অনিয়মে।
পরবর্তী বেশকিছু নিয়োগ নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শেষ অব্দি চলমান আছে তদন্ত কর্মকান্ড। তবে অজ্ঞাত কারণে নীরব সাংবাদিকরা।

বশেমুরবিপ্রবি উপাচার্যের পিএস-১,পিএস-২ দুইজনের ভাইকেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। শুধু স্বজনপ্রীতি নিয়োগই না,নিয়োগ ...
21/02/2024

বশেমুরবিপ্রবি উপাচার্যের পিএস-১,পিএস-২ দুইজনের ভাইকেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। শুধু স্বজনপ্রীতি নিয়োগই না,নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম ভঙ্গ করে ২ জনের ভাইকেই দেয়া হয়েছে নিয়োগ।
এছাড়া একাধিক লিফলেট ও চিঠিতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যতে ২ জন শিক্ষক ও ৪ জন কর্মকর্তার নাম প্রকাশ করা হয়। যার ভেতরে রয়েছে এই দুই কর্মকর্তা।
অজ্ঞাত কারণে বশেমুরবিপ্রবির সাংবাদিকরা নীরব আছে। সাংবাদিকদের ম্যানেজ করে ২ পিএস ২ ভাইকে নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম ভঙ্গ করে ও নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা ছাড়াই নিয়োগ দিয়েছেন।

আজ আবারও দ্বন্দ্বে লিপ্ত হন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির গত কমিটির সদস্য ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং শ...
15/02/2024

আজ আবারও দ্বন্দ্বে লিপ্ত হন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির গত কমিটির সদস্য ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্য, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা।
দুই জনের মধ্যে আজ বিভাগে তীব্র বাদানুবাদ দেখতে পান শিক্ষার্থী ও শিক্ষকরা। সকলের সামনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়লেও তাদের মধ্যে হাতাহাতি হয়েছে কিনা এমন বিষয়ে মুখ খুলতে চান নি তারা,জানিয়েছেন সমাধানের চেষ্টার কথা। তবে ঘটনা স্বীকার করেছেন সবাই।
এর আগে এই দুইজন শিক্ষক হাতাহাতি করার এক পর্যায়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ আলী। ঘটনাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। এরপর ল্যাব ভাঙার ঘটনা ঘটে।
আজ আবারও দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন তারা। অভ্যন্তরীণ ভাবে মিটমাটের চেষ্টা করা হলেও এখনো সমাধান হয় নি।

Address

Kafrul
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাম্পাস সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share