19/05/2023
খুব হিসেব করে দেখবেন আপনি যাদের নিয়ে একটা সময় অনেক ভেবেছেন তাদের প্রত্যেকের অনেক শাখা প্রশাখা আছে।তাই তাদের সুখ বা দুখ নিয়ে ভাবারও অনেক মানুষ আছে। তাই আপনি এমন কাউকে ভালো রাখার চেষ্টা করুন যার শেষ অবলম্বন টি কেবলই আপনি। আমি মনে প্রানে বিশ্বাস করি উপরওয়ালা সব দেখেন, তিনি আমার আপনার চাইতে অনেক বেশি হিসেবও রাখেন। তিনি যেমন আমার ভালো খারাপ টা দেখছেন তেমনি আপনি কি করেছেন বা কি করছেন সেটাও দেখছেন৷ আবেগ কে নয় সত্য কে ভালোবাসুন ❤️ জীবনে জটিল মানুষ গুলো থেকে নিজেকে দূরে রাখুন, দেখবেন হিসেবটা খুব সহজ।