Nayem Hossain Tune

Nayem Hossain Tune আল্লাহই আমার জন্য যথেষ্ট Md Nayemhossainofficial

🫰🌸
09/07/2025

🫰🌸

বিক্রেতা বললো, পুরাই ১০০ লিচু আছে ভাই! লিচ্চিন্তে নেন! আমি গুনে দেখলাম, লিচু হইলো  ৯০টা! বিক্রেতা এবার তার সহকারিরে বললো...
27/04/2025

বিক্রেতা বললো, পুরাই ১০০ লিচু আছে ভাই! লিচ্চিন্তে নেন!
আমি গুনে দেখলাম, লিচু হইলো ৯০টা!
বিক্রেতা এবার তার সহকারিরে বললো, ভাইয়েরে ১২টা লিচু দিয়া দে! ২টা লিচু বেশি দে! সবার লগে ব্যবসা করি না! এইটা ভালোবাসা!
১২টা লিচু দেয়ার পর আবার গোনা দিলাম! এইবার হলো ৯৮টা!
বিক্রেতা এবার সহকারিরে ঝা/ ড়ি দিয়া নিজেই ৪টা লিচু আবার ব্যাগে দিয়ে হাসি মুখে বললো, লিচু ভালো লাগলে আবার আইসেন ভাই!
আমি ১০২টা লিচু নিয়ে বাসায় এলাম! কী মনে করে আবার দিলাম একটা গোনা! এবার লিচু হলো ৯৪টা! পলিথিন ব্যাগটাও চেক করলাম! না কোথাও ছিড়ে নাইই!

সবার হিসেব মিলে, আমার হিসেব মিলেনা 🙂

কেমনে কি। 🙂

Freelancing career 📲🖥💻মাত্র পনেরো (💵১৫)-বিশ(২০💵) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ...
27/09/2023

Freelancing career 📲🖥💻
মাত্র পনেরো (💵১৫)-বিশ(২০💵) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত😔!
আর বিজনেস📲/অনলাইন📲/ ফ্রিল্যান্সিং📲/আউটসোর্সিং📲 এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি🙂! ইনকাম নিশ্চিত থাকা স্ব‌ত্তেও🙂? ফ্রি তে কখ‌নো দক্ষতা অর্জন করা যায়না❌।
💁 আর সবচাইতে পারফেক্ট ইনকামের পদ্ধতি মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং💻 আমি মনে করি।"কারণ"🤔 মেয়েদের অনেক প্রবলেম থাকে। উদাহরণস্বরূপ- কেউ হাউজ ওয়াইফ,কারো ফ্যামিলি আবার মেয়েদের বাসার বাহিরে গিয়ে চাকরি করাটা অন্যভাবে দেখে, কেউ আবার এত এত পড়াশোনা করে বেকার হয়ে বসে আছে।তারা এই স্বাধীন পেশা যেটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে কাজ করতে পারে 😍।
💫আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি😍😍,,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি✅।
,
🥰 নতুন এক‌টি সিন্ধান্ত নি‌য়ে চলুন
বসে না থে‌কে শেখা শুরু করি🥰,,
আর আমার এই পোস্টটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারবে না কিন্তু জীবন বদলানোর একধাপ এগিয়ে যেতে পারেন 🙂🙂 💪💪


26/09/2023

Nayem Hossain Tune Follow 👈🥺

21/06/2023

🥺

02/06/2023

বিয়ে নিয়ে দুই পন্ডিতের আলাপ,,😜🤣🤣

01/06/2023

দেশের অবস্থা,, 👀🤦‍♂️

26/05/2023

জেলাপি দেছে রে,,,🤪

17/05/2023

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

তোমরা সাতটি জিনিস আসার আগে দ্রুত আমলে লিপ্ত হও। তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্র্যের, যা সবকিছু ভুলিয়ে দেয়? না এমন প্রাচুর্যের, যা অবাধ্য করে তোলে? না এমন রোগব্যাধির, যা অথর্ব করে তোলে? না এমন বার্ধক্যের, যা বুদ্ধি লোপ করে দেয়? না আকস্মিক আগত মৃত্যুর? না দাজ্জালের- সে তো এমন নিকৃষ্টতম অনুপস্থিত, যার আত্মপ্রকাশের অপেক্ষা করা হচ্ছে? না কিয়ামতের, যে কিয়ামত কিনা অত্যন্ত বিভীষিকাময় ও অতি তিক্ত?

রেফারেন্সঃ
জামে তিরমিযী ২৩৬০
সূত্রঃ রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৯৩,

17/05/2023

আবূ আইয়ূব আল আনসারী (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

কোন মুসলিমের পক্ষে তার ভাই এর সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। (পথে-ঘাটে) দু’জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে, অন্যজন ঐদিকে মুখ ঘুরিয়ে থাকে। তবে তাদের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করে।

রেফারেন্সঃ
সহীহ মুসলিম ৬৩০০

17/05/2023

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছেন,

বল তো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, আর সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে, তাহলে কি তাঁর দেহে কোন ময়লা থাকবে? তারা বললেন, তাঁর দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ এ হলো পাঁচ ওয়াক্ত সালাতের উদহারণ। এর মাধ্যমে আল্লাহ্‌ তাআলা (বান্দার) গুনাহসমূহ মিটিয়ে দেন।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৫০৩,

বাস্তব জীবন থেকে নেয়া 🙂
14/04/2023

বাস্তব জীবন থেকে নেয়া 🙂

Address

Dhaka
1212

Telephone

+8801823601972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Hossain Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayem Hossain Tune:

Share