
08/09/2024
কতো ভাবি স্বা'র্থপর হয়ে যাবো, ক'ঠোর করে নেব মনটাকে খুব করে, ছাড় দেওয়া কমিয়ে নিয়ে আসবো শূণ্যের কোঠার, মায়ায় পড়াটা বাড়াবো না একটুকুও, আবেগটা সরিয়ে নেবো, চোখের জল ফেলবো না কোনো কিছুতে, মুখের উপর জবাব দেবো, মনকে আ'ঘাত পেয়ে ঝরে দিতে দেবো না শীতের পাতার মতো, কারো প্রতি দরদ দেখিয়ে নিজের সময়কে পাত্তা না দিয়ে বসে থাকবো না, ব্যস্ত হবো খুব করে।🥹🥺💜
কিন্তু, কিন্তু কী হলো শেষমেশ? কিচ্ছু পারি নি। ভাবনাগুলো ভাবনায়ই থেকে যায়। বাস্তবতার ছোঁয়ায় তাকে রাঙিয়ে শেষে সত্য করা হয় না আর। তাই আমারও পাল্টানো হয় না নিজেকে। সেই আগের মতোই আছি। স্বা'র্থপর না হওয়ার অপরাধে ক'ষ্ট পেয়ে যাচ্ছি, কঠোর হতে না পেরে ভে'ঙে যাচ্ছি একটু একটু করে, ছাড় দেওয়া কমিয়ে নিতে পারি নি বলেই আমায় উঠিয়ে দিচ্ছে আমারই আসন থেকে, আবেগ-মায়া কমিয়ে নিতে পারি নি বলেই আঘাতে ক্ষ'ত-বিক্ষ'ত করার সাহস পেয়েছে বারেবারে।
এতে দোষ অবশ্য আমারই। কাউকে দোষারোপই করার নেই এখানে। কারণ দিনশেষে আমিই না হতে পেরেছি স্বা'র্থপর আর না কমিয়ে নিতে পেরেছি মনের আঘাত দেওয়া মানুষের সংখ্যা।💔🥺