Md Hasibul Hasan Rayhan

Md Hasibul Hasan Rayhan Beauty gathers attention, while personality traps, captures the HEART �

বন্ধু দেশের assignment এ দেশে অশান্তি সৃষ্টি করে আপনারা যে বেশী সুখে থাকবেন তেমন কিন্তু না।এই কান্ডের সমাপ্তি ও দমন হবে ...
26/11/2024

বন্ধু দেশের assignment এ দেশে অশান্তি সৃষ্টি করে আপনারা যে বেশী সুখে থাকবেন তেমন কিন্তু না।

এই কান্ডের সমাপ্তি ও দমন হবে তবে খুবই কঠোরভাবে।
"Motherland Or Death"

26/11/2024

মুসলিমরা তাদের মন্দির পাহারা দেয়,
আর তারা মুসলিমদের মাসজিদ ভাঙে।
সুপার সানডে,
মেগা মানডে,
তুমি কে আমি কে, ব্যাটারি ব্যাটারি....
ইত্যাদি দেখে ভয় পাবেন না।
বিপ্লব বেহাত হয় নি,
কেবল নতুন নতুন ডাইমেনশন নিচ্ছে।
ইং শা আল্লাহ।
তবে, সজাগ থাকুন।
কোনো উসকানির ফাঁদে পা দিবেন না।
প্রশাসনের সাথে থাকুন প্লিজ।

06/11/2024

চট্টগ্রাম টেরি বাজারের হাজারী গলিতে মিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানদার "ইসকন" এর বিপক্ষে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে।

এটি নিয়ে ইসকনের নেতাদের কাছে শপিং কমপ্লেক্সের সমিতির মধ্যস্থতায় ওই লোকটি ক্ষমাও চেয়ে নেয়, কিন্ত তারপরেও ইসকনের কয়েকশত লোক জড়ো হয়ে শপিং কমপ্লেক্সে ঢুকে দোকান ভাংচুর এবং লুটপাট চালায়।

তখন যৌথবাহিনীকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেনাবাহিনী ও পুলিশের উপর ইসকনের লোকজন ইট পাটকেল ও এসিড নিক্ষেপ করে।

ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে।

05/11/2024
04/11/2024

ইসকনের আসল চেহারা বেরিয়ে আসছে..

বাংলাদেশ জিন্দাবাদ
ইনকিলাব জিন্দাবাদ

ট্রান্সজেন্ডার ইস্যু কতটা ভয়ানক তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার বন্ধু হাসিবহাসিব আহমেদ দুর্লভ― এই ছেলেটার সাথে আমার প্রথম পরি...
03/10/2024

ট্রান্সজেন্ডার ইস্যু কতটা ভয়ানক তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার বন্ধু হাসিব

হাসিব আহমেদ দুর্লভ― এই ছেলেটার সাথে আমার প্রথম পরিচয় হয় ২০১৬ সালে। হাসিবকে আমি খুঁজে পেয়েছিলাম মাহিরদের সার্কেল থেকে। আজিমুরশান মাহির, হাসিব, পাপ্পু, নিলয়― ওরা ছিল বেশ রাজনীতি সচেতন। এদের মধ্যে আবার জিওপলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল মাহির আর হাসিবের।

তখন আমার নিজের WMDP নামে একটা ডিফেন্স কমিউনিটি ছিল। আমরা এডমিনরা ছাড়াও অন্যান্য মেম্বাররাও সেখানে লিখালিখি করত। আমি ভুল না করে থাকলে ২০১৯ সালের দিকে হাসিব আমাকে বলে ওরে গ্রূপের এডমিনশীপ দিতে; ও নিয়মিত লিখালিখি করবে। আমি ওর কথামত কাজ করলাম। হাসিবও বেশ দারুন দারুন আর্টিকেল লিখতে থাকলো। আমাদের কমিউনিটির এনগেজমেন্টও হু হু করে বাড়তে থাকলো।

২০১৯ এর ফেব্রুয়ারিতে যখন ভারতীয় বিমান বাহিনীর মিগ টুয়েন্টি ওয়ান বিমান শ্যুটডাউন করলো পাকিস্তান, সেদিনও হাসিব বিশাল এক লিখা দিলো। আমার লিস্টে এমন অনেকেই আছেন যারা ওই সময়টাতেও WMDP তে এড ছিলেন। তারা নিশ্চয়ই জানবেন হাসিবের লিখার হাত কি দারুন ছিল। কিন্তু ঐটাই ছিল ওর শেষ লিখা। এরপর প্রায় এক বছর হাসিব গায়েব। Hasib Ahmed Durlov নামে আগের আইডি আর নাই। নাম চেন্জ করেছিল অথবা নতুন প্রোফাইল ছিল।

২০২০ সালে হাসিবকে আমি আবিষ্কার করলাম একজন ক্রিশ্চিয়ান এবং ট্রান্সজেন্ডার হিসেবে। আমার মাথায় সেদিন আকাশ ভেঙ্গে পড়লো। কারন এক বছর আগেও এই ছেলেরে আমি নামাজ পড়তে দেখেছি। এতটুকু সময়ের মধ্যে কি এমন হয়ে গেলো যে এতটা পরিবর্তন.?

তখন আমি ট্রা ন্স ইস্যুটা নিয়ে এতকিছু বুঝতাম না। হাসিবকে জিজ্ঞেস করলাম ‛তুই কি মেয়ে হইতে চাইতেছিস'? ও আমাকে রিপ্লাই করলো ‛অলরেডি হয়ে গেছি, পাঁচ তারিখ আমার ইস্ট্রোজেন ইনজেক্টের ফার্স্ট ডেট’

ওকে আমি অনেকভাবে বুঝালাম, জানতে চাইলাম কেন এমন বদলে গেলি? ও আমাকে বললো- ওর নাকি ছোট বেলা থেকেই মেয়েদের মত সাজতে, মেয়েদের ড্রেস পরতে, মেয়েদের মত পুতুল নিয়ে খেলতে ভালো লাগে। কিন্তু ওর আব্বু আম্মু ওকে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করায় ওই কাজ কখনও করার সুযোগ পায়নি। কিন্তু কানাডায় যাওয়ার পর ওর সেই স্বাধীনতা হয়েছে। আমাকে একবার খুব গর্ব করে বললো ‛ফ্রিডম জিনিসটাকে আমি প্রচন্ডভাবে উপভোগ করছি, এখানে আমাকে বাঁধা দেওয়ার কেউ নেই’

কিন্তু আমি রিকল করলাম, ও যখন মুসলিম ছিল তখনও কিন্তু এতটা লিবারেল ছিল না। সামগ্রীকভাবেই বেশ রক্ষণশীল ছিল ছেলেটা। হটাৎ এমন স্বাধীনচেতা হয়ে ওঠার কারন তাহলে কি হতে পারে?

এরপর আবারও বেশ কিছুদিন কথা হয়নি। ২০২১ এর জুলাই এর দিকে একদিন হুট করে হাসিবই আমাকে নক দিয়ে বললো 'কিরে শালা কি খবর'? তারপর দুইজন মিলে খোশগল্প করলাম। একপর্যায়ে হাসিব বললো শরীরে ইস্ট্রোজেন ইনজেক্ট করার পর থেকে নাকি ওর কয়েকটা মেজর মেন্টাল ইলনেস দেখা দিচ্ছে। যেমন- বর্ডারলাইন পারসোনালিটি ডিসর্ডার, বাইপোলার ডিসর্ডার, ডুয়াল পারসোনালিটি ডিসর্ডার, সিজোফ্রেনিয়া ইত্যাদি। বললাম কাউন্সিলিংয়ে থাক, ও উত্তর দিলো অলরেডি নাকি কাউন্সিলিংয়ে আছেই।

২০২২ সালে হাসিবের সাথে আমার শেষ কথা হয়। সেদিন হাসিব আমাকে দুইটা ছবি দেয়, দেখলাম ও হাত কেটেছে ব্লেড দিয়ে। ফিনকি দিয়ে ব্লাড বের হচ্ছে। ওই অবস্থায় আমাকে টেক্সট করতেছে। আমি কিছু বুঝে না পেয়ে আন্টির নাম্বার চাইলাম। ভাবলাম আন্টি ফোন দিয়ে বললে হয়ত শুনবে। কিন্তু আন্টিকে ফোন দিয়ে এই খবর জানানোয় ও আমাকেই ব্লক মেরে দেয়। আবার তিনদিন পর আনব্লক করে বলে- 'আমি খুব ডিপ্রেসড'। বললাম যে আমি আছি, তুই নি:সঙ্কোচে সব বল। জানালো জেন্ডার কনভার্টের পর ওরে নাকি এক ইন্ডিয়ান পোলা রেপ করতে চেয়েছিল। এটা শোনার পর আমার আর কিছু বলার শক্তি ছিল না। সেদিন এই কথাগুলো শেয়ার করে হাসিব নিজেই আমাকে পার্মানেন্টলি ব্লক করে দেয়। আর কোনোদিন আমাদের যোগাযোগ হয়নি।

আমার বিশ্বাস, আমার বন্ধু একজন কনজারভেটিভ মুসলিম থেকে ট্রা ন্স জে ন্ডা র হওয়ার প্রসিডিওর এত সহজ ছিলনা। ও খুব মারাত্মকভাবে ব্রেইনওয়াসড হয়েছিল। শেষদিকে ও স্যাটানিজমও প্রাকটিস করত বলে শুনেছি। ওর পুরো লাইফটাই শেষ করে দিয়েছে এই ইস্যু। একমাত্র সন্তানকে ঘিরে বাবা মায়ের বহু স্বপ্নও ধুলিস্মাৎ হয়ে গেছে সেই এজেন্ডার কাছে।
✍️ Shafin Rahman

30/09/2024

তোমরা আমাদেরকে ইনক্লুসিভ রাষ্ট্রের কথা শোনাও!

অথচ উপদেষ্টা পরিষদে আলেম ইনক্লুড করতে আন্দোলন করা লাগে, আর এলজিটিভি সমর্থকরা জায়গা পেয়ে যায় অনায়াসে।

তোমরা আমাদেরকে ইনক্লুসিভ রাষ্ট্রের কথা শোনাও!

অথচ খিলাফতের কথা বললেই বল গঙ্গি, আর বিকৃত এলজিটিভির প্রশ্ন এলে বলো অধিকার।

তোমরা আমাদেরকে ইনক্লুসিভ রাষ্ট্রের কথা শোনাও!

আমরা কওমি মাদ্রাসার যৌক্তিক স্বীকৃতি চাইতে গেলে মোল্লা বলে টিটকারি কর। অথচ এলজিটিভিরা নিজেদের বিকৃতি নিয়েই অধিকার চাইতে পারে। আর তোমরা তখন পশ্চিমা প্রভুদের দিকে তাকিয়ে লেজ নাড়াও!

৯০% মুসলমানের দেশে এলজিটিভিরা তোমাদের খুব আপন, আর হুজুররা হয়ে যায় ভিনদেশী!

তোমরা কি সেই ইনক্লুসিভ রাষ্ট্রে আমাদেরকে নিতে চাও! যেখানে ধর্মের বিধান হবে ধর্মান্ধতা আর ধর্মবিদ্বেষ হবে উদারতা!

তোমরা কোন ইনক্লুসিভ রাষ্ট্রের কথা শোনাও?

৯০ ভাগ মুসলমানের দেশে তোমাদের সিলেবাসে ইসলাম শিক্ষার অবস্থা তথৈবচ। অথচ পশ্চিমের বস্তাপঁচা মতবাদের সেখানে জয়জয়কার।

তোমরা ইনক্লুসিভ রাষ্ট্রের কথা শোনাও!

কুরআনের হাফেজরা বিশ্ব জয় করে এসেও রাষ্ট্রের সুদৃষ্টি পায় না। অপরদিকে ফ্যাসিবাদের দোসর, ডাংগুলি খেলোয়াড়দের মাথায় তুলে দাও বিরাট পুরস্কার।

তোমরা ইনক্লুসিভ রাষ্ট্রের গল্প শোনাও!

অথচ বিশ্বজাহানের স্রষ্টার দেওয়া, ৯০ ভাগ মুসলমানের আস্থাপূর্ণ শরিয়া আইন কামনা করা হয়ে যায় ধর্ম 'চাপানো', আর ধর্ম-হীন সেকুলার আইন হয়ে ওঠে উদারতা।

এসব যে ধোঁকাবাজি আর প্রতারণা তা বুঝতে আমাদের বাকি নেই। বাকি আছে শুধু তোমাদের পরিণতি দেখা!

~ জমির মাসরূর
ঈষৎ পরিমার্জিত।

28/09/2024

পার্বত্য এলাকায় চাঁদাবাজ নেই।😒

আছে শুধু বিভিন্ন কালারের টোকেনে লেখা, জনতার মুক্তির সংগ্রামে এগিয়ে আসুন।

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Hasibul Hasan Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Hasibul Hasan Rayhan:

Share

Category