
26/03/2025
২৬ মার্চ: বীরত্ব ও গৌরবের দিন
২৬ মার্চ—বাংলাদেশের স্বাধীনতার সূচনার দিন, এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে জাতির সাহসী সন্তানেরা মুক্তির শপথ নিয়ে শুরু করেছিলেন মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা, আমাদের প্রিয় বাংলাদেশ।
এই দিনটি শুধু স্মরণের নয়, বরং শপথ নেওয়ারও দিন। যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!