Lifestyle Live

Lifestyle Live My Videos are made for entertainment purposes only🥀🥀
(83)

22/04/2025

১।বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি।
এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

২।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়।

** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য। এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম। বাংলাদেশে কোন ক্রাইটেরিয়াতে দারিদ্রতা সঙ্গায়িত হয় , আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে।

11/04/2025

২ টাকা দামের নারিকেল আইসক্রিম যেভাবে বানায় 🤮

এইবার তোমাদের টা বলে যাও 🫣🫣 ゚
08/04/2025

এইবার তোমাদের টা বলে যাও 🫣🫣

অনেক বিবাহিত পুরুষই জানে না, নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে, নারী কথা বেশি বলে। এতে অনেকে বিরক...
24/03/2025

অনেক বিবাহিত পুরুষই জানে না, নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে, নারী কথা বেশি বলে। এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং তখন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শুনে না।
আবার কেউ কেউ মনে করে, নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে। তবেই সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায়। কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না, শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায়। বরং সমাধান দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায়।
এইভাবেই ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পুরুষ ভাবে, নারী অযথা অভিযোগ করছে। আর নারী ভাবে, পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না।
তাহলে সমাধান কী?
পুরুষকে বোঝা দরকার: সব কথা শুধু সমাধানের জন্য নয়—অনুভূতি বোঝার জন্যও শোনা দরকার। শুধু বলুন, "হ্যাঁ, বুঝতে পারছি, এটা আসলেই কঠিন!"—অনেক সময় এটুকুই যথেষ্ট।
নারীদের বোঝা দরকার: পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া। তাই কথা বলার সময় একটু দিকনির্দেশনা দেওয়া যেতে পারে—"আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি, এর বেশি কিছু না।"
একজন শুনতে শিখলে এবং আরেকজন বুঝতে শিখলে সংসারের ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যাবে। কারণ
সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার ওপর, বিতর্কের ওপর নয়।

আজকের ইফতারে বার্থডে সারপ্রাইজ স্পেশাল ডালা ছিলো Shobnom Sumy আপুর পক্ষ থেকে 😍😍ধন্যবাদ আপু 🥰খাবার টা মাশা আল্লাহ অনেক মজ...
18/03/2025

আজকের ইফতারে বার্থডে সারপ্রাইজ স্পেশাল ডালা ছিলো Shobnom Sumy আপুর পক্ষ থেকে 😍😍ধন্যবাদ আপু 🥰
খাবার টা মাশা আল্লাহ অনেক মজা ছিলো আলহামদুলিল্লাহ ❤️ Sathi's Food Cafe আপু অনেক মজা করে রান্না করেন 😋😋

শুধু তিন বেলা ভাতের দায়িত্ব নিলেই স্বামী হওয়া যায় না.🙂একজন স্ত্রীর কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, এই জিনিস টা ও বুঝতে ...
17/03/2025

শুধু তিন বেলা ভাতের দায়িত্ব নিলেই স্বামী হওয়া যায় না.🙂
একজন স্ত্রীর কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, এই জিনিস টা ও বুঝতে হবে। একজন স্ত্রীর সবচেয়ে প্রিয়জনও প্রয়োজন হলো তার স্বামী❤️

15/03/2025

সমুচা কে কে পছন্দ করেন ❓ দেখেন রেডি হচ্ছে সমুচা বাজার জন্য 🙂

15/03/2025

স্বামীর কাছে না থাকে যদি স্ত্রী কোনো গুরুত্ব
অকারণেই সেই নারী সংসারে হয় অবমানিত....
স্ত্রী কে সব সময় অবমূল্যায়ন করে যদি স্বামী
সেই স্ত্রী সবখানে অপরাধ না করেও হয় আসামি...
শুধু ভাত কাপড় দিয়ে নয় স্বামী হিসেবে স্ত্রী কে, দিয়েন একটু দাম...!
একটু সম্মান আর ভালোবাসা পাওয়ার আশায় নারী ফেলে মাথার ঘাম....!!💔🥺

14/03/2025

সবাই ঘুম থেকে উঠে দেখে মনিটাইজেশন পেয়ে গেছে,,

আর আমি ঘুম থেকে উঠে দেখি রিচ ভিউ উধাও হয়ে গেছে 🫠

12/03/2025

Yellow watermelon ❣️

সতর্কতা ❌ বিগত কিছু বছর ধরে দেখা গেছে কিছু কিছু ব্যবসায়ীরা খেজুরে ভেজাল মিশায় এখন তেমন ভালো মানের খেজুর পাওয়া যায় না, ফল...
08/03/2025

সতর্কতা ❌
বিগত কিছু বছর ধরে দেখা গেছে কিছু কিছু ব্যবসায়ীরা খেজুরে ভেজাল মিশায় এখন তেমন ভালো মানের খেজুর পাওয়া যায় না, ফলে এই খেজুর খেয়ে লাখ লাখ মানুষ অসুস্থ হচ্ছে। তাই খেজুর কিনার সময় অবশ্যই দেখে কিনবেন, খাওয়ার সময়ও দেখে খাবেন 🥹

ধন্যবাদ ✅

06/03/2025

যাকাত দিতে হবে

Address

Narayanganj
Dhaka
1410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifestyle Live:

Share