24/07/2025
সমাজের আয়না – দৃষ্টি বদলান, জীবন বদলে যাবে (পরিমার্জিত সংস্করণ)
৫০০ টাকায় কাপড় খুললে — সমাজ বলে অসৎ নারী
৫০,০০০ টাকায় খুললে — নায়িকা বলে সম্মান দেয়
আবেগে খুললে — ডাকে প্রণয়ের নাম,
অভাবে খুললে — অপবাদ দেয় ‘অনৈতিক’ উপার্জন।
রিনা-মিনা নাম হলে — লাগে দৃষ্টির অবহেলা
আর এঞ্জেল-জেরিন নাম হলে — বডি শো করলেও বলে স্মার্ট ফ্যাশন
বিয়ের আগে খুললে — বলে 'খারাপ মেয়ে',
বিয়ের পরে খুললে — বলে 'মডার্ন ওয়াইফ' বা ‘উন্নত রুচি’।
ধর্ষিতা কখনোই নিজে চায় না,
তবুও সমাজ দূরে সরিয়ে দেয় তাকেই।
বিবাহিতাকে নিয়ে সম্পর্ক গড়তে আবার কেউ দ্বিধা করে না।
📌 সত্যি হলো —
কাপড় খোলা অপরাধ নয়,
অপরাধ হলো এই সমাজের অসুস্থ মানসিকতা।
এই সমাজই তকমা দেয় “অশ্লীলতা’র”
তারপর তার কাছেই গোপনে যায়!
🔁 অন্যের দিকে আঙুল তোলার আগে
একবার আয়নায় তাকিয়ে দেখুন নিজেকে।
নারীর প্রতিটা ভুলে, একজন পুরুষও ছিল —
কারণ এক হাতে তালি বাজে না।
তবুও লজ্জার মুখোমুখি হয় নারী,
আর অপরাধের আড়ালে থাকে পুরুষ।
👉 ভাষা হয়তো কঠিন —
কিন্তু বাস্তবতা তার চেয়েও বেশি নির্মম।
তবুও বলছি —
প্রত্যেক নারীর মাঝে একটি মা-এর সত্তা লুকিয়ে থাকে।
তাকে সম্মান করতে শিখুন।
👁️ সমাজের দ্বিমুখী চোখে:
যে মানুষ দিনের বেলায় বলে ‘অনৈতিক’,
সেই রাতের অন্ধকারে খোঁজে ‘ভোগের সঙ্গী’।
যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালি দেয়,
সেও আবার পড়ে নতুন প্রেমে।
নামী নায়িকার ভিডিও ফাঁস হলে সবাই দেখে,
কিন্তু পাশে দাঁড়ায় না কেউ।
মানসিক ভারসাম্যহীন মেয়েটির পেটে সন্তান আসে—
প্রশ্ন হলো, পিতা কে?
🔹 মেয়েটি কাঁদে বাঁশবাগানের আড়ালে
🔹 ছেলেটি স্ট্যাটাস দেয় "তোর ছাড়া বাঁচবো না"
🔹 কেউ ধর্ষিত হয়ে হারায় নিজেকে
কেউ বেছে নেয় শরীর বিক্রি করে বাঁচার রাস্তা
কাকে দোষ দেবো বলেন?
এইরকম মানুষগুলো নিয়েই আমাদের সমাজ —
কেউ চালাক, কেউ নিরীহ
কেউ বিশ্বাসঘাতক, কেউ ছলনাময়ী
কিন্তু মূল সমস্যা মানসিকতা।
পরের বোনকে দেখে মন্তব্য,
নিজের বোনকে বলে “কলিজা”।
এই দ্বিমুখী মাপকাঠি বদলানো দরকার।