Haven Life

02/08/2025

ফুটবল খেলা ছোট দল/ #ছোট
#ছোট্ট #বল #খেলা #ফুটবল

01/08/2025

ছোট দলের ফুটবল টুনাম্যান্ট+ফুটবল
#ফুটবল #ছোটদল #ফুটবল #খেলারভিডিও

31/07/2025

হযরত শাহজালাল দরগাহ শরিফ।সিলেটি বন্ধুদের নিয়ে।
#সিলেটি #বন্ধু #দরগাহ #মাজার #শরিফ #শাহজালাল

গতকাল থে‌কে ফেসবু‌কে দেখ‌ছি বাংলা‌দে‌শের সব‌চে‌য়ে সুদর্শন পুরুষ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন এডলফ খান। এ‌দে‌শে‌ যে সুদর্শন পুরুষ ...
30/07/2025

গতকাল থে‌কে ফেসবু‌কে দেখ‌ছি বাংলা‌দে‌শের সব‌চে‌য়ে সুদর্শন পুরুষ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন এডলফ খান। এ‌দে‌শে‌ যে সুদর্শন পুরুষ নির্বা‌চিত করা হয় সেটা জানতাম না। যা‌হোক, এডলফ খা‌নের জন‌্য শুভ কামনা রই‌লো। আমার চো‌খে সুদর্শন পুরুষ মিজানুর রহমান আজহারী। এটা আমার ব‌্যক্তিগত পছ‌ন্দ জানান দিলাম। আমার বিশ্বাস আমার ম‌তো অ‌নেকে তা‌দের ব‌্যক্তিগত পছন্দ জানান দি‌লে অ‌নে‌কে হা‌রি‌য়ে যা‌বে।
#এডলফ #সুদর্শন #পুরুষ #এডলফ #খান
#মিজানুর #রহমান #আযহারী

30/07/2025

মোহনগন্জ টু সুনামগন্জ,ঘুড়তে যাওয়া।

#সুনামগন্জ #হাওর
#রাজনীতি

সমাজের আয়না – দৃষ্টি বদলান, জীবন বদলে যাবে (পরিমার্জিত সংস্করণ)৫০০ টাকায় কাপড় খুললে — সমাজ বলে অসৎ নারী৫০,০০০ টাকায় খুলল...
24/07/2025

সমাজের আয়না – দৃষ্টি বদলান, জীবন বদলে যাবে (পরিমার্জিত সংস্করণ)

৫০০ টাকায় কাপড় খুললে — সমাজ বলে অসৎ নারী
৫০,০০০ টাকায় খুললে — নায়িকা বলে সম্মান দেয়
আবেগে খুললে — ডাকে প্রণয়ের নাম,
অভাবে খুললে — অপবাদ দেয় ‘অনৈতিক’ উপার্জন।

রিনা-মিনা নাম হলে — লাগে দৃষ্টির অবহেলা
আর এঞ্জেল-জেরিন নাম হলে — বডি শো করলেও বলে স্মার্ট ফ্যাশন
বিয়ের আগে খুললে — বলে 'খারাপ মেয়ে',
বিয়ের পরে খুললে — বলে 'মডার্ন ওয়াইফ' বা ‘উন্নত রুচি’।

ধর্ষিতা কখনোই নিজে চায় না,
তবুও সমাজ দূরে সরিয়ে দেয় তাকেই।
বিবাহিতাকে নিয়ে সম্পর্ক গড়তে আবার কেউ দ্বিধা করে না।

📌 সত্যি হলো —
কাপড় খোলা অপরাধ নয়,
অপরাধ হলো এই সমাজের অসুস্থ মানসিকতা।
এই সমাজই তকমা দেয় “অশ্লীলতা’র”
তারপর তার কাছেই গোপনে যায়!

🔁 অন্যের দিকে আঙুল তোলার আগে
একবার আয়নায় তাকিয়ে দেখুন নিজেকে।

নারীর প্রতিটা ভুলে, একজন পুরুষও ছিল —
কারণ এক হাতে তালি বাজে না।
তবুও লজ্জার মুখোমুখি হয় নারী,
আর অপরাধের আড়ালে থাকে পুরুষ।

👉 ভাষা হয়তো কঠিন —
কিন্তু বাস্তবতা তার চেয়েও বেশি নির্মম।
তবুও বলছি —
প্রত্যেক নারীর মাঝে একটি মা-এর সত্তা লুকিয়ে থাকে।
তাকে সম্মান করতে শিখুন।

👁️ সমাজের দ্বিমুখী চোখে:

যে মানুষ দিনের বেলায় বলে ‘অনৈতিক’,
সেই রাতের অন্ধকারে খোঁজে ‘ভোগের সঙ্গী’।

যে ছেলে প্রেমে ছ্যাকা খেয়ে মেয়েদের গালি দেয়,
সেও আবার পড়ে নতুন প্রেমে।

নামী নায়িকার ভিডিও ফাঁস হলে সবাই দেখে,
কিন্তু পাশে দাঁড়ায় না কেউ।

মানসিক ভারসাম্যহীন মেয়েটির পেটে সন্তান আসে—
প্রশ্ন হলো, পিতা কে?

🔹 মেয়েটি কাঁদে বাঁশবাগানের আড়ালে
🔹 ছেলেটি স্ট্যাটাস দেয় "তোর ছাড়া বাঁচবো না"
🔹 কেউ ধর্ষিত হয়ে হারায় নিজেকে
কেউ বেছে নেয় শরীর বিক্রি করে বাঁচার রাস্তা

কাকে দোষ দেবো বলেন?
এইরকম মানুষগুলো নিয়েই আমাদের সমাজ —
কেউ চালাক, কেউ নিরীহ
কেউ বিশ্বাসঘাতক, কেউ ছলনাময়ী
কিন্তু মূল সমস্যা মানসিকতা।

পরের বোনকে দেখে মন্তব্য,
নিজের বোনকে বলে “কলিজা”।
এই দ্বিমুখী মাপকাঠি বদলানো দরকার।

02/02/2025

ইলেকট্রিক্যাল তিন মাস কোর্স করার পর যখন স্যারে টেষ্ট পরিক্ষা নেন।ভিডিও সহ

28/01/2025

যেটা কখনো করা হয় না সেটা সবচেয়ে কঠিন,
কিন্তু কাজ শিখতে সব সহজ হয়

Address

Netrakona
Dhaka
APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when Haven Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category