Acme Freelancing by Asad Ahmed Raj

Acme Freelancing by Asad Ahmed Raj Hello,this is Acme Freelancing Group. A freelancer is someone who is self-employed and is not in a long term contructual commitment to anyone employer.
(1)

Freelancer make their money selling their work. Hello Sir,
This is Acme Freelancing . This is 100% trusted digital marketing course.
Assalamu Alaikum, sir / mam. In this course we will teach digital marketing, which is one of the part of freelancing. We are always by your side if you want to become proficient by acquiring skills in digital marketing. Our company currently has 503 students workin

g and they are giving full support to their families. The duration of this course is 2 months, first 1 week you will be taught how to complete the work given by the company in the class, you have to pay the course fee (only three thousand rupees) by working for the company within the next 1 week. Opportunity for guaranteed income during the course. You can earn 400-1000 tk daily by working for the company. Income is 100% guaranteed.
Marketing course
Marketing course
course

20/08/2023

✅চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বার বার ব্যার্থ হচ্ছেন?অনেক জায়গায় কোর্স করেছেন,কিন্তু অবশেষে ইন কাম করতে পারছেন না?
✅তাহলে আমার এই কোর্সটি হতে পারে,আপনার সফলতার চাবি কাঠি।সফল হওয়ার জন্য সর্ব প্রথম সঠিক জায়গা সিলেক্ট করতে হবে।সঠিক জায়গা সিলেক্ট করতে পারলেই আপনি সফল হতে পারবেন।আমার কোর্সে আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবো,কীভাবে কাজ করে প্রথম মাস থেকে দৈনিক ৫-১০$ আয় করতে পারবেন।আপনাকে কাজের পিছনে ছুটতে হবে না।আমরা শিখিয়ে আমরাই কাজ দিবো।মনে রাখবেন,কম টাকায় কোর্স করে সময় এবং শ্রম নষ্ট না করে,সঠিক জায়গায় একটা ভালো কোর্স করুন সেটা কাজে দিবে।

বর্তমান যুগ ডিজিটাল যুগ,আর এই যুগে এসে যদি আপনি বেকার থাকেন,তাহলে আপনি বর্তমান থেকে এখনো অনেক পিছিয়ে আছেন,চেষ্টা করুন,একদিন সফলতা আসবে।
🔼 অফিস ঠিকানা: ঢাকা,কমলাপুর,মুগদা,মদিনাবাগ,১৩৯/৩/বি নিচ তলা।বায়তুল ওয়াদুদ মসজিদের পাশে।

Okay??
10/05/2023

Okay??

10/05/2023

Acme Freelancing গ্রুপে পোষ্ট করেছেনঃ Mohammad Ali Nijhum
⭕ সবাই ই হাজার Dollar Income Screnshot দেখে Inspired হয়।
তারপর শুরু করতে গিয়ে দেখে বিশাল Syllabus.

যার শুরু টা হয় Skill Development দিয়ে।
🗨️ Almost 90% Learner, ফ্রীতেই YouTube থেকে শিখে নিবো ভেবে বছরের পর বছর পার করে দেয় Basic শিখতে গিয়েই।
⭕ আর YouTube এর Suggestion এ আশা সহজে Income করার video দেখে সে বার বার Career path change করতে থাকে।
🗨️ এদিকে Situation আর Family এর Pressure এ পরে তারপর
- কোনো একটা Job এ ঢুকে যায়,
- বা আরেকটা Degree নিতে লেখা পড়া শুরু করে দেয়,
- বা Still বেকার ই থাকে।

যেই কিছু Learner Skill শিখতে পারে। তারা তখন জানতে পারে যে Skill শিখাই সব না। এখনো সব কিছুই বাকি।

🚚 Drop Servicing বিষয়টা জানেন অবশ্যই, যেখানে একজন নিজে Skill টা না শিখেই Middle Man হিসেবে কাজ করে তার Client দের Service দেয়। আমাদের মত কাউকে Hire করে।

তারা বাকি সব কিছু পারে, যেমন Client Communication, Negociation, Project Management, People Management

🗨️ আমার একটা Client আমাকে একটা Landing Page Design করতে 1k$ দিয়েছিল।
কাজ টা ছিলো তার Client এর, আর সে সাধারনত আমাকে 50% দিত তার Project গুলোর জন্য। মানে সে কত চার্জ করেছে এবার বুঝে নেন।

Again, Skill শিখছেন ভালো কথা।
পাশাপাশি
▪️English Communication শিখেন
▪️Sales Techniques শিখেন
▪️বেশি বেশি Meeting Attend করেন
▪️ প্রয়োজনে Free Service দিয়ে দিয়ে Portfolio বানান
▪️ নিজের উপর invest করেন

বর্তমানে Fiverr এ নতুন অবস্থায় কাজ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এর প্রধান কারন হচ্ছে Buyer এর তুলনায় Seller অনেক বেড়ে গেছে। ...
10/05/2023

বর্তমানে Fiverr এ নতুন অবস্থায় কাজ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এর প্রধান কারন হচ্ছে Buyer এর তুলনায় Seller অনেক বেড়ে গেছে।

তাই আমি Suggest করব নতুন অবস্থায় Marketplace এর বাইরে সময় দেন বেশি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন কোথায় সময় দিলে Client পাবেন?

আমার ২ বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে Suggest করব
1. LinkedIn
2. Instagram
3. Facebook
4. YouTube
➡️এই ৪ টা Social Media Follow করলে ইনশাআল্লাহ অনেক Client পাবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড।
এইসব Client ধরে রাখতে পারলে আর কোন Marketplace আশায় বসে থাকতে হবে না। Marketplace এর বাইরেই আপনার ক্যারিয়ার গড়ে উঠবে ইনশাআল্লাহ।
পরবর্তী পোস্টে আরো বিস্তারিত লিখার চেষ্টা করব ধন্যবাদ সকলকে।

Acme Freelancing by Asad Ahmed Raj

10/04/2023

তখন সময় ঠিক ৬:০০ টা।আমি নিশ্চিত এখনো যারা রিকশা চালাচ্ছে,তাদের মধ্যে ৯০% মানুষ রাস্তায় ইফতার করবে,কিন্তু কেনো? জবাব একটাই,উপার্জনের জন্য।এখন আবার প্রশ্ন, তখন উপার্জন না করলে কি হয়?জবাব হইতো,তার ছেলে অথবা মেয়ের পড়াশোনার টাকা জোগার হয়নি এখনি,অথবা আজকে সেহরির জন্য পর্যাপ্ত টাকা জোগার হয়নি,হইতো বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য,তাগিদ করছে।তাই তারা এই সময়টাও রাস্তায় রিকশা চালাচ্ছে।
কিন্তু আমরা কি একটু এগিয়ে আসতে পারি না? আল্লাহ তায়া’লা যদি আপনাকে উনাদের থেকে ভালো পজিশনে রাখে,তাহলে আপনার কি উচিৎ না যে ৫ টা মানুষের জন্য হলেও ইফতার করানো?তবে কেনো করাচ্ছেন না?কারন আপনি এখন ভালোই আছেন।প্রতিদিন পরিবারের সাথে ইফতার করছেন,,,২০-৩০ টা খাবার আইটেম খাবার টেবিলের সামনে নিয়ে খুশি মনে ইফতার করছেন।কিন্তু তাদের কথা এপবারো ভাবছেন না।এটাই কি প্রকৃত শিক্ষাই শিক্ষিত মনুষ্যজাতী?
যখন আপনি,খাবার টেবিলে ২০-৩০ টা খাবার আইটেম দিয়ে ইফতার করছেন,আর তাদের কথা কখনোই ভাবছেন না তখন দরে নিয়েন আপনি,সম্পূর্ণ শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারেননি।
ভিডিও করে ফেসবুকে ছাড়ার উদ্দেশ্য এই না যে, আমরা মানুষকে ইফতার করিয়ে সবাইকে দেখাচ্ছি,থেটস মিনস শো অফ করছি।মূলত উদেশ্য এটাই,আমরা কয়জন পারলে,আপনিও পারবেন।অসহায় মানুষদের দেখেন।


ব্যাচ নং ৬১৫,৬১৬ এর ফলাফল প্রকাশবি:দ্র: যারা ফলাফল জমা দিয়েছেন,কিন্তু নাম দেননি,তাদের এক্সাম বাতিল হয়েছে।
25/03/2023

ব্যাচ নং ৬১৫,৬১৬ এর ফলাফল প্রকাশ
বি:দ্র: যারা ফলাফল জমা দিয়েছেন,কিন্তু নাম দেননি,তাদের এক্সাম বাতিল হয়েছে।

23/02/2023

আল্লাহ তায়া’লার কাছে লাখো কোটি শুকরিয়া, কিছুদিন আগে ফাউন্ডেশন শুরু করে,অতি শিঘ্রই তুষ্কের অসহায় মানুষের পাশে দাড়াতে পারা।ফাউন্ডেশন মেম্বারদের দেওয়া হাদিয়া দিয়ে,আজ আমরা ৬২ কম্বল দিতে পেরেছি।যারা এই মহৎ কাজের সাথে ছিলেন,তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

আল্লাহ তায়া’লার কাছে লাখো কোটি শুকরিয়া, কিছুদিন আগে ফাউন্ডেশন শুরু করে,অতি শিঘ্রই তুষ্কের অসহায় মানুষের পাশে দাড়াতে পারা...
19/02/2023

আল্লাহ তায়া’লার কাছে লাখো কোটি শুকরিয়া, কিছুদিন আগে ফাউন্ডেশন শুরু করে,অতি শিঘ্রই তুষ্কের অসহায় মানুষের পাশে দাড়াতে পারা।ফাউন্ডেশন মেম্বারদের দেওয়া হাদিয়া দিয়ে,আজ আমরা ৬২ কম্বল দিতে পেরেছি।যারা এই মহৎ কাজের সাথে ছিলেন,তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
বি:দ্র: কাল বিকেল ৫ টায় ভিডিও দেওয়া হবে।

17/01/2023

✅আলহামদুলিল্লাহ ✅আলহামদুলিল্লাহ✅
👉একমি ফাউন্ডেশন উদ্বোধন হয়ে গেলো। সকলে দোয়া করবেন,আমরা যেনো ভালো কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে পারি।আর কিছু বলতে চাই না।

16/01/2023

আসসালামু আলাইকুম, একমি ফ্রীল্যান্সিংয়ের টিচার এবং স্টুডেন্টরা মিলে একটি ভালো উদ্যোগ নিয়েছে।ভালো কাজের জন্য একটি ফাউন্ডেশন খুলেছে।যেখানে বিপদগ্রস্ত মানুষ,অনাথ শিশু,পথ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করা।আপনিও যদি ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান,তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।যারা ফাউন্ডেশনের মেম্বার,তাদের সবারেই এই ফাউন্ডেশন।
আজ রাত ৮ঃ৩০ এ ফাউন্ডেশন উদ্বোধন করা হবে।

সম্মান জোড় করে পাওয়া যায় না।সম্মানটা সব সময় মন থেকে আসে।আর কিছু বলার নেই🥹
27/12/2022

সম্মান জোড় করে পাওয়া যায় না।সম্মানটা সব সময় মন থেকে আসে।আর কিছু বলার নেই🥹

Address

Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Acme Freelancing by Asad Ahmed Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Acme Freelancing by Asad Ahmed Raj:

Share