18/09/2025
বইয়ের নামঃ এই পৃথিবীর অন্তঃপুরে
লেখকঃ আদিত্য অনীক
প্রচ্ছদঃ সাগর
প্রথম প্রকাশঃ জুন-২০২১
আদিত্য অনিক প্রকাশনী
বই মানুষের জ্ঞানের অন্যতম উৎস। আর্নেস্ট বলেছেন, বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই। বই যেমন মানুষকে বিনোদন দেয় তেমনি বই একাকিত্ব দূর করতে সক্ষম।
🔶 লেখক পরিচিতিঃ লেখক আদিত্য অনীক। জন্ম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা মধুপুর জঙ্গল সংলগ্ন নিবির নিসর্গে। প্রকৃতি ও মানুষের সাথে যুদ্ধ করতে করতে বেড়ে ওঠা। জীবনের পাতায় পাতায় অলৌকিক বাস্তবতার অজস্র আলেখ্য। প্রকাশিত কাব্যাগ্রন্থঃ বেদনার নিঃশব্দ কোলাহল, পাললিক গেরস্থালি, ঋদ্ধ কৃঞ্চচূড়া তোমাকে, সীমানা বাড়িয়ে দাও, কবে আসবে তুমি? তুমি ভালো আছো? নষ্ট মানুষ, হারিয়ে যাবার পথ ইত্যাদি। ছড়া গ্রন্থঃ ভাল খোকা, ছন্নছাড়া ছড়া। উপন্যাসঃ টাঙ্গুয়ার প্রেতাত্মা, পাহাড় নদী ও মাধবী, নীল কুটরির ভূত, এডভেঞ্চার ইন মধুপুর জঙ্গল, প্রত্যাশা এখন হৃদয়ের কাছে, অভিসার, ছনাদা ও আমাদের মুক্তিযুদ্ধ, ইবনে বতুতার দাসী, উত্তরের সেক্টর, আকাশ প্রিয়তি, খেলাঘর, সারিকার বীতশোক ইত্যাদি।
🔶 বইয়ের নামকরণঃ বইয়ের নাম পড়লেই পাঠক খুব সহজে বুঝে যাবেন, লেখক বইটি কোন বিষয়ের উপরে লিখেছেন। লেখক পৃথিবী ও মানুষের সৃষ্টি রহস্য বইটিতে তুলে ধরেছেন৷
🔶প্রচ্ছদঃ বই কিনতে গেলে পাঠকের সর্বপ্রথম প্রচ্ছদে চোখ পড়ে। প্রচ্ছদ দেখেই অধিকাংশ পাঠক বই সম্পর্কে ধারণা লাভ করেন। বইয়ের সাথে প্রচ্ছদের দারুণ মিল পাওয়া যায়।
🔶ভাষার মানঃ বলতে গেলে বইয়ের মান উন্নতমানের। বাইন্ডিং ও কাগজের মান ভালো ছিল৷
🔶বইয়ের বর্ননাঃ এই পৃথিবীর অন্তঃপুরে বইটি মূলত একটি শিক্ষনীয় বই বলা চলে। বইটিতে যে ধরণের লেখা রয়েছেঃ ভূমিকম্প, ভূমিকম্প সম্পর্কে লোককাহিনি, ভূমিকম্প আসলে কী? মহাদেশগুলো কীভাবে সরে? প্লেট টেকটনিক, পৃথিবীর গঠন কাঠামো, সমুদ্র তলদেশের বিস্তার, প্রথম মানুষ কে? মিথ ও ধর্ম, কে প্রথম মানুষ? ফসিল, টাইম মেশিন, ডিএনএ কথা বলে, জিন কথা বলে।
পাঠ প্রতিক্রিয়াঃ বইটি যেহেতু একটি শিক্ষনীয় বই সেক্ষেত্রে আমি অনেক বিষয় সম্পর্কে জেনেছি। ইতিপূর্বে অনেকেই এই সৃষ্টি রহস্য সম্পর্কে কিছুটা অবগত থাকবেন।
অর্ডার কনফার্ম করতে নক দিন আদিত্য অনীক প্রকাশনী পেইজে অথবা হোয়াটসঅ্যাপ করুন- 01304-439927