আদিত্য অনীক প্রকাশনী

আদিত্য অনীক প্রকাশনী সৃজনশীল বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র
১৯৩ ওয়ারলেস রেলগেট, মগবাজার, ঢাকা
সাশ্রয়ী মূল্যে বই সংগ্রহ করতে কল করুন-01304439927
(1)

ডিসি মহাবিশ্বের দ্রুততম সুপার হিরো হলো ফ্ল্যাশ। ওয়ান্ডারওম্যান,  ব্যাটম্যান, সুপারম্যান এবং অন্যান্য হিরোদের সাথে অপরাধ ...
19/09/2025

ডিসি মহাবিশ্বের দ্রুততম সুপার হিরো হলো ফ্ল্যাশ। ওয়ান্ডারওম্যান, ব্যাটম্যান, সুপারম্যান এবং অন্যান্য হিরোদের সাথে অপরাধ এবং যুদ্ধে প্রতিপক্ষের সাথে লড়াই করতে সে তার আশ্চর্যজনক গতি ব্যবহার করে। তারা একই ইউনিভার্সের সুপার ফ্রেন্ডস হিসেবে পরিচিত। ফ্ল্যাশ অতীতে দ্রুত গতি সম্পন্ন ছিল না। কিন্তু এক দুর্ঘটনার পর সে নিজের ভেতর আকস্মিক গতি আবিষ্কার করে। সে দ্রুততম রেসের গাড়ির চেয়েও দ্রুত দৌড়াতে পারে। সে বুলেট ট্রেনকেও ছাড়িয়ে যেতে পারে। সে এই শক্তি কাজে লাগিয়ে শহরের অপরাধীদের ধরে ফেলে। ফলে তার অনেক শত্রুর জন্ম হয়৷ ক্যাপ্টেন কোল্ড, গরিলা গ্রড, মিরর মাস্টার এবং ওয়েদার উইজার্ড ফ্ল্যাশের শত্রু। সে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করার মধ্য দিয়ে জাতিকে রক্ষা করে।

বইঃ দ্য ফ্ল্যাশ
অনুবাদঃ ফরিদা হৃদি
প্রকাশকঃ আদিত্য অনীক প্রকাশনী

বইটি সংগ্রহ করতে নক করুন- আদিত্য অনীক প্রকাশনীর পেইজে অথবা হোয়াটসঅ্যাপ করুন-
01304-439927

লায়ন কিং একটি শিশুতোষ গল্প। এই গল্পে সিংহদের রাজা মাফুসা আর রানি হলেন সারাবি। তাদের একমাত্র ছেলের নাম সিমবা। যিনি ভবিষ্য...
18/09/2025

লায়ন কিং একটি শিশুতোষ গল্প। এই গল্পে সিংহদের রাজা মাফুসা আর রানি হলেন সারাবি। তাদের একমাত্র ছেলের নাম সিমবা। যিনি ভবিষ্যত রাজা। কিন্তু ভবিষ্যত রাজা সিমবাকে মেনে নিতে পারেনি তার চাচা স্কার। তিনি তার ভাতিজা সিমবাকে মারার ষড়যন্ত্র করতে থাকে এবং একদিন সফলও হয়। স্কার যখন বনের রাজা সিমবা তখন মরুভূমিতে বেড়ে ওঠছে। একদিন সিমবার মৃত বাবা তাকে আদেশ করলো সে যেন তার শয়তান চাচার হাত থেকে রাজ্যকে উদ্ধার করে। কেননা এই রাজ্যের প্রকৃত রাজা স্কার নয় সিমবা। সিমবা তার সঙ্গীদের নিয়ে স্কারের সাথে যুদ্ধ করে এবং রাজ্য উদ্ধার করে।

বইঃ লায়ন কিং
প্রকাশকঃ আদিত্য অনীক প্রকাশনী

বইটি সংগ্রহ করতে নক করুন আদিত্য অনীক প্রকাশনীর পেইজে অথবা হোয়াটসঅ্যাপ করুন-
01304-439927

অমর একুশে বইমেলা ২০২৬–এর জন্য পাণ্ডুলিপি আহ্বানআদিত্য অনীক প্রকাশনীতে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, থ্রিলার, ভ্...
18/09/2025

অমর একুশে বইমেলা ২০২৬–এর জন্য পাণ্ডুলিপি আহ্বান
আদিত্য অনীক প্রকাশনীতে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ বিভিন্ন বিষয়ে পাণ্ডুলিপি জমা নেওয়া হচ্ছে।
✅ নির্বাচিত বই প্রকাশের সব খরচ প্রকাশনী বহন করবে।
✅ লেখক রয়্যালটি পাবেন।
✅ গ্রন্থস্বত্ব লেখকের থাকবে।

📩 পাণ্ডুলিপি পাঠানোর ঠিকানা: [email protected]
(PDF/Word, নাম-ঠিকানা-মোবাইলসহ)
📍 সরাসরি জমাঃ ১৯৩ ওয়্যারলেস রেলগেট, মগবাজার, ঢাকা-১২১৭
📲 হোয়াটসঅ্যাপ (শুধুমাত্র মেসেজ): 01304439937

🗓️ শেষ তারিখঃ ৫ অক্টোবর ২০২৫

18/09/2025

আমারে হারাইয়া তুমি যারে পাইছো সেও কি কাউরে হারাইয়া তোমারে পাইছে?

বইঃ তুমি নামক তৃষ্ণা
কবিঃ ফাহমিদ হাসান
আবৃত্তিঃ Riaz Abbase
প্রকাশকঃ আদিত্য অনীক প্রকাশনী

১২+ পাঠকদের জন্য রুডিয়ার্ড কিপলিং এর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য জাংগল বুক’ এর সচিত্র কিশোর ক্লাসিক সিরিজ।সদ্য হাঁটতে শেখা ...
18/09/2025

১২+ পাঠকদের জন্য রুডিয়ার্ড কিপলিং এর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য জাংগল বুক’ এর সচিত্র কিশোর ক্লাসিক সিরিজ।

সদ্য হাঁটতে শেখা এক মানবশিশুকে কুড়িয়ে পেল এক নেকড়ে পরিবার। মোগলি নামের এই ছেলেটি বড় হয়ে উঠতে লাগল জঙ্গলের আর সব পশুদের মতোই। বন্ধু হিসেবে সে পাশে পেল ভালুক বালু আর কালো চিতা বাঘেরাকে। জঙ্গলে তো শত্রুরও অভাব নেই। আছে ধূর্ত বানরের দল আর হিংস্র বাঘ শের খান।

কিন্তু মোগলির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল তার নিজের প্রজাতি- মানুষ! কী করবে এখন সে?

বইঃ দ্য জাংগল বুক
প্রকাশকঃ আদিত্য অনীক প্রকাশনী

অর্ডার করুন পেইজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ-01304439927

সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে হৃদয় দেখা যায় না।
18/09/2025

সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে হৃদয় দেখা যায় না।

বইয়ের নামঃ এই পৃথিবীর অন্তঃপুরে লেখকঃ আদিত্য অনীক প্রচ্ছদঃ সাগরপ্রথম প্রকাশঃ জুন-২০২১আদিত্য অনিক প্রকাশনী বই মানুষের জ্ঞ...
18/09/2025

বইয়ের নামঃ এই পৃথিবীর অন্তঃপুরে
লেখকঃ আদিত্য অনীক
প্রচ্ছদঃ সাগর
প্রথম প্রকাশঃ জুন-২০২১
আদিত্য অনিক প্রকাশনী

বই মানুষের জ্ঞানের অন্যতম উৎস। আর্নেস্ট বলেছেন, বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই। বই যেমন মানুষকে বিনোদন দেয় তেমনি বই একাকিত্ব দূর করতে সক্ষম।

🔶 লেখক পরিচিতিঃ লেখক আদিত্য অনীক। জন্ম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা মধুপুর জঙ্গল সংলগ্ন নিবির নিসর্গে। প্রকৃতি ও মানুষের সাথে যুদ্ধ করতে করতে বেড়ে ওঠা। জীবনের পাতায় পাতায় অলৌকিক বাস্তবতার অজস্র আলেখ্য। প্রকাশিত কাব্যাগ্রন্থঃ বেদনার নিঃশব্দ কোলাহল, পাললিক গেরস্থালি, ঋদ্ধ কৃঞ্চচূড়া তোমাকে, সীমানা বাড়িয়ে দাও, কবে আসবে তুমি? তুমি ভালো আছো? নষ্ট মানুষ, হারিয়ে যাবার পথ ইত্যাদি। ছড়া গ্রন্থঃ ভাল খোকা, ছন্নছাড়া ছড়া। উপন্যাসঃ টাঙ্গুয়ার প্রেতাত্মা, পাহাড় নদী ও মাধবী, নীল কুটরির ভূত, এডভেঞ্চার ইন মধুপুর জঙ্গল, প্রত্যাশা এখন হৃদয়ের কাছে, অভিসার, ছনাদা ও আমাদের মুক্তিযুদ্ধ, ইবনে বতুতার দাসী, উত্তরের সেক্টর, আকাশ প্রিয়তি, খেলাঘর, সারিকার বীতশোক ইত্যাদি।

🔶 বইয়ের নামকরণঃ বইয়ের নাম পড়লেই পাঠক খুব সহজে বুঝে যাবেন, লেখক বইটি কোন বিষয়ের উপরে লিখেছেন। লেখক পৃথিবী ও মানুষের সৃষ্টি রহস্য বইটিতে তুলে ধরেছেন৷

🔶প্রচ্ছদঃ বই কিনতে গেলে পাঠকের সর্বপ্রথম প্রচ্ছদে চোখ পড়ে। প্রচ্ছদ দেখেই অধিকাংশ পাঠক বই সম্পর্কে ধারণা লাভ করেন। বইয়ের সাথে প্রচ্ছদের দারুণ মিল পাওয়া যায়।

🔶ভাষার মানঃ বলতে গেলে বইয়ের মান উন্নতমানের। বাইন্ডিং ও কাগজের মান ভালো ছিল৷

🔶বইয়ের বর্ননাঃ এই পৃথিবীর অন্তঃপুরে বইটি মূলত একটি শিক্ষনীয় বই বলা চলে। বইটিতে যে ধরণের লেখা রয়েছেঃ ভূমিকম্প, ভূমিকম্প সম্পর্কে লোককাহিনি, ভূমিকম্প আসলে কী? মহাদেশগুলো কীভাবে সরে? প্লেট টেকটনিক, পৃথিবীর গঠন কাঠামো, সমুদ্র তলদেশের বিস্তার, প্রথম মানুষ কে? মিথ ও ধর্ম, কে প্রথম মানুষ? ফসিল, টাইম মেশিন, ডিএনএ কথা বলে, জিন কথা বলে।

পাঠ প্রতিক্রিয়াঃ বইটি যেহেতু একটি শিক্ষনীয় বই সেক্ষেত্রে আমি অনেক বিষয় সম্পর্কে জেনেছি। ইতিপূর্বে অনেকেই এই সৃষ্টি রহস্য সম্পর্কে কিছুটা অবগত থাকবেন।

অর্ডার কনফার্ম করতে নক দিন আদিত্য অনীক প্রকাশনী পেইজে অথবা হোয়াটসঅ্যাপ করুন- 01304-439927

জীবনে পজিটিভ থিংকিং কেন প্রয়োজন?১। সবাই সফলতা পেতে চায়। এক্ষেত্রে সবাই একধাপ এগিয়ে। শূন্য থেকে একধাপ এগিয়ে যেতে কার না ভ...
18/09/2025

জীবনে পজিটিভ থিংকিং কেন প্রয়োজন?

১। সবাই সফলতা পেতে চায়। এক্ষেত্রে সবাই একধাপ এগিয়ে। শূন্য থেকে একধাপ এগিয়ে যেতে কার না ভালো লাগে। কিন্তু অল্পসংখ্যক লোকই সফল হতে পারে। বিপুল সংখ্যক মানুষ জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও সফলতার শিখরে পৌঁছাতে পারে না। একজন মানুষ তখনই সফল হয় যখন সে তার শারীরিক ও আত্মীক উন্নতির জন্য চেষ্টা করে। কোনো মানুষই পরিশ্রম ছাড়া সফল হতে পারেনি। পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের প্রত্যেকেই কঠোর পরিশ্রম ও সাধনা করে সফল হয়েছেন।
আপনি যদি সফল হতে চান তবে অবশ্যই আপনাকে পজিটিভ থিংকিং বইটি পড়তে হবে।

২। মানুষের মধ্যে ম্যাকানিকাল ও কেমিক্যাল রিয়েকশন ছাড়া ও আরো এক ধরনের রিয়েকশন হয় তা হলো বায়োকেমিক্যাল রিয়েকশন। আমাদের যত আবেগ-অনুভূতি সবই শরীরের বিশেষ করে ব্রেইনের ভিতরের কতিপয় হরমোন আর বায়োকেমিক্যাল পদার্থের ফলশ্রুতি। এই আবেগ-অনুভূতি যেমন আমাদেরকে কাজে উদ্বুদ্ধ করে তেমনি সময়ে সময়ে নিরুৎসাহিত করে। আমাদেরকে দয়ালু করে আবার কখনো কখনো নিষ্ঠুর করে তোলে। কখনো কখনো এই ইমোশন আমাদেরকে পিছনে টেনে ধরে। এদেরকেই বলা হয় নেগেটিভ ইমোশন। এই নেগেটিভ ইমোশন থেকে বের হবার উপায় জানতে পজিটিভ থিংকিং বইটি অবশ্যই পড়তে হবে।

৩। যা জানতে হবে-মানতে হবে। বয়স ত্রিশ হওয়ার আগেই কোন কাজগুলো অবশ্যই করতে হবে?
অনেকেই আছেন যারা সময় থাকতে প্রতিষ্ঠিত না হয়ে অর্থকষ্টে পড়ে ফেলে আসা সময়ের কথা মনে করে আপসোস করেন। এই বইটি আপনাকে সঞ্চয়ী করে তুলবে।
মানুষ পরিস্থিতিতে পড়ে জ্ঞান অর্জন করে। বুদ্ধিমানরা বাকিদের দেখে শিখে। পজিটিভ থিংকিং আপনার বিবেববোধবে জাগ্রত করবে।
কিছু কিছু মানুষ রয়েছে যারা কাউকে কষ্ট দিতে পারে না। কষ্ট পাবে বলে তারা নিজের জন্য কষ্টকর, অসহনীয় ও অরুচিকর অপরের প্রস্তাবনা বা অনুরোধ মুখ বুঝে মেনে নেয় ও তাদেরকে খুশি করার জন্য অন্যায় ও অসহনীয় কাজ করে। কারণ , তারা না বলতে শিখে নি।
পজিটিভ থিংকিং বইয়ে আপনি শিখেতে পারবেন, আপনাকে কখন না বলা শিখতে হবে।

৪। একজন ইতিবাচক মানুষের কাছে সফলতা হচ্ছে স্বপ্ন দূরত্বে ইট ছুঁড়ে মারার মতো সহজ। কিন্তু একজন নেতিবাচক মানুষের কাছে সফলতা হচ্ছে পাহাড়সম প্রতিবন্ধকতা। তাই সবসময় ইতিবাচক চিন্তা করবেন পাশাপাশি নেতিবাচক মানুষদের এড়িয়ে চলবেন।

৫। হয় আপনি বাস্তবতার সাথে আপোশ করুন, আর নাহয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে। আপনি যদি শুধুই কল্পনা করতে থাকেন স্বাভাবিকভাবেই আপনি কিছুই হতে পারবেন না। কল্পনা করতে করতেই আপনার মূল্যবান সময় নষ্ট হবে। আবার ভবিষ্যৎ নিয়ে কল্পনা করলে আপনি কাজই শুরু করতে পারবেন না। পজিটিভ থিংকিং বইটি আপনাকে বাস্তববাদী করতে তুলবে।

বইটি অর্ডার করতে নক করুন আদিত্য অনীক প্রকাশনী পেইজে অথবা হোয়াটসঅ্যাপ করুন- 01304-439927

বই: আলী বাবা ও চল্লিশ চোর বিষয়ঃ  গল্পপ্রকাশকঃ আদিত্য অনীক প্রকাশনী আলী বাবা ও চল্লিশ চোর একটি জনপ্রিয় লোককাহিনী, যা 'আর...
18/09/2025

বই: আলী বাবা ও চল্লিশ চোর
বিষয়ঃ গল্প
প্রকাশকঃ আদিত্য অনীক প্রকাশনী

আলী বাবা ও চল্লিশ চোর একটি জনপ্রিয় লোককাহিনী, যা 'আরব্য রজনী' বা 'এক হাজার এক রাতের' গল্পের একটি অংশ। গল্পটি মূলত আলি বাবা নামের এক দরিদ্র কাঠুরেকে নিয়ে, যিনি চল্লিশ জন ডাকাতের একটি দলের গোপন আস্তানার সন্ধান পান। এই আস্তানার দরজা ""খুল্, তিল!"" এই মন্ত্রে খোলা যেত এবং আলি বাবা ঘটনাক্রমে এই মন্ত্র আবিষ্কার করেন। এরপর তিনি গুহা থেকে কিছু সম্পদ চুরি করে ধনী হন, কিন্তু চোর সর্দার যখন এই ঘটনা জানতে পারে, তখন সে আলি বাবার খোঁজে বের হয়। গল্পটি আলি বাবার বুদ্ধিমত্তা এবং চোরদের বোকামির মাধ্যমে এগিয়ে যায়, যেখানে আলি বাবা বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরদের হাত থেকে নিজেকে ও তার পরিবারকে রক্ষা করেন।

সম্পূর্ণ গল্পটি পড়তে বইটি সংগ্রহ করুন। বই সংগ্রহ করতে নক করুন আদিত্য অনীক প্রকাশনী পেইজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে- 01304-439927

18/09/2025

#জরুরিবিষয়
এবার ভেবেছিলাম, অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ৩ বার পাণ্ডুলিপি আহ্বান করব। যে সকল পাণ্ডুলিপি প্রকাশনী যাচাই-বাছাই করে সিলেক্ট করবে সেগুলো আদিত্য অনীক প্রকাশনীর খরচে প্রকাশ হবে। প্রথমবার পাণ্ডুলিপি আহ্বানের পর আমরা প্রকাশনীর খরচে ৫ টি বই প্রকাশ করেছিলাম। আপনারা অনেকেই জানেন যে, আদিত্য অনীক প্রকাশনী দ্বিতীয়বারের মতো পাণ্ডুলিপি আহ্বান করেছে। এবার ও ৫ টি পাণ্ডুলিপি প্রকাশনীর খরচে প্রকাশ হবে।
ধন্যবাদ সবাইকে।

প্যারেন্টিং হলো মানব জীবনের মহত্তম কাজ। কাজটা খুবই কঠিন। আত্মবিশ্বাসী ও সকলগুণে গুণান্বিত সন্তান গড়ে তোলা মোটেই কোনো সহজ...
18/09/2025

প্যারেন্টিং হলো মানব জীবনের মহত্তম কাজ। কাজটা খুবই কঠিন। আত্মবিশ্বাসী ও সকলগুণে গুণান্বিত সন্তান গড়ে তোলা মোটেই কোনো সহজ কাজ নয়। তবে এ বইয়ের পরামর্শগুলো মাথায় রাখলে আশা করি কাজটা খুব বেশি ভীতিকর হবে না।
সন্তানের বৈষয়িক উন্নতি-অবনতির দিকে নজর রাখেন। তাদের চারিত্রিক শুদ্ধাচার ও পারলৌকিক সফলতা নিয়ে কিছুই ভাবেন না। কিছু প্যারেন্ট শুধু সন্তানের চারিত্রিক শুদ্ধাচার ও পারলৌকিক সফলতা নিয়েই চিন্তা করেন, পার্থিব উন্নতি ও প্রতিষ্ঠা নিয়ে চিন্তা করেন না। এ জাতীয় চিন্তার কারণে প্রকারান্তরে তারা নিজেরাই যে ধর্মীয় বিধান লঙ্ঘন করছেন, সে দিকেও তাদের খেয়াল নেই। কিছু প্যারেন্টের সন্তানের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে খুব সহজেই পিতা-মাতাকে জিম্মি করে নামী-দামি মোবাইল, ক্যামেরা, ট্যাব, মোটরসাইকেলের সাথে ওয়াইফাই সংযোগ এবং হাজার হাজার নগদ টাকা বাগিয়ে নিচ্ছে সন্তানরা। আবার সংখ্যায় কম হলেও কিছু প্যারেন্ট তাদের সন্তানের সুষ্ঠু গঠন, বিকাশ ও প্রতিষ্ঠাকে গুরুত্ব দেন। তারা সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ, সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে খুবই যত্নবান। এরা সন্তানের সব প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রাখার পাশাপাশি স্নেহের শাসনও করেন। তারা সন্তানকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন; কিন্তু কোনো অন্যায় কর্ম ও আবদারকে প্রশ্রয় দেন না। এরাই যথার্থ প্যারেন্টস।

বইঃ কনশাস প্যারেন্টিং
লেখকঃ ব্রস এইচ. লিপটন.পিএইচ.ডি
প্রকাশকঃ আদিত্য অনীক প্রকাশনী

অর্ডার কনফার্ম করতে নক দিন আদিত্য অনীক প্রকাশনীর পেইজে।

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when আদিত্য অনীক প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category