The Life with ARAFATshuvo

The Life with ARAFATshuvo This page was created from my favorite. I like to take pictures so I will try to frame the beautifu

হাঙ্গেরি (Hungary) সম্পর্কে জানা প্রয়োজন কিছু তথ্যহাঙ্গেরি হলো ইউরোপের একটি সুন্দর দেশ, যা ২০০৪ সাল থেকে ইউরোপীয়ান ইউনিয়...
04/08/2025

হাঙ্গেরি (Hungary) সম্পর্কে জানা প্রয়োজন কিছু তথ্য

হাঙ্গেরি হলো ইউরোপের একটি সুন্দর দেশ, যা ২০০৪ সাল থেকে ইউরোপীয়ান ইউনিয়নের (EU) সদস্য। এটি সেনজেন ভিসার অন্তর্ভুক্ত এবং চারপাশে রয়েছে অস্ট্রিয়া, স্লোভাকিয়া, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া। রাজধানীর নাম বুদাপেস্ট। হাঙ্গেরির কারেন্সি ফোরিন্টো (Forint)।



হাঙ্গেরিতে পড়াশোনার জন্য মূল তথ্য

১. Bachelor ডিগ্রির জন্য SSC ও HSC এ কত নম্বর লাগে?
SSC ও HSC-এ যদি ৩+৩ GPA থাকে, তাহলে সহজে Bachelor-এর জন্য আবেদন করা যায়। কিছু ইউনিভার্সিটি কম GPA নিয়েও আবেদন গ্রহণ করে।

২. Master’s ডিগ্রির জন্য CGPA কত লাগবে?
সাধারণত মিনিমাম CGPA ২.৭৫ লাগে, ভালো ইউনিভার্সিটিতে CGPA ৩ এর আশেপাশে দরকার।

৩. ইংরেজি দক্ষতার স্কোর প্রয়োজনীয়তা
• Bachelor এর জন্য:
• IELTS: ৫.৫ থেকে ৬
• TOEFL: ৬০ থেকে ৮০
• Duolingo: ৯০ থেকে ১০৫
• Cambridge English: B2 level (১৬০-১৭৯)
• PTE: ৫০-৫৮
• Master’s এর জন্য:
• IELTS: ৬ থেকে ৬.৫ (কোনো ব্যান্ড ৫.৫ এর নিচে না)
• TOEFL: ৭২-৯০
• Duolingo: ৯৫-১২০
• Cambridge: B2 বা C1 level

৪. IELTS ছাড়া আবেদন করা যাবে?
হ্যাঁ, বেশ কিছু বিশ্ববিদ্যালয় IELTS ছাড়া আবেদন গ্রহণ করে, তবে ইন্টারভিউ দিতে হবে। যেমন: Wekerle Business School, University of Gyor, University of Debrecen, BMU।

৫. টিউশন ফি কত?
• Bachelor এর জন্য প্রায় ২,০০০ থেকে ১২,০০০ ইউরো
• Master’s এর জন্য প্রায় ৩,০০০ থেকে ১৫,০০০ ইউরো

৬. স্টুডেন্ট ভিসার ইনটেক
প্রতি বছর দুইটি ইনটেক হয়: ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর।

৭. IELTS থাকলেও কি ইন্টারভিউ দিতে হয়?
হ্যাঁ, বেশিরভাগ ইউনিভার্সিটিতে IELTS থাকলেও ছোট ইন্টারভিউ হয়।

৮. আবেদন ফি
ইউনিভার্সিটি ও কলেজের আবেদন ফি থাকে।

৯. অফার লেটার পেলে টিউশন ফি পেমেন্ট
অফার লেটার পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে টিউশন ফি দিতে হয়।

১০. ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাতে হয়?
প্রায় ২০ লাখ টাকা, তবে টিউশন ফির পরিমাণ অনুযায়ী এই টাকার পরিমাণ বাড়তে বা কমতে পারে।

১১. ব্যাংক স্টেটমেন্ট কত মাসের লাগে?
৬ মাসের।

১২. কার নামে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন?
সাধারণত প্যারেন্টসের নামে দেখানো বেস্ট অপশন।

১৩. স্টুডেন্ট ভিসায় থাকা খাওয়া খরচ তুলা যায়?
থাকা ও খাওয়ার খরচ তুলতে পারবেন, টিউশন ফি তুলতে পারবেন যদি তা কম হয়।

১৪. Spouse allowed?
না, হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় spouse allowed নয়।

১৫. গ্যাপ ইয়ার
৫ থেকে ৭ বছর পর্যন্ত গ্যাপ মানা হয়, ৫ বছরের বেশি হলে ভিসা পাওয়া কঠিন।

১৬. এমবেসি ইন্টারভিউ দিতে হবে?
হ্যাঁ, ফাইল জমা দিলে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে।

১৭. PR পাওয়া যায়?
হ্যাঁ, কিন্তু প্রক্রিয়াটি জটিল।

১৮. ফুল টাইম কাজ করা যায়?
না, স্টুডেন্ট হিসাবে ফুলটাইম কাজ করার অনুমতি নেই। পার্টটাইম এবং হলিডেতে ফুলটাইম কাজ করা যায়।

প্যারিস মেট্রোর ৯ এবং ১৪ নং লাইন আগামীকাল সোমবার ৪ আগস্ট রাত পৌনে ১১ টা থেকে ৮ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ৯ আগস্ট থেকে যথ...
03/08/2025

প্যারিস মেট্রোর ৯ এবং ১৪ নং লাইন আগামীকাল সোমবার ৪ আগস্ট রাত পৌনে ১১ টা থেকে ৮ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ৯ আগস্ট থেকে যথারীতি আগের মতোই চলবে। আজ ৩ আগস্ট RATP কর্তৃপক্ষ নোটিশে এই তথ্য জানিয়ে বলেছে লাইন দুটিতে সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে। বিকল্প বাসের ব্যবস্থা থাকবে।

29/07/2025

কদর বাড়ে দরকার পরলে🫰

কিভাবে সম্ভব?
21/07/2025

কিভাবে সম্ভব?

21/07/2025

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা।

10/07/2025

৭ বছর পরে এসে রিয়ালাইজ করলাম এইচএসসির রেজাল্ট টা আসলে ধুয়ে পানিও খাওয়া হচ্ছে না আমার

15/05/2025

🇫🇷 স্টাডি ইন ফ্রান্স – আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ! 🇫🇷
📅 সেপ্টেম্বর ২০২৫ ইনটেক চলছে – এখনই প্রস্তুতি নিন!

🎓 Bachelor | Master | Diploma – সকল প্রোগ্রামে আবেদনযোগ্য
IELTS ছাড়াই ফ্রান্সে পড়াশোনার সুযোগ!

ফ্রান্স স্টুডেন্ট ভিসা – প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্ন ১: ফ্রান্সে পড়াশোনার জন্য কি IELTS লাগবে?
উত্তর: না! অনেক ইনস্টিটিউশন ইংরেজি মিডিয়াম স্টাডির প্রমাণস্বরূপ Medium of Instruction (MOI) গ্রহণ করে, তাই IELTS ছাড়া আবেদন করা সম্ভব।

প্রশ্ন ২: কোন কোন প্রোগ্রামে আবেদন করা যাবে?
উত্তর: ব্যাচেলর, মাস্টার্স এবং ডিপ্লোমা প্রোগ্রাম – তিনটিতেই আবেদন করা যায়।

প্রশ্ন ৩: স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য কি না?
উত্তর: হ্যাঁ, ফ্রান্সে সাধারণত ৫-৭ বছর পর্যন্ত স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য।

প্রশ্ন ৪: ভিসা প্রসেসিংয়ে কতদিন সময় লাগে?
উত্তর: সব মিলিয়ে প্রায় ৯০-১২০ দিন সময় লাগতে পারে।

প্রশ্ন ৫: স্পাউস সহ আবেদন করা যাবে কি না?উত্তর: সাধারণত প্রথমবারে স্পাউস নিয়ে যাওয়া যায় না। তবে পরবর্তীতে স্পাউস ভিসার জন্য আবেদন করা যেতে পারে।

.

অনেক নাটকীয়তা শেষে শুরু হলো পাক-ভারত সরাসরি যুদ্ধ। ভারত প্রথমে আক্রমণ করলেও মাত্র ৫ মিনিটের ব্যবধানে পাকিস্তান পাল্টা আঘ...
07/05/2025

অনেক নাটকীয়তা শেষে শুরু হলো পাক-ভারত সরাসরি যুদ্ধ। ভারত প্রথমে আক্রমণ করলেও মাত্র ৫ মিনিটের ব্যবধানে পাকিস্তান পাল্টা আঘাত হানে — যা যুদ্ধ ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত!
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতিও কম হয়নি:
১. পাকিস্তান ধ্বংস করেছে ভারতের ২টি যুদ্ধবিমান, ১ হেলিকপ্টার, ৪ নজরদারি ড্রোন। নিহত ২২ ভারতীয় সেনা। পাকিস্তান দাবি করছে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত এবং কিছু সেনা গ্রেফতার।
২. ভারত ধ্বংস করেছে একটি এফ-১৬। নিহত ৭ পাক সেনা ও এক শিশু।
৩. ভারত হামলা চালিয়েছে ৯ বার তিন জায়গায়, পাকিস্তান ১৫ বার পাঁচ জায়গায়।
৪. ভারত এক মসজিদ ধ্বংস করেছে, পাকিস্তান গুঁড়িয়ে দিয়েছে শ্রীনগরের ভারতীয় এয়ারবেইজ।
৫. মিসাইল যুদ্ধে ভারত ছুড়েছে ৯টি ব্যালিস্টিক মিসাইল, পাকিস্তান ছুড়েছে ১৫টি (ক্রুজ ও ব্যালিস্টিক)।
৬. ভারত ধ্বংস করেছে একটি বাড়ি, পাকিস্তান ধ্বংস করেছে ৪টি সেনা ছাউনি।
বর্তমান অবস্থা:
ভারতীয় সেনারা এখনো পাক সীমান্তে প্রবেশে ব্যর্থ। বিপরীতে, দেড় শতাধিক পাক সেনা ঢুকে পড়েছে জম্মুর ভিতরে এবং স্থল অভিযান চালাচ্ছে!
তথ্যসূত্র: আল-জাজিরা ও আন্তর্জাতিক গণমাধ্যম

26/04/2025

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহিদ হয় পটুয়াখালীর জসিম উদ্দিন। তাঁর মেয়ে গিয়েছিল বাবার কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে সে যাচ্ছিল নানাবাড়ি।

হঠাৎ মুখ চেপে ধরে প্রয়াত বিএনপি নেতা মামুন মুন্সির ছেলে সাকিব ও আরেক বখাটে সিফাত নামের দুইজন। অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী এক ভিটা বাগানে।

গ্যাং রেপ করে মেয়েটিকে। জুলাই আন্দোলনে পিতৃহীন হয়ে পড়া ধর্ষিতা এই মেয়েটির বয়স মাত্র ১৭ বছর।

মেয়েটির নগ্ন দেহের ছবিও তুলে রাখে তারা। যে মেয়ের পিতা দেশের জন্য কদিন আগেই জীবন দিয়েছে, সে মেয়েটিকে সেই দেশে গত ১৯ মার্চ ধর্ষিত হতে হয়।

পিতা হারিয়ে যে নানার কাছে সে আশ্রিত ছিল, সে নানাও এর এক মাস আগে মারা গেছেন। সেই মেয়েটির লাশ আজ রশিতে ঝুলা অবস্থায় উদ্ধার হয়েছে।
লামিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন,ধ*র্ষ*নের এ ঘটনায় যারা গ্রেফতার হয়েছিলেন তারা জামিন পেয়েছে। এছাড়া যারা চিহ্নিত অপরাধী ছিলেন তারাও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ধারণা করা হচ্ছে, ধর্ষণ মামলায় গ্রেফতারকৃতরা জামিন পেয়েছে এমন সংবাদে মর্মাহত হয়েই আত্মহত্যা করেছে।এই মেয়েটা কে আমরা সবাই মিলে আত্মহত্যা করতে বাধ্য করেছি ।মেয়ে টার ধর্ষণ হওয়ার পর এনসিপি কত নেতা পটুয়াখালী আসলো বিএনপি এর তারেক রহমান কল দিলো ফ্রেম নেয়া শেষ এগুলা নিয়ে নিউজ হইসে মানুষ দেখছে শেষ তার পর ওই মেয়ের খবর কে নেয় বাহ নেয়ার কি টাইম আছে কারা কিভাবে ক্ষমতায় আসবে সেইটা হইলো বিষয় 👏👏

25/04/2025

ANVERS PARIS FRANCE ❤️‍🔥

16/04/2025

তুমুল ভাবে বৃষ্টি হচ্ছে তুমুল ভাবে বিক্রি ও হচ্ছে।

07/04/2025

Our Hamza Choudhury 🤍
🇯🇴

_Soul Football

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Life with ARAFATshuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Life with ARAFATshuvo:

Share