
25/07/2025
"আমি তোমাদেরকে সাদাকাহ করার আদেশ করছি। কেননা এর উপমা হলো ওই ব্যক্তির মতো, যাকে তার শত্রুরা বন্দি করে ফেলেছে। এরপরে তার হাতকে গর্দানের সাথে বেঁধেছে এবং তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য অগ্রগামী করা হচ্ছে। তখন এই ব্যক্তি তার শত্রুদেরকে বলতে লাগল, আমি আমার কম-বেশি সব ধরনের সম্পদের বিনিময়ে তোমাদের থেকে মুক্তি চাচ্ছি। ফলে সে নিজেকে তার সম্পদের বিনিময়ে মুক্ত করে নিল।”(জামিউত তিরমিজি: ২৮৬৩)
এই হাদিসটি আমলের দলিল ও প্রমাণ। কেননা বিপদ-আপদ দূর করার ক্ষেত্রে দান-সাদাকাহর বিরাট প্রভাব রয়েছে। এমনকি যদি এই দান-সাদাকাহ কোনো পাপাচার, জালিম বরং কাফিরও করে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের জীবনে বয়ে চলা বিভিন্ন ধরনের বিপদ দূর করে দেন। এ বিষয়টি সাধারণ ও বিশেষ সবার কাছেই সুস্পষ্ট। আর জমিনবাসী সবাই এই বিষয়টি স্বীকার করে। তা ছাড়া সবাই এ বিষয়ে অভিজ্ঞ।
বই: আল ওয়াবিলুস সায়্যিব - পৃষ্ঠা : ৮১
ছবি : Habib Bin Anwar