
07/07/2025
জিকির আল্লাহর নিয়ামতকে টেনে আনে এবং বিপদ-আপদকে দূর করে। জিকির যেভাবে নিয়ামতকে টেনে আনে এবং বিপদকে দূর করে, তা অন্য কোনো কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন,
إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
"আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে দূর করে দেবেন। আর আল্লাহ কোনো বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে পছন্দ করেন না।” _______ সূরা আল-হজ: ৩৮
পাশাপাশি শয়তান ও নফস থেকে আত্মরক্ষা, অন্তরের রোগ ও তার চিকিৎসা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার উপায়সমূহ এই গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে তিনি দেখিয়েছেন—জিকির কীভাবে মানুষের অন্তরকে জীবন্ত করে, পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নিকটবর্তী করে তোলে।
বাংলা অনুবাদে বইটি সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়েছে, যাতে সাধারণ পাঠকও বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। তাই এই বই শুধু তথ্যভিত্তিক নয়, বরং পাঠকের অন্তরজগৎকে আলোড়িত করে; তাকে নিয়ে যায় আত্মজিজ্ঞাসা ও আল্লাহর নৈকট্যের পথে।
লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ.
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা: ৪৪৮
#যোগাযোগ: 01785-518820
#ইসলামিকবই #যিকির #ইবনুলকায়্যিম #ইসলাম #দোয়া #জান্নাতেরপথ