সীরাহ প্রকাশ

সীরাহ প্রকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

জিকির আল্লাহর নিয়ামতকে টেনে আনে এবং বিপদ-আপদকে দূর করে। জিকির যেভাবে নিয়ামতকে টেনে আনে এবং বিপদকে দূর করে, তা অন্য কোনো ...
07/07/2025

জিকির আল্লাহর নিয়ামতকে টেনে আনে এবং বিপদ-আপদকে দূর করে। জিকির যেভাবে নিয়ামতকে টেনে আনে এবং বিপদকে দূর করে, তা অন্য কোনো কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন,

إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ

"আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে দূর করে দেবেন। আর আল্লাহ কোনো বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে পছন্দ করেন না।” _______ সূরা আল-হজ: ৩৮

পাশাপাশি শয়তান ও নফস থেকে আত্মরক্ষা, অন্তরের রোগ ও তার চিকিৎসা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার উপায়সমূহ এই গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে তিনি দেখিয়েছেন—জিকির কীভাবে মানুষের অন্তরকে জীবন্ত করে, পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নিকটবর্তী করে তোলে।

বাংলা অনুবাদে বইটি সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়েছে, যাতে সাধারণ পাঠকও বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। তাই এই বই শুধু তথ্যভিত্তিক নয়, বরং পাঠকের অন্তরজগৎকে আলোড়িত করে; তাকে নিয়ে যায় আত্মজিজ্ঞাসা ও আল্লাহর নৈকট্যের পথে।

লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ.
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা: ৪৪৮

#যোগাযোগ: 01785-518820

#ইসলামিকবই #যিকির #ইবনুলকায়্যিম #ইসলাম #দোয়া #জান্নাতেরপথ

03/07/2025

📖 আল-ওয়াবিলুস সায়্যিব _ ইসলামিক স্কলারদের প্রিয় বই
🖋 ইমাম ইবনু কায়্যিম আল-জাওযিয়্যাহ (রহ.)

একটি অন্তর্ভেদী আত্মশুদ্ধিমূলক গ্রন্থ—যা পাঠককে শুধুমাত্র ইসলামী জ্ঞানেই সমৃদ্ধ করে না, বরং তার হৃদয়ের গভীরে জিকির, ইবাদত ও আল্লাহভীতির আলো জ্বেলে দেয়।

📖 এই বইতে রয়েছে এমন সব যিকির ও দোয়া, যেগুলো রাসূলুল্লাহ (সা.) এর হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলো মানুষের অন্তরকে আলোকিত করে জান্নাতের পথে পরিচালিত করে।
📚 বইটির অনুবাদ করেছেন প্রখ্যাত আলেম - সাইফুল্লাহ আল মাহমুদ।
🔖 আত্মার প্রশান্তি খুঁজছেন? এই বইটি হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী।

বই: আল ওয়াবিলুস সায়্যিব
লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ.
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা: ৪৪৮

#যোগাযোগ: 01785-518820

#ইসলামিকবই #যিকির #আলওয়াবিলুসসাইয়্যিব #ইবনুলকায়্যিম #ইসলাম #দোয়া #জান্নাতেরপথ

30/06/2025

জিকির বান্দা ও তার রবের মধ্যেকার একাকিত্ব দূর করে দেয়। কেননা যে জিকির করে, তার সাথে যেন আল্লাহ সর্বদা থাকে। আর যে ব্যক্তি গাফিল, তার ও আল্লাহর মাঝে অনেক ব্যবধান থাকে। আর আল্লাহর জিকির ব্যতীত অন্তরের ময়লা বা জং দূর হয় না।
_________________বই: আল ওয়াবিলুস সায়্যিব

সর্বদা জিকির আল্লাহকে ভুলে যাওয়া থেকে নিরাপদ রাখে। কেননা আল্লাহকে ভুলে যাওয়া বান্দার জীবন ও পরকাল উভয় জগতের জন্য ক্ষতির...
25/06/2025

সর্বদা জিকির আল্লাহকে ভুলে যাওয়া থেকে নিরাপদ রাখে। কেননা আল্লাহকে ভুলে যাওয়া বান্দার জীবন ও পরকাল উভয় জগতের জন্য ক্ষতির কারণ। আর আল্লাহকে ভুলে যাওয়া মানে, বান্দা নিজের জীবন ও নিজের কল্যাণকে ভুলে যাওয়া।

📖 এই বইতে রয়েছে এমন সব যিকির ও দোয়া, যেগুলো রাসূলুল্লাহ (সা.) এর হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলো মানুষের অন্তরকে আলোকিত করে জান্নাতের পথে পরিচালিত করে।
📚 বইটির অনুবাদ করেছেন প্রখ্যাত আলেম - সাইফুল্লাহ আল মাহমুদ।
🔖 আত্মার প্রশান্তি খুঁজছেন? এই বইটি হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী।

বই: আল ওয়াবিলুস সায়্যিব
লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ.
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা: ৪৪৮

#যোগাযোগ: 01785518820

#ইসলামিকবই #যিকির #আলওয়াবিলুসসাইয়্যিব #ইবনুলকায়্যিম #ইসলাম #দোয়া #জান্নাতেরপথ

 #আলহামদুলিল্লাহ বই চলে আসছে
21/06/2025

#আলহামদুলিল্লাহ বই চলে আসছে

19/06/2025

মেসওয়াক করা সুন্নাত এবং তাতে বহুবিধ উপকার রয়েছে। সেগুলো থেকে কিছু উপকারিতার কথা নিচে উল্লেখ করা হলো

* মুখ পরিষ্কার হয়।

* আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়।

* ফেরেশতাগণ খুশি হন।

* দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।

* দাঁতের সৌন্দর্য বৃদ্ধি পায়।

* মাড়ি মজবুত হয়।

* বার্ধক্য দেরিতে আসে।

* খাবার দ্রুত হজম হয়।

* কফ হয় না।

* পাকস্থলী শক্তিশালী হয়।

* শয়তান অসন্তুষ্ট হয়।

* নেকী বৃদ্ধি পায়।

16/06/2025

▌যাদু , বদনজর, হিংসার শরীয় চিকিৎসা...

📖 যে যিকির জান্নাতের পথ দেখাবে 🌿ইমাম ইবনুল কায়্যিম (রহ.) এর কালজয়ী রচনা "আল-ওয়াবিলুস সাইয়্যিব" (অনুগ্রহের ঝরনাধারা) — এক...
05/06/2025

📖 যে যিকির জান্নাতের পথ দেখাবে 🌿
ইমাম ইবনুল কায়্যিম (রহ.) এর কালজয়ী রচনা "আল-ওয়াবিলুস সাইয়্যিব" (অনুগ্রহের ঝরনাধারা) — এক অনন্য গাইড যিকির, ইবাদত ও আত্মার পরিশুদ্ধির পথে।

📖 এই বইতে রয়েছে এমন সব যিকির ও দোয়া, যেগুলো রাসূলুল্লাহ (সা.) এর হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলো মানুষের অন্তরকে আলোকিত করে জান্নাতের পথে পরিচালিত করে।

📚 বইটির অনুবাদ করেছেন প্রখ্যাত আলেম - সাইফুল্লাহ আল মাহমুদ।

🔖 আত্মার প্রশান্তি খুঁজছেন? এই বইটি হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী।

বই: আল ওয়াবিলুস সায়্যিব
লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ.
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা: ৪৪৮

#যোগাযোগ: 01785518820

#ইসলামিকবই #যিকির #আলওয়াবিলুসসাইয়্যিব #ইবনুলকায়্যিম #ইসলাম #দোয়া #জান্নাতেরপথ

03/06/2025

নামাজ প্রত্যেক মুমিন এর উপরে ফরয নামাজটা
ছাইড়েন না

কভার ছাপা শেষ -
28/05/2025

কভার ছাপা শেষ -

ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ. কর্তৃক রচিত ‘আল-ওয়াবিলুস সায়্যিব’ একটি বিখ্যাত আত্মশুদ্ধিমূলক গ্রন্থ। যেখানে হাদিসে ক...
21/05/2025

ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ. কর্তৃক রচিত ‘আল-ওয়াবিলুস সায়্যিব’ একটি বিখ্যাত আত্মশুদ্ধিমূলক গ্রন্থ। যেখানে হাদিসে কুদসির আলোকে তাওহিদ, শিরক, জান্নাত-জাহান্নাম, সালাত, সিয়াম ও সাদাকাহ-সহ বিভিন্ন ইবাদতের অন্তর্নিহিত প্রভাব ও আত্মিক তাৎপর্য তুলে ধরা হয়েছে অত্যন্ত মনোজ্ঞ ভাষায়। এতে রয়েছে জিকিরের তাৎপর্য ও উপকারিতা, আত্মার পরিশুদ্ধি ও ঈমান বৃদ্ধি, শয়তান ও দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার উপায় এবং আল্লাহভীতিসম্পন্ন জীবন গড়ার দিক-নির্দেশনা।

পাশাপাশি শয়তান ও নফস থেকে আত্মরক্ষা, অন্তরের রোগ ও তার চিকিৎসা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার উপায়সমূহ এই গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে তিনি দেখিয়েছেন—জিকির কীভাবে মানুষের অন্তরকে জীবন্ত করে, পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নিকটবর্তী করে তোলে। বাংলা অনুবাদে বইটি সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়েছে, যাতে সাধারণ পাঠকও বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। তাই এই বই শুধু তথ্যভিত্তিক নয়, বরং পাঠকের অন্তরজগৎকে আলোড়িত করে; তাকে নিয়ে যায় আত্মজিজ্ঞাসা ও আল্লাহর নৈকট্যের পথে। নির্জীব অন্তরের ওপর আল্লাহর রহমতের মিষ্টিমধুর বারিধারা বর্ষণের মতোই—‘আল-ওয়াবিলুস সায়্যিব’।

বই: আল ওয়াবিলুস সায়্যিব
লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ.
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা ৪৪৮

-------

11/08/2024

এটা #সুন্দর

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when সীরাহ প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category