Survive for Islam.

Survive for Islam. O God you are my Lord I am your servant. Show us the right way. Keep us away from the devil. Forgive us Ameen.

—Keep this on your timeline. You can pin the post. And everytime someone recite these, you'll get rewards too.🩶✨
07/11/2024

—Keep this on your timeline. You can pin the post. And everytime someone recite these, you'll get rewards too.🩶✨

23/06/2024

–খুব বেশি বিপদে আছেন, মানুষের কাছে সাহায্য পাওয়ার আশাও নেই এমন অবস্থায় তিনটি আমল করুন। আল্লাহ তা'আলা অলৌকিক ভাবে উদ্ধার করবেন সেই বিপদ থেকে।

১) দু'আয় ইউনুস
২) ইস্তিগফার
৩) দরুদ

✍️ শায়খ আহমাদুল্লাহ হাফি.

–May Allah accept your sacrifice and bless you with his mercy... Ameen Eid Ul-ADHA Mubarak 🩶
16/06/2024

–May Allah accept your sacrifice and bless you with his mercy... Ameen

Eid Ul-ADHA Mubarak 🩶

—Day of Arafah 🩶When Allah is accepting dua's on Arafah, may yours be one of them. 🖤
15/06/2024

—Day of Arafah 🩶
When Allah is accepting dua's on Arafah, may yours be one of them. 🖤

DU’AAS ON THIS DAY OF ARAFAH 2024. 🕋“Laylatul-Qadr is unknown but the Day of Arafah is known. If there is a day that can...
14/06/2024

DU’AAS ON THIS DAY OF ARAFAH 2024. 🕋

“Laylatul-Qadr is unknown but the Day of Arafah is known. If there is a day that can change your life, it is Arafah. A day Allah’s mercy descends. Your duas will be accepted and your sins, past and future will be erased.” ig |

–অন্তত সবাই আরাফার দিনের সওমটি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।🖤১৬ ই জুন আরাফার দিন।🤍
13/06/2024

–অন্তত সবাই আরাফার দিনের সওমটি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।🖤
১৬ ই জুন আরাফার দিন।🤍

❝ তাকবিরে তাশরিক ❞ ৯ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্...
13/06/2024

❝ তাকবিরে তাশরিক ❞

৯ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।

[ফতোয়ায়ে শামী ২/১৭৮ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে আলমগীরী ১/৩৭০ পৃষ্ঠা]

ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকী, ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির, শহরের বাসিন্দা হোক বা গ্রামের— সবার ওপর ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

[দুররে মুখতার : ২/১৮০]

ফরজ নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পড়ে নেবে। তবে হ্যাঁ, নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয়ে গেলে, যেমন— কথা বলা, নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবির বলতে হবে না, বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবে।

[শামি : ৬/১৭৯]

তাকবিরে তাশরিকের আমল যেভাবে চালু হয়েছে:-

প্রখ্যাত হাদিসবিশারদ ও বুখারি শরিফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) বলেন—

যখন হজরত ইবরাহিম (আ.) স্বীয় পুত্র ইসমাঈল (আ.)-কে জবাইয়ের উদ্দেশ্যে গলায় ছুরি রাখলেন, এদিকে আল্লাহর নির্দেশে হজরত জিবরাঈল (আ.) আসমান থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ায় আগমন করছিলেন।কিন্তু জিবরাঈল (আ.)-এর আশঙ্কা ছিল, তিনি দুনিয়াতে পৌঁছার আগেই ইবরাহিম (আ.) জবাইপর্ব সমাপ্ত করে বসবেন। ফলে তিনি আসমান থেকে উঁচু আওয়াজে বলে উঠলেন : ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার।’

ইবরাহিম (আ.) আওয়াজ শুনে আসমানের দিকে নজর ফেরাতেই দেখতে পেলেন জিবরাঈল (আ.) একটি দুম্বা নিয়ে আগমন করছেন। ফলে তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর।’ পিতার কণ্ঠে এই কালিমা শুনতেই ইসমাঈল (আ.) উচ্চারণ করলেন : ‘আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।’

একজন ফেরেশতা আর দুজন প্রিয় নবীর এ বাক্যমালা আল্লাহর খুব পছন্দ হয়। তাই কিয়ামত পর্যন্ত এই বাক্যমালা আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পর পড়াকে ওয়াজিব করে দিয়েছেন।

[ফাতাওয়ায়ে শামি : ২/১৭৮, ইনায়া শরহুল হিদায়া : ১/৪৬৪]

©️

–Better days are comingInshaaAllah 🩷💐✨
09/06/2024

–Better days are coming
InshaaAllah 🩷💐✨

💌
08/06/2024

💌

📎Important dates
07/06/2024

📎Important dates

In Sha Allah 🩶
06/06/2024

In Sha Allah 🩶

05/06/2024

বছরের শ্রেষ্ঠ দিনগুলি অতি নিকটে!
তাও আবার এক দিন, দুই দিন নয় -
১০টা শ্রেষ্ঠ দিন! 🌻✨

🖤 রসূলুল্লাহ্‌ ﷺ বললেন,

মহান আল্লাহ্‌র কাছে বছরের অন্য দিনে করা ভালো কাজ ততটা প্রিয় নয়, যতটা প্রিয় জিলহাজ্জের ১০টি দিনের ভালো কাজ!

প্রস্তুতি নিচ্ছি তো?
আপনার সাধ্য মতো বিভিন্ন
নেক আমলের প্রস্তুতি নিন...

#জিলহাজ্জ

05/06/2024

আমার যখন কোনো কারণে মন খারাপ থাকে বা কোন কিছু নিয়ে কষ্টে থাকি তখন কোরআনের এই আয়াত গুলো পড়ে অনেক স্বস্তি পাই :

১. سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
‘আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।’ [সুরা তালাক : ৭]

২. إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
‘নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।’ [সুরা ইনশিরাহ : ৬]

৩. إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।’ [সুরা ইউসুফ : ৮৬]

৪. أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
‘জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।’ [সুরা বাকারা : ২১৪]

৫. وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।’ [সুরা ইউসুফ : ৮৭]

৬. لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’ [সুরা বাকারা : ২৮৬]

৭. وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ [সুরা বাক্বারা : ১৫৫]

৮. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
‘হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ [সুরা বাকারা : ১৫৩]

৯. وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
‘হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।’ [সুরা মারইয়াম : ৪]

আমি মনে করি, কোরআনের এই আয়াতগুলো সব দুঃখ-কষ্ট ভুলিয়ে দিতে সক্ষম।

© কামরুন নাহার তামান্না

O Allah, help and protect the people of Palestine 🇵🇸 .O Allah, ease their pain and suffering.O Allah, bestower of mercy,...
01/06/2024

O Allah, help and protect the people of Palestine 🇵🇸 .O Allah, ease their pain and suffering.O Allah, bestower of mercy, bestow your mercy on them. Ameen 🤲

01/06/2024

–If somebody hurts you, wrongs you, remember this ayah:
وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًۭا
And your Lord does injustice to no one.{18:49}🖤.

–Ya Allahmake the question ofthe grave easy for every muslim.☘️
31/05/2024

–Ya Allah
make the question of
the grave easy for every muslim.☘️

–Soon you'll smile again and say "Alhamdulillah" 🌻🌼
30/05/2024

–Soon you'll smile again and say "Alhamdulillah" 🌻🌼

–The world has left them alone. Oh Allah SWT. have mercy on them!💔
29/05/2024

–The world has left them alone. Oh Allah SWT. have mercy on them!💔

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Survive for Islam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category