Moments With Mehe

Moments With Mehe Hello welcome to my page.
(2)

দরজা টা খোলা পাইলে আরো বেশি কইরা দৌড় দিস লাং** কাছে।😾এইবার এডিরে সামলা🙎‍♂️
19/11/2025

দরজা টা খোলা পাইলে আরো বেশি কইরা দৌড় দিস লাং** কাছে।😾
এইবার এডিরে সামলা🙎‍♂️

All Eyes in Sudan and Ga'za
04/11/2025

All Eyes in Sudan and Ga'za

04/11/2025

প্যারাসিটামল নিয়ে মায়েদের একটি নিয়মিত প্রশ্ন হলো—

“প্যারাসিটামল সিরাপ বা ড্রপ খাওয়ানোর কতক্ষণ পর প্যারাসিটামল সাপোজিটরি দেওয়া যাবে?”

✅ উত্তর: ৫ ঘন্টা পর।

অর্থাৎ, প্যারাসিটামল সিরাপ বা ড্রপ খাওয়ানোর ৫ ঘন্টা পরেও যদি শিশুর জ্বর ১০১°F বা তার বেশি থাকে, তাহলে মলদ্বারে প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে।

(দ্রষ্টব্য: একসাথে সিরাপ ও সাপোজিটরি দেওয়া উচিত নয়। সময়ের ব্যবধান কমপক্ষে ৫ ঘন্টা থাকা জরুরি। ২৪ ঘন্টার মধ্যে প্যারাসিটামল সাপোজিটরি সর্বোচ্চ ৩ বার ব্যবহার করা যায়)

ডাঃমোঃগিয়াস উদ্দিন টিপু।

18/10/2025

বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিনা। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ

এয়ারপোর্টে আগুন লেগেছে
18/10/2025

এয়ারপোর্টে আগুন লেগেছে

সে ফিরে এসেছে অথচ এসে তার কাউকে সে দেখতে পায় নি।😥
18/10/2025

সে ফিরে এসেছে অথচ এসে তার কাউকে সে দেখতে পায় নি।😥

তার শেষ লাইভে শেষ কথাটি এমন ছিলো
14/10/2025

তার শেষ লাইভে শেষ কথাটি এমন ছিলো

05/10/2025

এই শহরে পরকীয়া রানী আর রাজার ছড়াছড়ি। এরা এতটাই জঘন্য হয় যে..নিজেদের অপরাধ এর জন্য বিন্দু পরিমাণ অনুতপ্ত হয় না।বিশেষ করে পুরুষ মানুষ এই দিক দিয়ে এগিয়ে...

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক ...
27/09/2025

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে- 'বরকত' বলতে কিছুই নেই।

তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল, জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন, "ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার?
লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়?
লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।

একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো- এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।

আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয় হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি।

অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি - আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?

কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন সমস্যা হতো না। ভোর বেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাঁটাতে পারতো। কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না।

তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।

ছবিতে যা দেখা যাচ্ছেএকটা আস্ত খাসির মাংসসাথে অনেকগুলো মিষ্টি (প্রায় ১০ কেজি)নদীর ঘাটে বা নির্জন স্থানে রাখাএটা সাধারণত “...
27/09/2025

ছবিতে যা দেখা যাচ্ছে
একটা আস্ত খাসির মাংস
সাথে অনেকগুলো মিষ্টি (প্রায় ১০ কেজি)
নদীর ঘাটে বা নির্জন স্থানে রাখা

এটা সাধারণত “ভোগ দেওয়া” নামে পরিচিত। অনেক সময় মানুষ জ্বীন, ভূত, পীর-ফকির বা অদৃশ্য শক্তিকে খুশি করার জন্য এই ধরনের কোরবানি বা খাবার রেখে যায়।

ইসলামের দৃষ্টিতে এর অবস্থান
কোরবানি কেবল আল্লাহর জন্য

কোরআনে আল্লাহ বলেছেন:

> “তুমি নামাজ পড় আমার জন্য এবং কোরবানি কর কেবল আমার জন্য।”
(সূরা আল-কাউসার: ২)

অর্থাৎ কোরবানি বা যবেহ আল্লাহ ছাড়া অন্য কারো নামে দেওয়া যাবে না।
অন্য কারো নামে যবেহ করা শিরক

রাসূল ﷺ বলেছেন:

> “আল্লাহ তাঁর অভিশাপ বর্ষণ করেছেন সেই ব্যক্তির উপর, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে।”
(সহিহ মুসলিম ১৯৭৮)

তাই দেবতা জ্বীন, ফকির, গাছ, নদী, বটতলা—যার জন্যই হোক না কেন, এটা শিরক।
মানত / ভোগ

যদি কেউ বলে: “আমি যদি বিপদ থেকে বাঁচি তাহলে খাসি কেটে নদীতে রাখব”—এটা বাতিল, কবুল হয় না।

মানত বা নযর কেবল আল্লাহর জন্য, এবং তা গরিব-মিসকিনকে খাওয়ানোর মাধ্যমে পূর্ণ করতে হবে।

ফলাফল কী হয়

এতে জ্বীন আরও শক্তি পায় এবং মানুষের উপর প্রভাব বিস্তার করে।

যাদু-সিহরের পথ খুলে যায়।

সবচেয়ে বড় ক্ষতি—মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।

করণীয়

এ ধরনের ভোগ মানত বা নিবেদন থেকে সম্পূর্ণ বিরত থাকা ফরজ।
আন্তরিকভাবে তাওবা করা দরকার।
দোয়া, কুরআন তিলাওয়াত, নামাজ ও বৈধ রুকইয়াহর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
মনে রাখতে হবে, সুরক্ষা ও সমস্যা দূর করার ক্ষমতা শুধু আল্লাহর কাছেই আছে।

মোট কথা
আস্ত খাসি আর মিষ্টি নদীর ঘাটে রাখা আল্লাহর জন্য না হলে এটি শিরক। ইসলামে এই কাজ সম্পূর্ণ হারাম।

27/09/2025
25/09/2025

পঁচিশ নয় পঁচিশ
আজকের তারিখ
২৫-০৯-২৫
😂

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Moments With Mehe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments With Mehe:

Share