Ihsan Publication

Ihsan Publication Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ihsan Publication, Publisher, Dhaka.

প্রিয় মেয়ে আমার,মনে রেখো, জান্নাত তোমার খুবই নিকটে। আর সেই জান্নাত পড়ে আছে তোমার পাশেই! তোমার মমতাময়ী মায়ের কাছে! ভুলে য...
30/08/2023

প্রিয় মেয়ে আমার,
মনে রেখো, জান্নাত তোমার খুবই নিকটে। আর সেই জান্নাত পড়ে আছে তোমার পাশেই! তোমার মমতাময়ী মায়ের কাছে! ভুলে যেও না–তুমি ছিলে তারই পেটের ভেতরে। তোমার শ্বাসপ্রশ্বাস চলত সেখান থেকেই। তোমার আহারও দেওয়া হত তারই পেটে! তার রক্তেই তুমি সেখানে জন্মেছিলে, আকার লাভ করেছিলে। নয়-দশ মাস তোমার নিবাস ছিল সেই মায়েরই পেট। কত না কষ্ট সয়েছেন তিনি তোমার জন্য। শুধু তোমাকে দুনিয়ায় আনবেন বলে। তোমার চেহারা দেখে কেটে গিয়েছিল তার অজস্র বেদনার মেঘ! এসব কি সহজ মনে হয় তোমার কাছে?..

বই : একগুচ্ছ নাসিহা
লেখক: শাইখ সালমান আল-আওদাহ
অনুবাদ: রিফাত হাসান
সম্পাদনা: শোআইব আহমাদ
মুদ্রিত মূল্য: ২৫৪ ৳
প্রকাশনায়: Ihsan Publication

‘অবহেলিত সুন্নাহ’ বইটিতে অবহেলিত, বিসর্জিত ও আমাদের স্মৃতি থেকে হারিয়ে যাওয়া কিছু সুন্নাহ নিয়ে আলোকপাত করা হয়েছে। যারা ন...
10/08/2023

‘অবহেলিত সুন্নাহ’ বইটিতে অবহেলিত, বিসর্জিত ও আমাদের স্মৃতি থেকে হারিয়ে যাওয়া কিছু সুন্নাহ নিয়ে আলোকপাত করা হয়েছে। যারা নিজের জীবনকে প্রিয়নবি ﷺ-এর সুন্নাহ দিয়ে সাজাতে চান, তাদের জন্য এই বইটি খুবই উপকারী হবে, ইনশাআল্লাহ।

🌸 বই: অবহেলিত সুন্নাহ
🌸 লেখক: মুফতি মোস্তফা সোহেল হিলালী
🌸 প্রকাশনায়: Ihsan Publication

দীর্ঘদিন আমাদের এই দুটি বই স্টকআউট ছিল। অনেকে সংগ্রহ করতে চেয়েছিলেন, কিন্তু স্টক না থাকায় বইগুলো আমরা দিতে পারিনি।এখন থে...
07/08/2023

দীর্ঘদিন আমাদের এই দুটি বই স্টকআউট ছিল। অনেকে সংগ্রহ করতে চেয়েছিলেন, কিন্তু স্টক না থাকায় বইগুলো আমরা দিতে পারিনি।
এখন থেকে নিয়মিত এই বইগুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সরাসরি আমাদের থেকে, বা আপনার পছন্দের অনলাইন শপ থেকে বই সংগ্রহ করতে পারবেন।

29/06/2023

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ ﷻ বলেন:হে আদম সন্তান! তুমি দান করো। (তাহলে) আমি তোমাকে দান করবো।
25/04/2023

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ ﷻ বলেন:
হে আদম সন্তান! তুমি দান করো। (তাহলে) আমি তোমাকে দান করবো।

21/04/2023

ঈদ মোবারাক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলসমূহ কবুল করুন।

অন্তরে চেপে থাকা কষ্ট যদি অতীতের কোনো বিষয়ে হয়; তবে তা দুঃখের জন্ম দেয়; যদি তা ভবিষ্যতের কারণে হয়, তবে উদ্বেগ-উৎকণ্ঠ...
15/03/2023

অন্তরে চেপে থাকা কষ্ট যদি অতীতের কোনো বিষয়ে হয়; তবে তা দুঃখের জন্ম দেয়; যদি তা ভবিষ্যতের কারণে হয়, তবে উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দেয়; আর যদি তা বর্তমান কোনো বিষয়ের কারণে হয়, তবে বিষণ্নতার জন্ম দেয়।

🌸 বই: ডিপ্রেশন : কারণ ও প্রতিকার
🌸 লেখক: শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
🌸 অনুবাদ: শোআইব আহমাদ
🌸 সম্পাদনা: মুফতি মানসূর আহমাদ
🌸 প্রকাশনায়: ইহসান পাবলিকেশন

যখন তুমি ভবিষ্যতের সব দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখবে এবং সেসব কিছু সংশোধনের জন্য একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করব...
14/03/2023

যখন তুমি ভবিষ্যতের সব দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখবে এবং সেসব কিছু সংশোধনের জন্য একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করবে এবং তার ওপর আশ্বস্ত থাকবে, তখন তোমার সকল অবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হতে থাকবে এবং তার থেকে সকল দুশ্চিন্তা, পেরেশানি ও ডিপ্রেশন দূর হয়ে যাবে।

বই: ডিপ্রেশন : কারণ ও প্রতিকার
লেখক: শাইখ সালিহ আল-মুনাজ্জিদ

নবিজির এমন কিছু সুন্নাহ নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে, যে সুন্নাহগুলো আমাদের সমাজে খুবই অবহেলিত, পরিত্যক্ত। আমলের প্র‍্য...
16/02/2023

নবিজির এমন কিছু সুন্নাহ নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে, যে সুন্নাহগুলো আমাদের সমাজে খুবই অবহেলিত, পরিত্যক্ত।
আমলের প্র‍্যাক্টিস না থাকায় এমন অনেক সুন্নাহসম্মত আমরা ভুলে যেতে বসেছি, সে সুন্নাহগুলো পালনের মাধ্যমে প্রিয় নবিজির সাথে আমরা সাদৃশ্য অবলম্বন করতে পারতাম।

এরকম সুন্নাহ সম্পর্কে জানতে Ihsan Publication থেকে প্রকাশিত ‘অবহেলিত সুন্নাহ’ বইটি পড়ুন।

একুশে বইমেলায় ইহসান পাবলিকেশনের বই পাওয়া যাবে প্রজন্ম ও সন্দীপন প্রকাশনের স্টলে।স্টল নং :  # # ৮ (প্রজন্ম পাবলিকেশন) # #...
13/02/2023

একুশে বইমেলায় ইহসান পাবলিকেশনের বই পাওয়া যাবে প্রজন্ম ও সন্দীপন প্রকাশনের স্টলে।

স্টল নং :
# # ৮ (প্রজন্ম পাবলিকেশন)
# # ৫৮৪-৫৮৫ (সন্দীপন প্রকাশন)

যদি আপনি নিয়মিত ইস্তিগফার করেন, তবে সর্বশক্তিমান রব আপনার উদ্বেগ-উৎকণ্ঠা ও দুশ্চিন্তার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবেন।বই: ইস্...
13/02/2023

যদি আপনি নিয়মিত ইস্তিগফার করেন, তবে সর্বশক্তিমান রব আপনার উদ্বেগ-উৎকণ্ঠা ও দুশ্চিন্তার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবেন।

বই: ইস্তিগফার: মুমিন জীবনের পাথেয়
লেখক: শাইখ নাসির আল-ফাহাদ
ব্যাখ্যা: শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনায়: Ihsan Publication

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ihsan Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ihsan Publication:

Share

Category