
30/08/2023
প্রিয় মেয়ে আমার,
মনে রেখো, জান্নাত তোমার খুবই নিকটে। আর সেই জান্নাত পড়ে আছে তোমার পাশেই! তোমার মমতাময়ী মায়ের কাছে! ভুলে যেও না–তুমি ছিলে তারই পেটের ভেতরে। তোমার শ্বাসপ্রশ্বাস চলত সেখান থেকেই। তোমার আহারও দেওয়া হত তারই পেটে! তার রক্তেই তুমি সেখানে জন্মেছিলে, আকার লাভ করেছিলে। নয়-দশ মাস তোমার নিবাস ছিল সেই মায়েরই পেট। কত না কষ্ট সয়েছেন তিনি তোমার জন্য। শুধু তোমাকে দুনিয়ায় আনবেন বলে। তোমার চেহারা দেখে কেটে গিয়েছিল তার অজস্র বেদনার মেঘ! এসব কি সহজ মনে হয় তোমার কাছে?..
বই : একগুচ্ছ নাসিহা
লেখক: শাইখ সালমান আল-আওদাহ
অনুবাদ: রিফাত হাসান
সম্পাদনা: শোআইব আহমাদ
মুদ্রিত মূল্য: ২৫৪ ৳
প্রকাশনায়: Ihsan Publication