
14/10/2025
"যে হৃদয়ে কাবার ভালোবাসা থাকে, সেখানে আল্লাহর রহমত কখনো কমে না। 🕋
এই ঘর শুধু পাথর নয় — এটি তাওহিদের প্রতীক, আল্লাহর নূরের কেন্দ্র।"
📜 হাদীস:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"এই ঘর (কাবা) আল্লাহ তা‘আলা পৃথিবীর কেন্দ্রস্থল করেছেন, যাতে মানুষ তাতে ফিরে আসে।"
— (সুনান ইবনে মাজাহ: 1407)
🤲 দোয়া:
اللّهُمَّ زِدْ هَذَا البَيْتَ تَشْرِيفًا وَتَعْظِيمًا
“হে আল্লাহ! এই ঘরকে আরও মর্যাদা ও সম্মান দান করুন।”