Akamote Deen

Akamote Deen দোজাহানে শান্তি প্রতিষ্ঠার লক্ষে দ্বীনের প্রচার ও দ্বীনি মত প্রকাশ।

🌙 জুমা মোবারক 🤍আজকের এই পবিত্র দিনে,আল্লাহর রহমতের দরজা খুলে যায়,যার অন্তর খাঁটি, যার অন্তরে তাওবা—তার জন্য থাকে মাফের ...
25/07/2025

🌙 জুমা মোবারক 🤍
আজকের এই পবিত্র দিনে,
আল্লাহর রহমতের দরজা খুলে যায়,
যার অন্তর খাঁটি, যার অন্তরে তাওবা—
তার জন্য থাকে মাফের ঘোষণা।

📿 হাদীস:
রসূলুল্লাহ ﷺ বলেন:
"যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, আগেভাগে মসজিদে যায়, খুতবা মনোযোগ দিয়ে শোনে, সে আগের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ও অতিরিক্ত তিন দিনের গুনাহ থেকে মুক্তি পায়।"
— সহীহ মুসলিম: ৮৫৭

🤲 আসুন জুমার দিনটিকে ইবাদত, দোয়া ও দরূদ পাঠে সাজিয়ে নেই।

#জুমা_মোবারক #ইসলামিক_পোস্ট #হাদিস_শরীফ #দারুন_উপদেশ #ইবাদত #মুক্তির_পথ #তাওবা #রহমত #বরকত #মাগফিরাত

"যে হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, সে হৃদয় কখনো শূন্য হয় না।আল্লাহর ভালোবাসা—সেই শান্তি, যেটা সারা দুনিয়ার ভালোব...
24/07/2025

"যে হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, সে হৃদয় কখনো শূন্য হয় না।
আল্লাহর ভালোবাসা—সেই শান্তি, যেটা সারা দুনিয়ার ভালোবাসাকেও হার মানায়।" ❤️🕋

📖 হাদীস:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
"তিনটি গুণ যার মধ্যে থাকবে, সে ঈমানের স্বাদ আস্বাদন করবে:
(১) আল্লাহ ও তাঁর রাসূল তাঁর কাছে সবচেয়ে প্রিয় হবে,
(২) কাউকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে,
(৩) কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয়ংকর মনে করবে।"
— সহীহ বুখারী, হাদীস: ১৬

#ইসলামিকপোস্ট #আল্লাহকেভালোবাসি

❤️ যার হৃদয়ে “আল্লাহ” আছেন, তার হৃদয় কখনো ফাঁকা থাকে না।আল্লাহর নামই হলো সে আলো, যা অন্ধকার জীবনকে করে দেয় উজ্জ্বল।প্রত...
24/07/2025

❤️ যার হৃদয়ে “আল্লাহ” আছেন, তার হৃদয় কখনো ফাঁকা থাকে না।
আল্লাহর নামই হলো সে আলো, যা অন্ধকার জীবনকে করে দেয় উজ্জ্বল।
প্রতিটি হৃদস্পন্দন যেন বলে — “আল্লাহ, আল্লাহ, আল্লাহ”।
আল্লাহর স্মরণই প্রকৃত শান্তির উৎস।
তাঁর ভালোবাসা হৃদয়ে ধারণ করাই প্রকৃত সফলতা।

📖 আল্লাহ তাআলা বলেন:
"যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।"
— সূরা রা’দ: ২৮

🕋 রাসূল (সা.) বলেছেন:
❝ যে ব্যক্তি আল্লাহকে অধিক স্মরণ করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম জীবন দান করবেন। ❞
(তিরমিজি, হাদীস: ৩৩৭৭)

#আল্লাহ_আমার_প্রেম

👉আল্লাহ যাঁর সাথি, পথ হারায় না সে,অন্ধকার রাতেও খুঁজে পায় আলো যে।সব কষ্টের মাঝে আছে রহমতের দানা,সব ধৈর্যের শেষে আসে সু...
24/07/2025

👉আল্লাহ যাঁর সাথি, পথ হারায় না সে,
অন্ধকার রাতেও খুঁজে পায় আলো যে।
সব কষ্টের মাঝে আছে রহমতের দানা,
সব ধৈর্যের শেষে আসে সুখের জান্নাতে ঠিকানা। 🌙
তাই দোয়া করো, ভরসা রাখো—
আল্লাহ কখনো কাউকে একা ফেলে না। 🤲🤲

#আল্লাহর_ভরসা #ধৈর্য্য_ও_ভরসা

🌸 “শুকরিয়া, বেঁচে আছি, সুস্থ আছি — আলহামদুলিল্লাহ” 🌸প্রতিটি নিঃশ্বাসে লুকানো রহমত,প্রতিটি দিন আল্লাহর পক্ষ থেকে এক নতুন...
23/07/2025

🌸 “শুকরিয়া, বেঁচে আছি, সুস্থ আছি — আলহামদুলিল্লাহ” 🌸
প্রতিটি নিঃশ্বাসে লুকানো রহমত,
প্রতিটি দিন আল্লাহর পক্ষ থেকে এক নতুন সুযোগ।
আমার হয়তো অনেক কিছু নেই,
তবুও যা আছে — তাই নিয়ে আমি কৃতজ্ঞ।
আল্লাহর উপর ভরসা, তাঁর নেয়ামতের উপর শুকর।

📖 হাদীস:
رسول الله ﷺ বলেছেন:
"যে ব্যক্তি সকালে নিরাপদে জাগ্রত হয়, শারীরিকভাবে সুস্থ থাকে এবং তার দিন চলার মতো রিজিক থাকে, সে যেন সমস্ত দুনিয়া লাভ করলো।"
— (তিরমিযী: ২৩৪৬)

#আলহামদুলিল্লাহ #শুকরিয়া #নেয়ামত #সুস্থতা #হৃদয়স্পর্শী
#ইসলামিকপোস্ট #হাদিস_শরীফ #দুয়া_করুন
#ইসলামীভাবনা #লাইক_কমেন্ট_শেয়ার #সবর #তাওয়াক্কুল

23/07/2025

🕊️ "তাকওয়ার আলো" 🌙

জীবন পাখি ডাকে আমায়, দুনিয়ার এই মায়াবী দ্বারে,
তবুও হৃদয় খোঁজে শান্তি, রবের রহমতের স্নেহধারায়।

স্বর্ণের রাজপথ নয় আমার, চাই না ঝলমলে ঐ সিংহাসন,
চাই এক সুজলা জান্নাতের বাগান, যেখানে নেই কোন কাঁটার দহন।

পাপের ছায়া ঘিরে রাখে, তবু আশা ছাড়ি না আমি,
কারণ জানি— রাহমাত আছে, আল্লাহ আছেন সবার মাঝে সামি।

সেজদাহে লুকানো কান্নাগুলো, মুছে দেন রব বারবার,
অভিযোগ নয়, শুধুই আরজি— “আমার আমল করো হায়ার!”

📿 হে আল্লাহ! তুমি আমার রব, আমি তোমার বান্দা।
আমার অন্তর জুড়ে দাও ঈমানের সুবাস,
আর কবুল করে নাও আমার ছোট্ট এই ভালোবাসা। 🌸

📢 ভালো লাগলে ❤️ লাইক দিন, ✍️ কমেন্ট করুন, 🔁 শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীনের কথা!
Follow করুন 👉 Deen

#ইসলামিক_কবিতা #তাকওয়া #আল্লাহরভয় #সেজদার_শান্তি
#জান্নাতেরপথে #দ্বীন_দুনিয়া #হৃদয়স্পর্শী
#লাইক_কমেন্ট_শেয়ার #ইসলামিক_পোস্ট
ংশোধন #ইসলামী_শিক্ষা #বাংলা_ইসলামিক_পোস্ট

📸 "যে নিজের চেহারার চেয়ে নিজের আমলকে সুন্দর করতে চায়, সে-ই প্রকৃত মুমিন।" 🌿🕋 পবিত্র পোশাক শুধু বাহ্যিক সাজ নয়, এটি অন...
23/07/2025

📸 "যে নিজের চেহারার চেয়ে নিজের আমলকে সুন্দর করতে চায়, সে-ই প্রকৃত মুমিন।" 🌿

🕋 পবিত্র পোশাক শুধু বাহ্যিক সাজ নয়, এটি অন্তরের তাকওয়ার প্রতিফলন। যেখানে মাথা নিচু, সেখানে মন উচ্চ। আল্লাহর সন্তুষ্টিই জীবনের সর্বোচ্চ সৌন্দর্য।

📖 হাদীস:
রাসূলুল্লাহ (ﷺ) বলেন,
"আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা ও ধন-সম্পদ দেখে বিচার করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখে বিচার করেন।"
— (সহীহ মুসলিম: ২৫৬৪)

#ইসলামিকপোস্ট #তাকওয়া #হাদীস #আল্লাহরভয় #সুন্দরআচরণ #ইসলামিকভাবনা #জুমারবার #দীনদুনিয়া

23/07/2025

মাশাআল্লাহ 🎊🎉

👉"যার হৃদয়ে আল্লাহ, তার জীবনেই নেমে আসে সাকিনাহ।আল্লাহর ভালোবাসা যখন হৃদয়ের গভীরে গেঁথে যায়, তখনই অন্তর হয় প্রশান্তি...
23/07/2025

👉"যার হৃদয়ে আল্লাহ, তার জীবনেই নেমে আসে সাকিনাহ।
আল্লাহর ভালোবাসা যখন হৃদয়ের গভীরে গেঁথে যায়, তখনই অন্তর হয় প্রশান্তিতে ভরপুর।
'هو الله'—তিনি আল্লাহ, যিনি একমাত্র আরাধ্য।"

📖 হাদীস:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“জেনে রাখো, দেহে একটি অঙ্গ রয়েছে, যদি তা ঠিক থাকে তবে পুরো দেহ ঠিক থাকে, আর যদি তা নষ্ট হয়ে যায়, তবে পুরো দেহই নষ্ট হয়ে যায়। সেটি হলো অন্তর।”
— সহীহ বুখারী: ৫২

➤ Follow 👉
Like ❤️ Share ↗️ হৃদয়ে আল্লাহর নাম ছড়িয়ে দাও…

#আল্লাহ #হৃদয় #ইসলামিক_কোটস #হাদিস #ইমান #তাওহিদ #আখিরাত #আল্লাহুম্মা #হৃদয়ছোঁয়া

"রং নয়, এ যেন শহীদের রক্তে আঁকা এক আখ্যান।আল-আকসার প্রতিটি ইট সাক্ষী মুসলমানের অটুট ঈমানের।ফিলিস্তিন হার মানেনি, হার মা...
22/07/2025

"রং নয়, এ যেন শহীদের রক্তে আঁকা এক আখ্যান।
আল-আকসার প্রতিটি ইট সাক্ষী মুসলমানের অটুট ঈমানের।
ফিলিস্তিন হার মানেনি, হার মানবেও না — কারণ তার পেছনে আছে উম্মাহর দোয়া ও আল্লাহর রহমত।"

📖 রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"মু’মিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি শরীরের মতো—যদি শরীরের কোনো এক অঙ্গ কষ্ট পায়, তাহলে পুরো শরীরই জেগে ওঠে ব্যথা ও জ্বরে।"
(সহীহ বুখারী ৬০১১, সহীহ মুসলিম ২৫৮৬)

🌍 | | | | |

"যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।"📖 সূরা তলাক: ৩🔹আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখো, তিনিই সব সমস্যার সমাধা...
22/07/2025

"যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।"
📖 সূরা তলাক: ৩

🔹আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখো, তিনিই সব সমস্যার সমাধানকারী।
🔹সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র তাঁর হাতেই।

#আল্লাহ_হাফেজ

Address

Dhaka

Telephone

+8801723865669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akamote Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akamote Deen:

Share