
25/07/2025
🌙 জুমা মোবারক 🤍
আজকের এই পবিত্র দিনে,
আল্লাহর রহমতের দরজা খুলে যায়,
যার অন্তর খাঁটি, যার অন্তরে তাওবা—
তার জন্য থাকে মাফের ঘোষণা।
📿 হাদীস:
রসূলুল্লাহ ﷺ বলেন:
"যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, আগেভাগে মসজিদে যায়, খুতবা মনোযোগ দিয়ে শোনে, সে আগের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ও অতিরিক্ত তিন দিনের গুনাহ থেকে মুক্তি পায়।"
— সহীহ মুসলিম: ৮৫৭
🤲 আসুন জুমার দিনটিকে ইবাদত, দোয়া ও দরূদ পাঠে সাজিয়ে নেই।
#জুমা_মোবারক #ইসলামিক_পোস্ট #হাদিস_শরীফ #দারুন_উপদেশ #ইবাদত #মুক্তির_পথ #তাওবা #রহমত #বরকত #মাগফিরাত