Abandoned Savar

Abandoned Savar The last year in particular has seen the debut of some viral cats of note.

There are mischievous troublemakers and there are pets who just want more attention from their humans.

তোর বউয়ের নজরও খারাপ এক্সপ্রেশনও খারাপ।।।যে এক্সপ্রেশন দেখার মালিক একমাত্র তুই সে এক্সপ্রেশন দেখতেছে এখন পাবলিক।।।পাবলিক...
02/05/2025

তোর বউয়ের নজরও খারাপ এক্সপ্রেশনও খারাপ।।।
যে এক্সপ্রেশন দেখার মালিক একমাত্র তুই সে এক্সপ্রেশন দেখতেছে এখন পাবলিক।।।

পাবলিক টয়লেট কতদিন আর ইউজ করবি?
নিজের টয়লেট এবার ঘরে তোল।

28/01/2025
ফ্যাক্ট-সব পুরুষ এক।বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন। *** লম্বা লাইনে দাঁড়িয়ে ...
31/07/2023

ফ্যাক্ট-সব পুরুষ এক।

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন।
*** লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক।
*** দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, 'ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।'
*** স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন।
*** কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে— সেই পুরুষটি একজন নারীরই নাম বলবেন।

*** কিন্তু কট্টর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। তারা ভাবে— পুরুষ মানেই ধর্ষক, নির্যাতনকারী, দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে, পুরুষ রাস্তাঘাটে বেরই হয় নারীদের ধর্ষণ করতে। এরকম একচোখা চিন্তাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি।
*** এটা ভুলে গেলে চলবে না— সব পুরুষের মধ্যেই একজন 'বাবা' বাস করেন।

দোষ আসলেই মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার।♥️যে দেশের মানুষ ৬ ঘন্টা বিদ্যুৎ পেয়েই খুশি হতো, সে মানুষগুলিকে উনি ২৪ ঘন্টা ...
11/06/2023

দোষ আসলেই মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার।♥️

যে দেশের মানুষ ৬ ঘন্টা বিদ্যুৎ পেয়েই খুশি হতো, সে মানুষগুলিকে উনি ২৪ ঘন্টা বিদ্যুতে অভ্যস্ত করেছেন।

যে মানুষগুলি শুধুমাত্র খুঁটি লাগানোর জন্য হাজার হাজার টাকা এখানে ওখানে দিয়ে এসেছে, তিনি তাদের বিনামূল্যে এক ধরনের ফেরি করে বিদ্যুৎ দিয়েছেন।

যে লোকগুলি সন্ধ্যা হলেই ছেলেমেয়েদের "যার যার হারিকেন তাকেই মুছতে হবে" সংস্কৃতি মেনে চলা শিখিয়ে নিজেদের অন্যদের চেয়ে অভিজাত মনে করতো, শেখ হাসিনাই তাদের এসি-বিদ্যুত চালিত যান-চার্জার ফ্যান-লাইট-এই ফ্যান-সেই ফ্যান লাগিয়ে জীবনযাত্রাকে সহজ করার পথ সুগম করেছেন। দোষ তো শেখ হাসিনারই!

আর যারা কোন ভাবেই শেখ হাসিনার উপর ভরসা করতে পারছেন না, তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন।

অপেক্ষায় থাকুন, শেখ হাসিনার চেয়ে ভাল কেউ ক্ষমতায় এলে তখন সংযোগ নিয়েন। যে সরকারের এটায় ভুল, ওটায় ভুল, সেই সরকারের কাছ থেকে সুবিধা নেয়াও ভুল হবে বোধ করি।

10/08/2022
10/08/2022
29/07/2022

আমাদের গ্রামাঞ্চলের কিছু সিসিটিভি এইভাবে পাশের বাড়ির ঝগড়া দেখে🐸



Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abandoned Savar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share