29/10/2025
বাচ্চাদের কী ধরণের পুষ্টিকর খাবার দেওয়া যায়, সেটা নিয়ে অনেক আপুরাই আমাকে ভিডিও দিতে বলেছেন।🤔🍛
আসলে, আমি খুব সাধারণ ভাবে প্রতিদিন যা রান্না করি, সেগুলোই ওদের দেই, শুধু পরিবেশন একটু ভিন্ন ভাবে করার চেষ্টা করি। একদম সলিড খাবার শুরু করার সময় থেকে আমার বাচ্চাদের দাদী-নানীর কথামতো আমি ওদেরকে একদম আমরা বাসায় যা যা খেতাম সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। এর ফলে, কোথাও ঘুরতে নিয়ে গেলে আমি কখনোই একগাদা খাবার সাথে করে নিয়ে যাই না বা চিন্তা করিনা ঘুরতে গেলে ওরা কী খাবে!
আর ইদানিং ওরা যেহেতু বড় হচ্ছে, আমি চাচ্ছি পুরো খাবারটাই নিজের হাতে খেয়ে শেষ করুক, তাই আমি ওদের খাবারে আগ্রহ আনতে ভিন্ন ভাবে পরিবেশন করি, এমনকি টিফিনেও একটু অন্যভাবে পুষ্টিকর খাবার দিয়ে দেই।😉
নিচের ছবিগুলো দেখলে আপনারা কিছুটা ধারণা পাবেন আমি যেভাবে আমার বাচ্চাদের খাবার দেই! ওরা শুকনা নাকি মোটা, আমার কিছু যায় আসে না, আমি শুধু ওরা সুস্থ আর একটিভ কিনা সেটা খেয়াল করি। আল্লাহ ভরসা। সবাই ওদের জন্য দোয়া করবেন।🤲🏻
বাচ্চাদের খাবার পরিবেশনের প্লেট, মোল্ড আমি যেটা যেখান থেকে নিয়েছি, প্রতিটা ছবির সাথে লিখে দিলাম।🤗♥️
Opal