কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন

কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন, Publisher, 38/1 Banglabazar, 2nd floor, N Ali Tower, (Behind Mannan Market), Dhaka.

Kuhok Comics and Publication is a publication focusing on publishing quality content and established a place where people can find quality fantasy literature content.

কুহক থেকে প্রকাশিত শারমিন সুলতানা চৌধুরীর গোপন বইয়ের রয়ালটি ক্লিয়ার করে দেওয়া হলো। তার সাথে আমাদের আর কোনো লেনদেন নেই।
17/10/2024

কুহক থেকে প্রকাশিত শারমিন সুলতানা চৌধুরীর গোপন বইয়ের রয়ালটি ক্লিয়ার করে দেওয়া হলো। তার সাথে আমাদের আর কোনো লেনদেন নেই।

মৌলি আকন্দ এর শঙ্কির শর্বরের ২০০ কপির টাকা পরিশোধ করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৪ এর ২ঃ২৬ এ তার এই টাকা পরিশোধ করা হয়।
14/10/2024

মৌলি আকন্দ এর শঙ্কির শর্বরের ২০০ কপির টাকা পরিশোধ করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৪ এর ২ঃ২৬ এ তার এই টাকা পরিশোধ করা হয়।

রায়হান মাসুদ ভাইয়ের লেখা একমাত্র রোমান্টিক ও সাইকোলজিকাল থ্রিলার "১৭টা কারণে তোমায় ভালোবাসি" বইয়ের পেপারব্যাক এডিশন পাওয়...
12/10/2024

রায়হান মাসুদ ভাইয়ের লেখা একমাত্র রোমান্টিক ও সাইকোলজিকাল থ্রিলার "১৭টা কারণে তোমায় ভালোবাসি" বইয়ের পেপারব্যাক এডিশন পাওয়া যাবে এখন দারাজে। ২৫০ পৃষ্ঠার বইটির মূল্য মাত্র ২৬৫ টাকা।

যারা এখনো বইটি পড়েন নি, বইটি সংগ্রহ করবেন আশা করি।

কাহিনী সংক্ষেপ:

উগ্র নারীবাদী লেখিকা নীহারিকা হান্নান তীব্র পুরুষবিদ্বেষী লেখা লিখে বাংলা সাহিত্যে বেশ জনপ্রিয়। তার এই লেখাগুলো সমাজে ঘটে চলা সত্যিকারের নারী নির্যাতনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এমনকি এই লেখাগুলো প্রকাশের মাধ্যমে সত্য ঘটনাগুলো সামনে আসায় বেশ কিছু লোকের ফাঁসি ও জেল হয় বিভিন্ন নারী নির্যাতনের মামলায়।

তখনই রূপম মির্জা নামের এক তীব্র নারীবিদ্বেষী লেখকের আবির্ভাব হয় সাহিত্যাঙ্গনে, যে তার লেখায় প্রমাণসহ বুঝিয়ে দেয়, নীহারিকা হান্নান তার লেখায় যেসব সত্য ঘটনার অবলম্বনে নারী নির্যাতনের চিত্র ফুঁটিয়ে তুলেছেন, সেসব ঘটনা আদৌ সত্য না, বরঞ্চ কিছু নিরাপরাধ মানুষের বিরুদ্ধে করা ষড়যন্ত্র ছিল। এটা প্রমাণ হলে এই লেখার উপর ভিত্তি করে আদালতে চলা মামলা থেকে শুরু করে সকল নিরাপরাধ পুরুষের ফাঁসি বা জেল শাস্তির জন্য আন্দোলনরত নারীবাদী সংগঠনগুলো এমনকি নীহারিকা হান্নানকেও শাস্তির মুখে পড়া লাগতে পারে। জেলে যেতে হতে পারে মিথ্যা মামলায় ফাঁসানোর অপরাধে।

শুরু হয় পুরুষবিদ্বেষী নীহা আর নারীবিদ্বেষী রূপমের আদর্শ আর অস্তিত্বের লড়াই। এর ভেতরে তাদের মধ্যে তৈরি হওয়া এক অসম্ভব আকর্ষণ তাদের ফেলে দেয় শাঁখের করাতে। নিজেদের মধ্যকার সৃষ্টি হওয়া ভালবাসাকে পূর্ণতা দিতে হলে, তাদেরকে যার যার লড়াইয়ে হারতে হবে। আর এই অস্তিত্বের লড়াইয়ে হারলে স্বার্থান্বেষী কিছু মহল বাঁচতে দেবে না তাদেরকে।

অস্তিত্ব নাকি ভালবাসা, শেষমেশ তারা কাকে বেছে নিয়েছিল, জানতে দারাজ থেকে আজই অর্ডার করুন আপনার কপিটি।

শুরু হতে যাচ্ছে কুহক এর সিস্টার কনসার্ন আসওয়াদ প্রকাশনীর যাত্রা। এখানে আমরা মুলত ইসলামিক এবং জীবন-বিধান সংক্রান্ত বিভিন...
12/10/2024

শুরু হতে যাচ্ছে কুহক এর সিস্টার কনসার্ন আসওয়াদ প্রকাশনীর যাত্রা। এখানে আমরা মুলত ইসলামিক এবং জীবন-বিধান সংক্রান্ত বিভিন্ন বই নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ।

আসওয়াদ থেকে বের হওয়া প্রথম বই- "কেন বিশ্বাসী হবো"। লেখক হচ্ছেন মো. মিকাইল আহমেদ । বইটির প্রি-অর্ডার শুরু হচ্ছে আজকে থেকে। চলবে ২২ তারিখ পর্যন্ত। পাওয়া যাবে দেশের বিভিন্ন বুকশপে। চাইলে আমাদের কাছে সরাসরিও অর্ডার করতে পারেন।

বইটির ফ্লাপ
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে ঘুরপাক খায় যখন মানব মন, স্রষ্টার অস্তিত্ব তালাশে দিশেহারা নাবিক যখন পথ খুঁজে বেড়ায় গহীন সমুদ্রে, বিশালাকার ঢেউয়ের গর্জনে দিগ্বিদিক জাহাজ তখন দুলতে থাকে ডুবে যাওয়ার আতঙ্কে। নাবিকের চোখে ভয় আর দুশ্চিন্তার ছাপ, তীরে জাহাজ ভেরানোর ক্ষীণ আসা। কে বাঁচাবে এ কঠিন দুঃসময়ে? স্রষ্টা বলতে আসলেই কেউ আছে? অথচ এমন ভয়ঙ্কর বিপদেও একজন থাকে নির্ভার কারণ সে বিশ্বাসী। বিপদ যতই বড়ো হোক একজন বিশ্বাসীর ’বিশ্বাস’ তার স্রষ্টা সর্বশক্তিমান; মহাবিপদেও তাকে বাঁচানোর ক্ষমতা রাখেন। কারণটা সহজেই অনুমেয় অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কোন বিপদ-আপদ মানুষের উপর কখনোই আসতে পারেনা। আর এ বিশ্বাসই তার সফলতার মূলমন্ত্র। আমরা দেখতে পাই একই বিন্দুতে দুজনের বিপরীত অবস্থান। একজন বিশ্বাসী, ভয়ডরহীন; আরেকজন অবিশ্বাসী, দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহকে যখন আমরা চর্মচক্ষুতে দেখতে সক্ষম নই তাহলে উপায়? আল্লাহকে খুঁজে পাওয়ার সহজ রাস্তা তিনি বাতলে দিয়েছেন নিজেই। কখনো কিতাবের মাধ্যমে, কখনো নবী, রাসূলগনের মাধ্যমে আবার কখনোবা অনিন্দ্য সুন্দর সৃষ্টিজগতের মাধ্যমে। প্রত্যেক সৃষ্টির পরতে পরতে রয়েছে আল্লাহকে খুঁজে পাওয়ার অগণিত উপকরণ। সাগরে ডুব না দিয়ে আপনি যেমনি মণি, মুক্তা আহরণ করতে পারবেন না তেমনি পৃথিবীতে উদ্দেশ্যহীন ঘুরাফেরা করে, নাতিদীর্ঘ সফরের মহামূল্যবান সময়টুকু হেলায় ফেলায় নষ্ট করে, নিজের চিন্তাশক্তির সদ্ব্যবহার না করে আল্লাহকে খুঁজে পাবেন না। আল্লাহর অস্তিত্ব তালাশে তাঁরই সৃষ্টিজগতের দিকে দৃষ্টি নিবদ্ধ করে ২২ টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর কোরআন, হাদিস ও বিজ্ঞানের আলোকে লেখা হয়েছে ‘কেন বিশ্বাসী হবো?’ বইটি। এ বইটি পাঠের মাধ্যমে দিশেহারা নাবিক খুঁজে পাবে সঠিক পথের দিশা, স্রষ্টার অস্তিত্ব, কেটে যাবে সংশয়, অবিশ্বাস, পাকাপোক্ত হবে ঈমান; এমনটাই প্রত্যাশা।

বইয়ের নাম: কেন বিশ্বাসী হবো?
লেখকের নাম: মো. মিকাইল আহমেদ
বইয়ের দাম: ২৯৫ টাকা
প্রি অর্ডার মুল্য: ১৭৫ টাকা
প্রচ্ছদ: তাওসীফ আহমেদ

চলে এসেছে আমাদের প্রি-অর্ডার চলমান পেপারব্যাক এডিশনের বই ১৭টা কারণে তোমায় ভালোবাসি। সাইকোলজিক্যাল পলিটিক্যাল থ্রিলার বইট...
06/10/2024

চলে এসেছে আমাদের প্রি-অর্ডার চলমান পেপারব্যাক এডিশনের বই ১৭টা কারণে তোমায় ভালোবাসি। সাইকোলজিক্যাল পলিটিক্যাল থ্রিলার বইটি নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। বিস্তারিত জানানো হবে এর মাঝেই।

তার আগে বইটি যারা এখনো পড়েন নি, তারা কিনে নিতে পারেন।

বুকমার্কে চলছে রিভিউ প্রতিযোগিতা #প্রি_অর্ডার ৪০% ছাড়ে প্রি অর্ডার করুন শুধু মাত্র Bookmark এ । 🍀 খুব শিগ্রই এই বইয়ের রি...
18/09/2024

বুকমার্কে চলছে রিভিউ প্রতিযোগিতা

#প্রি_অর্ডার ৪০% ছাড়ে প্রি অর্ডার করুন শুধু মাত্র Bookmark এ ।

🍀 খুব শিগ্রই এই বইয়ের রিভিউ প্রতিযোগিতা আসছে...
- ১ম বিজয়ী পাবে ১০০০ টাকা মূল্যের বই
- ২য় বিজয়ী পাবে ৭৫০ টাকা মূল্যের বই
- ৩য় বিজয়ী পাবে ৫০০ টাকা মূল্যের বই

আপনার কপি টি এখনি অর্ডার করুন

🍀 বই: ১৭ টা কারণে তোমায় ভালবাসি
🍀 লেখক: রায়হান মাসুদ
🍀 প্রকাশনী: কুহক কমিক্স এন্ড পাবলিকেশন্স
🍀 জনরা : রোমান্টিক ও সাইকোলজিক্যাল থ্রিলার
🍀 পৃষ্ঠা: ২৫৫
🍀 মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
🍀 প্রি অর্ডার অফার মূল্য - ২৭০ টাকা
🍀 প্রি অর্ডার চলবে ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং পর্যন্ত ।
-----------------------------------------------
✅ অর্ডার করতে
কল করুন 017 99 88 22 85
অথবা ইনবক্স করুনঃ m.me/bookmark.com.bd
Whatsapp: 01799-882285
-----------------------------------------------------
সরাসরি বুকমার্ক ওয়েবসাইট থেকে অর্ডার করতে ভিজিট করুন - https://bookmark.com.bd/products/17-ta-karone-tomay-valobashi
-----------------------------------------------------

উগ্র নারীবাদী লেখিকা নীহারিকা হান্নান সমাজে ঘটে চলা সত্য নারী নির্যাতনের ঘটনা নিয়ে গল্প, উপন্যাস লেখে। তার লেখনির মাধ্যমে দেশের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা সামনে উঠে আসে, এমনকি সামাজিক আন্দোলন সৃষ্টি হয় নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে প্রথমে বিচার এড়ানো নারী নির্যাতনকারীদের জেল তো বটে, ফাঁসিও হয়। কিন্তু তার দুনিয়া এলোমেলো হয়ে যায়, যখন এক উগ্র নারীবিদ্বেষী লেখক তার গল্পের মাধ্যমে প্রমাণ করে দেয়, একই নারী নির্যাতনের ঘটনায় নীহারিকার লেখনির উপর ভিত্তি করে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের ফলে যাদের ফাঁসি হয়েছিল, তারা ছিল নিরাপরাধ। এই ব্যাপারটা ফাঁস হলে নীহারিকার এবং উক্ত সামাজিক আন্দোলনের সাথে জড়িত আরো অনেকেরই বিশাল বিপদ! কাহিনীর মোড় ঘুরে যায়, যখন উক্ত নারীবিদ্বেষী লেখক উগ্র নারীবাদী নীহাকে প্রেমের প্রস্তাব দেয়। নীহা জড়িয়ে যায়, বিশ্বাস, অবিশ্বাস, নীতির যুদ্ধ, আর অস্তিত্ব রক্ষার এক অবিশ্বাস্য দাবা খেলায়…….

দেশের পরিস্থিতির সাথে একাত্মতা জানাতে কুহকের প্রি-অর্ডার জনিত প্রচার বন্ধ রাখা হয়েছিলো। এটি আবার চালু হচ্ছে। নতুন প্রি-অ...
13/08/2024

দেশের পরিস্থিতির সাথে একাত্মতা জানাতে কুহকের প্রি-অর্ডার জনিত প্রচার বন্ধ রাখা হয়েছিলো। এটি আবার চালু হচ্ছে।

নতুন প্রি-অর্ডার শেষের তারিখ ২৭ আগস্ট।

আপনারা যারা প্রি অর্ডার করতে চান তারা তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলুন। ❤️

18/07/2024

আপনারা হয়ত অনেকেই জানেন যে কুহকের কার্যক্রম আবার নতুন করে শুরু হয়েছে। একটা বইয়ের প্রি অর্ডারও চলছিলো। দেশের পরিস্থিতি বিবেচনা করে, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, প্রি-অর্ডারটি আপাতত কয়েকদিন স্থগিত থাকবে। বইয়ের প্রচার সংক্রান্ত কাজও কিছুদিন বন্ধ থাকবে।

বই সংক্রান্ত কিছু প্রতিযোগিতা হওয়ার কথা ছিলো এবং একটি বুকশপের সাথে কথাও হয়েছে। আপনাদের অনেকেই এই প্রতিযোগিতায় আগ্রহী ছিলেন। আপনাদের একটু অপেক্ষা করার অনুরোধ করছি। কারণ এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনকেই সকলের ফোকাসে রাখা উচিত।

কুহক ছাত্রদের পক্ষ আছে, ইনশাআল্লাহ থাকবে। আমাদের লেখকদের মাঝেও অনেকে সরাসরি আন্দোলনে যুক্ত আছেন। আমরা তাদের সফলতা এবং সুস্থতার জন্য দোয়া করি। কারও কোনো প্রয়োজনে আমাদের জানাবেন। আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো সাথে থাকার।

আপনারা রাস্তায় থেকে যে সাহসীকতার পরিচয় দিচ্ছেন তা আমাদের পক্ষে কী-বোর্ডে কিছু শব্দ লিখে প্রকাশ করা সম্ভব না। আল্লাহ আপনাদের এই সাহসীকতার সমপরিমান সামর্থ্য আপনাদের প্রদান করুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কুহক থেকে ছাত্রলীগ, পুলিশ এবং অন্যান্য আইনরক্ষাকারী বাহিনীর সাথে সম্পৃক্ত কারো বই বের করা হবে না। এদের সমর্থনকারিদেরও বই বের করা হবে না। কুহকের পাঠক যতটুকুই আছে, তারাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। যেসব লেখক আমাদের সাথে আছেন তারাই যথেষ্ট। অকারনে কিছু নরপশুকে আমাদের মাঝে নিয়ে আসার কোনো ইচ্ছা আমাদের নেই।

আমাদের এযাবৎ যারা লেখক আছেন তাদের কেও এই সকল শ্রেণির অন্তর্ভুক্ত হলে দয়া করে নিজ দ্বায়িত্বে বই সরিয়ে নিন। আর যদি মনে করে থাকেন যে এই সকল ছাত্ররা ঠিক তবে স্পষ্ট স্বরে এদের সমর্থন প্রদান করুন।

যেহেতু, অফিশিয়ালি কথাগুলো বলছি সেহেতু আরোও একটি বিষয় জানিয়ে রাখি, বেশ কয়েকজন লেখক আমাদের থেকে কিছু টাকা পাবেন স্বত্ত্ববাবদ। সেই টাকা আমরা একবারে শোধ করতে না পারলেও এক এক করে শোধ করে দিচ্ছি। অনেককেই দেওয়া হয়েছে, আবার অনেককেই সময় দেওয়া হয়েছে। যারা আগে পাবেন তাদের আগে ভিত্তিতেই শোধ করা হবে। আমাদের দেরির জন্য আমরা দু:খিত। কারো টাকা শোধ না করার ইচ্ছা আমাদের নেই। আর্থিক সমস্যা যে কারো যে কোনো সময়ে আসতে পারে। আমরা সবাই এটা জানি। একারণে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

কুহকের সকল পক্ষ থেকে;
ইসমাত জারিন
প্রকাশক
কুহক কমিক্স এন্ড পাবলিকেশন
১৮.০৭.২৪

১৭ টা কারণে তোমায় ভালোবাসি এর সম্পুর্ণ কভার। পেপারব্যাক সংস্করণে আসবে এই বইটিআশা করি আমাদের অন্যান্য বইয়ের মতো এই বইটিকে...
14/07/2024

১৭ টা কারণে তোমায় ভালোবাসি এর সম্পুর্ণ কভার।

পেপারব্যাক সংস্করণে আসবে এই বইটি

আশা করি আমাদের অন্যান্য বইয়ের মতো এই বইটিকেও আপনারা অনেক ভালোবাসা দিবেন।

১৭টা কারণে তোমায় ভালোবাসি বইয়ের প্রি-অর্ডার সুখবর!প্রি-অর্ডার ঘোষণা....নতুন করে আবারও চলে এল কুহক কমিক্স ও পাবলিকেশন থেক...
12/07/2024

১৭টা কারণে তোমায় ভালোবাসি বইয়ের প্রি-অর্ডার

সুখবর!

প্রি-অর্ডার ঘোষণা....

নতুন করে আবারও চলে এল কুহক কমিক্স ও পাবলিকেশন থেকে প্রকাশিত আমার লেখা রোমান্টিক ও সাইকোলজিক্যাল থ্রিলার "১৭টা কারণে তোমায় ভালবাসি" এর পেপারব্যাক এডিশন। কম খরচে যাদের বড় কলেবরের রোমান্টিক ও থ্রিলার বই পছন্দ, তাদের জন্য কুহক কমিক্স ও পাবলিকেশনের এই অসাধারণ উদ্যোগ।

৬৪০০০ শব্দের উপন্যাসের একটা পাতায়ও আপনাদের বোরিং লাগবে না এই বিশ্বাস আমি আমার এগারো বছরের লেখালেখির অভিজ্ঞতা প্রেক্ষিতে ধারণ করছি। বইটির সম্ভাব্য প্রকাশের তারিখ.... । এরমধ্যে চলবে প্রি-অর্ডার। প্রি-অর্ডারের সমস্ত লিংক কমেন্টে দেওয়া হল।

সারসংক্ষেপ :

উগ্র নারীবাদী লেখিকা নীহারিকা হান্নান সমাজে ঘটে চলা সত্য নারী নির্যাতনের ঘটনা নিয়ে গল্প, উপন্যাস লেখে। তার লেখনির মাধ্যমে দেশের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা সামনে উঠে আসে, এমনকি সামাজিক আন্দোলন সৃষ্টি হয় নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে প্রথমে বিচার এড়ানো নারী নির্যাতনকারীদের জেল তো বটে, ফাঁসিও হয়। কিন্তু তার দুনিয়া এলোমেলো হয়ে যায়, যখন এক উগ্র নারীবিদ্বেষী লেখক তার গল্পের মাধ্যমে প্রমাণ করে দেয়, একই নারী নির্যাতনের ঘটনায় নীহারিকার লেখনির উপর ভিত্তি করে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের ফলে যাদের ফাঁসি হয়েছিল, তারা ছিল নিরাপরাধ। এই ব্যাপারটা ফাঁস হলে নীহারিকার এবং উক্ত সামাজিক আন্দোলনের সাথে জড়িত আরো অনেকেরই বিশাল বিপদ! কাহিনীর মোড় ঘুরে যায়, যখন উক্ত নারীবিদ্বেষী লেখক উগ্র নারীবাদী নীহাকে প্রেমের প্রস্তাব দেয়। নীহা জড়িয়ে যায়, বিশ্বাস, অবিশ্বাস, নীতির যুদ্ধ, আর অস্তিত্ব রক্ষার এক অবিশ্বাস্য দাবা খেলায়…….

বই পরিচিতি:

নাম: ১৭ টা কারণে তোমায় ভালবাসি (পেপারব্যাক সংস্করণ)

লেখক: রায়হান মাসুদ

প্রকাশনী: কুহক কমিক্স এন্ড পাবলিকেশন্স

জনরা : রোমান্টিক ও সাইকোলজিক্যাল থ্রিলার

পৃষ্ঠা: ২৫৫

মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
প্রি-অর্ডার মুল্য: ২৯০ টাকা

প্রি-অর্ডার চলবে ২৮ জুলাই পর্যন্ত

প্রি অর্ডার করতে পারবেন বুকমার্ক, বইপিয়ন, রকমারি, বুকস এন্ড ক্রাফটস (দারাজ), এনি বুক বিডি থেকে

ইনশাআল্লাহ আপনাদেরকে রোমান্টিসিজম আর থ্রিলারের মিশেলের এক নতুন বাস্তবতায় নিয়ে যাবে বইটি। আশা করি, প্রি-অর্ডারের সময় থেকেই আপনারা সাথে থাকবেন বইটির।

৭০% পর্যন্ত ছাড়!কুহক নিয়ে এসেছে বিশাল ক্লিয়ারেন্স অফার।৫০% থেকে ৭০% পর্যন্ত বিশাল ছাড় এভেইলেবল সকল বইয়ে। নিচে ছবিতে সকল ...
01/03/2023

৭০% পর্যন্ত ছাড়!

কুহক নিয়ে এসেছে বিশাল ক্লিয়ারেন্স অফার।

৫০% থেকে ৭০% পর্যন্ত বিশাল ছাড় এভেইলেবল সকল বইয়ে।

নিচে ছবিতে সকল বইয়ের লিস্ট দেওয়া হলো।

অফার চলবে ১৫ তারিখ পর্যন্ত।

অর্ডার লিংক: m.me/kuhokcomicsandpublication

শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।

শর্ত একটাই ১০০ টাকার বই অর্ডার করতে হবে।

Address

38/1 Banglabazar, 2nd Floor, N Ali Tower, (Behind Mannan Market)
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন:

Share

Category