InfO ZonE 365

InfO ZonE 365 this is Info ZonE 365. Here the info of all happenings and ongoing events of the world is provided.

ভারত বাংলাদেশ ভাই ভাই!!
27/08/2024

ভারত বাংলাদেশ ভাই ভাই!!

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!
আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।
মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)

15/08/2024

ভয়ানক আগষ্ট!
বাবার পতন ১৫ আগষ্ট, মেয়ের পতন ৫ আগষ্ট।
১৫ × ৫ = ৭৫ সাল!
৭৫ + ১ দফা = ৭৬ ( মেয়ের বয়স ) 😁

Copy

12/08/2024

জেল এবং আয়না ঘর থেকে অনেক আলেম বের হচ্ছে, কিন্তু একজন পুরোহিতকেও বের হতে দেখলাম না।
তাহলে আসলে সংখ্যালঘু কারা?

আমাকে প্রয়োজন মনে না করলে বলেন আমি চলে যাবো, কিন্তু যেহেতু আমাকে ডেকেছেন তাহলে অমার কথা শুনতে হবে : ড. মুহাম্মদ ইউনূস।
08/08/2024

আমাকে প্রয়োজন মনে না করলে বলেন আমি চলে যাবো, কিন্তু যেহেতু আমাকে ডেকেছেন তাহলে অমার কথা শুনতে হবে : ড. মুহাম্মদ ইউনূস।

Never discuss money with negative people.Most don’t like when you're doing better than them.Focus on your own financial ...
11/07/2024

Never discuss money with negative people.

Most don’t like when you're doing better than them.

Focus on your own financial goals and not what others think.

People will always find a way to criticize you.

Not everyone is your friend.

এম এ পাস চা ওয়ালার ফ্রান্চাইজি হওয়ার সুযোগবিসমিল্লাহ বলে বিনিয়োগ করুন এবং দেখুন আপনার ব্যবসায় সফলতা★ বাংলাদেশে এখন চা,কফ...
07/07/2024

এম এ পাস চা ওয়ালার ফ্রান্চাইজি হওয়ার সুযোগ
বিসমিল্লাহ বলে বিনিয়োগ করুন এবং দেখুন আপনার ব্যবসায় সফলতা
★ বাংলাদেশে এখন চা,কফি এবং ফাস্টফুড পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না তাই এটা একটি ট্রেন্ডিং বিজনেস।
★ আমরা আপনাকে মার্কেটিং এবং ব্র্যান্ডিং সাপোর্ট দিবো। তাই ব্যবসায় লসের হার একেবারে কম।
★ আমরা আপনাকে প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে ব্যবসা শিক্ষিয়ে দিবো।যেমন- কিভাবে চা এবং কফি তৈরি করতে হয়। বার্গার,ফ্রেন্চ ফ্রাই, শর্মা,চিকেন ফ্রাই ভাজতে হয় সবই শিক্ষিয়ে দিবো।অতিরিক্ত টাকা খরচ করে আপনাকে শেফ নিতে হবে না আপনি হবেন আপনার রেস্টুরেন্টের সেফ।

আমাদের শপের এড্রেসঃ
এল কে সানরাইজ, নুরেরচালা,ভাটারা,গুলশান,
ঢাকা -১২১২
যোগাযোগ করুনঃ ০১৭৬৬-০৬৯১৪৭

"শুভ জন্মদিন, ফুটবল জাদুকর মেসি! তোমার পায়ের জাদুতে মোহিত আমরা। 🎂⚽    "
24/06/2024

"শুভ জন্মদিন, ফুটবল জাদুকর মেসি! তোমার পায়ের জাদুতে মোহিত আমরা। 🎂⚽

"

সমালোচনার তোপে ক্ষমা চাইলেন  Shimul Sharma
11/06/2024

সমালোচনার তোপে ক্ষমা চাইলেন

Shimul Sharma

12/05/2024

"Behind every successful person is a mother who believed in them. Happy Mother's Day to my biggest believer!"

কন্টেন্ট রাইটিং কি?🤔ইন্টারনেটে কনটেন্ট এর উপর আলোচনা কিংবা পোস্টের কোন শেষ নেই। কিন্তু সবগুলো আলোচনা বা পোস্ট কি কনটেন্ট...
03/07/2023

কন্টেন্ট রাইটিং কি?🤔

ইন্টারনেটে কনটেন্ট এর উপর আলোচনা কিংবা পোস্টের কোন শেষ নেই। কিন্তু সবগুলো আলোচনা বা পোস্ট কি কনটেন্ট এর আওতায় পড়ে। প্রকৃতপক্ষে, কোন ধরনের আলোচনা বা পোস্টগুলো কনটেন্ট এর আওতায় পড়ে - তা জেনে নিন আজকের আলোচনা থেকে।

👉কোন নির্দিষ্ট বিষয় নিয়ে যখন ইন্টারনেটে আকর্ষণীয়ভাবে বিস্তারিত আলোচনা লিখিত বা পাঠ করে তুলে ধরা হয় তখন তাকে কনটেন্ট বলে।

👉কনটেন্ট চার ধরনের বিষয় নিয়ে হতে পারে:

১। ছবি বা ইমেজ
২। ভিডিওর মাধ্যমে
৩। অডিওর মাধ্যমে
৪। লিখিতভাবে

এই চারটি বিষয়ের যে কোনোটির উপর কনটেন্ট লেখা হোক না কেন, যদি নির্দিষ্ট বিষয় নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করা না হয়, তবে তা কনটেন্ট এর আওতায় পড়বে না।

👉লেখালেখির ক্ষেত্রে কমপক্ষে ১০০-২০০ বা তার বেশি শব্দের মধ্যে কনটেন্ট লিখতে হবে। তবে কারো লেখা কপি করা যাবে না।

আপনি যে ভাষায় কনটেন্ট লিখেন না কেন, তার ব্যাকরণের নিয়ম-কানুন ঠিক রেখে ভাষাটাকে প্রাঞ্জল করে তুলতে হবে। ভাষার মধ্যে বৈচিত্র্যতা আনতে হবে।

👉যেকোনো কনটেন্টের চারটি অংশ থাকে। যেমন:

১। Title/শিরোনাম
২। Introduction/সূচনা
৩। Body/মূল অংশ
৪। Conclusion/উপসংহার

♥️Title/শিরোনামে আপনি কনটেন্টটি সম্পর্কে এমন একটি বাক্য লিখতে পারেন, যা কনটেন্টের পুরো বিষয়কে ধারণ করে।💚

🤎Introduction/সূচনাতে আপনি কনটেন্টটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে পারেন ।💜

💚Body/মূল অংশে আপনি পুরো কনটেন্টের বিবরণ তুলে ধরবেন।♥️

💛Conclusion/উপসংহার অংশে আপনি সংক্ষিপ্তভাবে এমন কিছু তুলে ধরতে পারেন, যা আপনি পুরো কনটেন্টের মাধ্যমে বুঝাতে চেয়েছেন।💚

👉 কন্টেন্ট রাইটারের দক্ষতা:

একজন কনটেন্ট রাইটারের অনেকগুলো দক্ষতার প্রয়োজন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
১। ভাষাগত জ্ঞান (যে ভাষায় কনটেন্টটি লেখা হবে)
২। কোনো বিষয় নিয়ে গবেষণা করার দক্ষতা
৩। ভাষার মধ্যে প্রাঞ্জলতা আনতে পারা
৪। সহজবোধ্য করে তোলার ক্ষমতা
৫। ভাষায় বৈচিত্র্যতা আনতে পারা
৬। শুদ্ধ বানানে লেখার দক্ষতা

👉 ভালো কনটেন্ট তৈরির উপায়:

১। অনলাইনে বিভিন্ন কনটেন্ট গুলো ভালোভাবে পড়ে একটা সামগ্রিক ধারণা অর্জন করা।
২। কনটেন্টের বাক্যগুলোতে প্রয়োজনে আগে-পরে ব্যাক্যের সাথে মিল রেখে কার্টুন বা ইমোজি রিয়েক্ট ব্যবহার করা।
৩। অন্যের কনটেন্ট কপি পেস্ট না করে স্বতন্ত্র কনটেন্ট তৈরি করা।
৪। বানান এবং বাক্য গঠনের দিকে খেয়াল রাখা।
৫। অনেক বড় লেখা না লিখে প্রয়োজনে প্যারা আকারে ছোট ছোট করে লেখা।
৬। নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোন তথ্য না দেওয়া।
৭। নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য সূত্র ব্যবহার করা।
৮। যথাযথ কি-ওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা।
৯। নিয়মিত চর্চা করা।

👉কনটেন্টকে আকর্ষণীয় করার উপায়:

১। আকর্ষণীয় Title/শিরোনাম ব্যবহার করা।
২। সঠিক Introduction/সূচনা তৈরি করা।
৩। কন্টেন্টের Body/মূল অংশ সাজিয়ে লিখা।
৪। অনুপ্রেরণামূলক Conclusion/উপসংহার তৈরি করা।

🥀পরিশেষে এটিই বলব যে, আপনার মন কি চাচ্ছে, আপনি কোন বিষয়ে লিখতে চান, সেই বিষয়ে ভালো করে জানুন, সঠিক তথ্য সংগ্রহ করে তা উপস্থাপন করুন। তবে আপনার কনটেন্টটি আকর্ষণীয় হয়ে উঠবে এবং তা পাঠকের কাছে গুরুত্ব পাবে।🌹

বাংলাদেশের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সূচি- বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর)বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, ১০ অক্টোবর...
27/06/2023

বাংলাদেশের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সূচি-

বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর)
বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, ১০ অক্টোবর)
বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, ১৪ অক্টোবর)
বাংলাদেশ-ভারত (পুনে, ১৯ অক্টোবর)
বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, ২৪ অক্টোবর)
বাংলাদেশ-কোয়ালিফায়ার ১ (কলকাতা, ২৮ অক্টোবর)
বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)
বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ (দিল্লি, ৬ নভেম্বর)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, ১২ নভেম্বর)

Address

Khalachandpur
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when InfO ZonE 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share