31/10/2025
মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডর প্রথম বর্ষপূর্তি পালন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
আনন্দঘন পরিবেশে আলোচনা সভা, র্যালী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের মধ্য দিয়ে পালিত হলো জেলার নানা পেশায় জড়িতদের নিয়ে গঠিত সংগঠন মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বর্ষপূর্তি। গতকাল শুক্রবার সকালে শহরের খালইস্ট এলাকার একটি রেষ্টুরেন্টে সংগঠনের প্রায় ৭০ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। এসময় নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা। পরে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে উৎসাহব্যঞ্জক বৃত্তি ও সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। পাশাপাশি ক্লাবের সকল সদস্যদের উপহার হিসাবে ক্যাপ, সার্টিফিকেট, আইডি কার্ড দেয়া হয়। দুপুর ১২টার দিকে জেলা শহরের খালইষ্ট এলাকা থেকে বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। এসময় প্রজন্ম পরম্পরায় ক্লাবের নেতৃত্ব বহাল রাখার আশা ব্যক্ত করে সংগঠনের সভাপতি গোলাম রসুল মুন্সীগঞ্জের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতি চর্চার উপর জোর দেন। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথির বক্তব্যে এ ধরনের কার্যক্রম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করে সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল শাহজাহান মজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর কবির, ডিরেক্টর ডা. অঞ্জন লাল ঘোষ, ডিরেক্টর আবু তালহা মাসুম, ডিরেক্টর মশিউর রহমান রাসেল, ডিরেক্টর লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আশফাকুজ্জামান, ডিরেক্টর কর আইনজীবী মিটুল, ডিরেক্টর মেজর (অবঃ) মিজানুর রহমান, ডিরেক্টর ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা, মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন পুস্তি, মেট্টোসেম সিমেন্টের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, ডিরেক্টর মঈন উদ্দিন মাসুদ প্রমুৃখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সংগঠনের ট্রেজারার আইনজীবী ও সাংবাদিক মুঃ আবুসাঈদ সোহান।