09/09/2025
“পৃথিবীর ইতিহাস সাক্ষী, ফেরাউনও তার অহংকারের কারণে পতিত হয়েছিল। সেখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। নেপালের প্রধানমন্ত্রীও আবারো ক্ষমতার পতনের মুখে পড়েছেন। ইতিহাস বারবার আমাদের শেখায়, অহংকার ও অন্যায় টিকিয়ে রাখা যায় না।
টাইমলাইনে রেখে দিলাম।