09/12/2025
ইহুদিদের বংশগত ঐক্য ও মনোনীত জাতির ধারণা প্রচারের জন্য জায়োনিজম ইহুদিবাদকে নিছক একটি জাতিভিত্তিক ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এ ক্ষেত্রে তারা এতটাই সফল যে, বহু অ্যাকাডেমিক ব্যক্তিও বিশ্বাস করেন, বর্তমান ইহুদিরা বনি ইসরাইলের বংশধর।